27/04/2025
গেম যেহেতু আনব্যান হতে চলেছে আমাদের কমিউনিটির সচেতন মহলের হয়ে কিছু দাবি জানাচ্ছি ফ্রি ফায়ার টিম বাংলাদেশ এর কাছে।
-১৪ বছরের নিচে বাচ্চারা এই গেম খেলতে পারবে না।
-প্রতিদিন ৮ ঘন্টার বেশি একটা ডিভাইসে গেম খেলা যাবে না।
-নিজের বা অবিভাবকের এন আইডি দিয়ে ভেরিফাইড করে একটা আইডি খোলা ও খেলা যাবে।
-গেমে গালাগালের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে কঠোর ভাবে এটা চেনার জন্য যে যে আধুনিক সিস্টেম বসানো দরকার সব বসাতে হবে।
এছাড়া আমরা যারা সচেতন মহল রয়েছি সবাইকে একতাবদ্ধ হয়ে রাস্তঘাটে অসচেতন খেলোয়াড়দের বুজানো চেষ্টা করবো।
মনেরাখা ভালো ফ্রি ফায়ারে ক্যারিয়ার গড়তে পারে ৫% মানুষের মত, বাকিদের কিছু পড়াশুনা করে নিজের ক্যারিয়ার গড়তে হবে তাই অতিরিক্ত কিছুই ভালো নয়।
✅ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে
দিবেন।
English: Since the game is about to be unbanned, we, the conscious members of our community, would like to present a few demands to the Free Fire Bangladesh team: • Children under the age of 14 should not be allowed to play this game. • No device should allow more than 8 hours of gameplay per day. • Accounts must be created and played only after being verified with the player’s or their guardian’s National ID. • Strict measures must be taken against abusive behavior in the game, and all necessary modern systems should be implemented to detect and prevent it.In addition, all of us in the conscious community will try to unite and educate unaware players in public places.It’s important to remember that only about 5% of people can build a career through Free Fire. The rest must focus on their studies and build a career through education. Therefore, excessive gaming is never good for anyone.