19/05/2025
বুকের ভেতরে হৃৎপিন্ডে
একদম হিরোশিমায়
এমন আনবিক বোমা ছুঁড়লে ---
অস্থি, মজ্জা ধুলিসাৎ হয়ে গেলো
চোখের পলকেই ---।
এই আকাশে মেঘ হবে না,
বৃষ্টি হবে না অনন্ত কাল ;
তবু রোদ্দুর হবে, দহন হবে।
অসুস্থ, পঙ্গু স্বপ্ন গুলো মৃত্যুর জন্য
আর্তনাদ করবে, অথচ মৃত্যু হবে না।