
16/08/2025
ধরেন আপনাকে একটা সাপে কামড় দিলো। আপনি কি সাথে সাথে কামড় খাওয়া যায়গাটার পরিচর্যা করবেন, নিজেকে সুস্থ করার জন্য চেষ্টা করবেন? নাকি দৌড়ে গিয়ে সাপটাকে ধরবেন? তাকে জিগ্যেস করবেন সে আপনাকে কেন কামড় দিলো। তাকে বোঝানোর চেষ্টা করবেন এই কামড়টা আপনি ডিজার্ভ করেন না!? কোনটা?
ঠিক একই ভাবে যখন জীবনে কারো কাছ থেকে চূড়ান্ত লেভেলের বিষ পাবেন সেই বিষাক্ত মানুষটার পেছনে ছুটবেন না। তাকে বোঝানোর তো প্রশ্নই আসে না। আপনি কি ডিজার্ভ করেন কি করেন না তাতে সাপের মতো বিষাক্ত মানুষদের কিছুই যায় আসে না।
নিজেকে হিল করেন, নিজের পরিচর্যা করেন। ভাললাগবে।