রাজিব ওমর - Rajib Omar

রাজিব ওমর - Rajib Omar Writer || Reciter || Rising Creator

19/05/2025

বুকের ভেতরে হৃৎপিন্ডে
একদম হিরোশিমায়
এমন আনবিক বোমা ছুঁড়লে ---
অস্থি, মজ্জা ধুলিসাৎ হয়ে গেলো
চোখের পলকেই ---।

এই আকাশে মেঘ হবে না,
বৃষ্টি হবে না অনন্ত কাল ;
তবু রোদ্দুর হবে, দহন হবে।
অসুস্থ, পঙ্গু স্বপ্ন গুলো মৃত্যুর জন্য
আর্তনাদ করবে, অথচ মৃত্যু হবে না।

07/05/2025

আমি সবসময় ই ছিলাম
তোমার ডেস্কে পড়ে থাকা একটা ফাইল,
একটা স্বাক্ষরের জন্য প্রতীক্ষা করতে করতে ক্লান্ত ;
অথচ অনুমোদন ই পেলো না একজন্মে।

বড় অবেলায় হৃৎপিণ্ডের গুরুত্বপূর্ণ
নথিপত্রগুলো পড়ে রইলো
অযত্নে, অবহেলায় ----।

20/04/2025
18/04/2025

মানুষ আসলেই আপন হয় না

ভালো থাকুক পৃথিবীর মুখোশ পরা সকল আপনজনেরা।
12/04/2025

ভালো থাকুক পৃথিবীর
মুখোশ পরা সকল আপনজনেরা।

09/04/2025

যান্ত্রিক নগরীতে আমি এক ব্যস্ত রোবট;
অনেক দিন বৃষ্টি নামেনি,
আদ্রতায় ফেটে গেছে হৃৎপিণ্ড
অনুর্বর জমিন,
রৌদ্রের ভয় এখন ডাল-ভাত।

শতবর্ষী আমগাছহিরন্যকান্দি,  কাশিয়ানী,  গোপালগঞ্জ
29/03/2025

শতবর্ষী আমগাছ
হিরন্যকান্দি, কাশিয়ানী, গোপালগঞ্জ

বিভীষিকাময় সেই কালো রাতেই স্তব্ধ হয়ে যেতাম চিরতরে, হইনি! বরং ঘুরে দাঁড়িয়েছি প্রবল বেগে, ছিনিয়ে এনেছি নতুন সকাল। শ্রদ্ধাভ...
26/03/2025

বিভীষিকাময় সেই কালো রাতেই স্তব্ধ হয়ে যেতাম চিরতরে, হইনি! বরং ঘুরে দাঁড়িয়েছি প্রবল বেগে, ছিনিয়ে এনেছি নতুন সকাল। শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদকে, যাদের অসামান্য অবদানে পেয়েছি প্রাণের বাংলাদেশ।

Address

High School Road, Majrah
Kashiani
8130

Alerts

Be the first to know and let us send you an email when রাজিব ওমর - Rajib Omar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share