Tales with Taiyeba

  • Home
  • Tales with Taiyeba

Tales with Taiyeba Welcome to my page. I am Taiyeba Mehejabin a Doctor,Content Creator & explorer of life beyond the hospital.

Just a typical medical student trying to be live like a normal one.

ধরেন আপনাকে একটা সাপে কামড় দিলো। আপনি কি সাথে সাথে কামড় খাওয়া যায়গাটার পরিচর্যা করবেন, নিজেকে সুস্থ করার জন্য চেষ্টা ক...
16/08/2025

ধরেন আপনাকে একটা সাপে কামড় দিলো। আপনি কি সাথে সাথে কামড় খাওয়া যায়গাটার পরিচর্যা করবেন, নিজেকে সুস্থ করার জন্য চেষ্টা করবেন? নাকি দৌড়ে গিয়ে সাপটাকে ধরবেন? তাকে জিগ্যেস করবেন সে আপনাকে কেন কামড় দিলো। তাকে বোঝানোর চেষ্টা করবেন এই কামড়টা আপনি ডিজার্ভ করেন না!? কোনটা?

ঠিক একই ভাবে যখন জীবনে কারো কাছ থেকে চূড়ান্ত লেভেলের বিষ পাবেন সেই বিষাক্ত মানুষটার পেছনে ছুটবেন না। তাকে বোঝানোর তো প্রশ্নই আসে না। আপনি কি ডিজার্ভ করেন কি করেন না তাতে সাপের মতো বিষাক্ত মানুষদের কিছুই যায় আসে না।

নিজেকে হিল করেন, নিজের পরিচর্যা করেন। ভাললাগবে।

গোলাপি জামদানী আর হাত ভর্তি চুড়ি পরে বেরু করতে গিয়ে কোকোনাট আইসক্রিম খাওয়ার একটা দিন।💗
15/08/2025

গোলাপি জামদানী আর হাত ভর্তি চুড়ি পরে বেরু করতে গিয়ে কোকোনাট আইসক্রিম খাওয়ার একটা দিন।💗

সিলেটের সাদা পাথর থেকে উদ্ধারকৃত পাথর।
14/08/2025

সিলেটের সাদা পাথর থেকে উদ্ধারকৃত পাথর।

13/08/2025

মাঝেমধ্যে এতগুলো মানুষের পিত্তথলির অপারেশনেও এর থেকে বেশি পাথর বের হয় যতগুলা পাথর উদ্ধার চালিয়ে বের করছে।

12/08/2025

আমার মনটাও তো পাথর।
কই আমাকে তো কেউ নিলো না!😔

12/08/2025

Stop letting people treat you like Paracetamol when you’re Morphine.

আমারও দামী কফি পছন্দ না কিন্তু আমি ৭০০০টাকার ফেসওয়াশ ইউজ করি। আমি কি ওয়াইফ মেটারিয়াল?
11/08/2025

আমারও দামী কফি পছন্দ না কিন্তু আমি ৭০০০টাকার ফেসওয়াশ ইউজ করি। আমি কি ওয়াইফ মেটারিয়াল?

এরপর থেকে বিয়ে কবে খাবো জিজ্ঞেস করার আগে সাথে করে একজন যোগ্য পাত্র নিয়ে আসবেন প্লিজ। তাহলে আমি পাত্রের সাথে আলোচনা করে আ...
09/08/2025

এরপর থেকে বিয়ে কবে খাবো জিজ্ঞেস করার আগে সাথে করে একজন যোগ্য পাত্র নিয়ে আসবেন প্লিজ। তাহলে আমি পাত্রের সাথে আলোচনা করে আপনাদের বিয়ের তারিখটা জানাতে পারবো।

প্রত্যেকদিন খেতে বসে এইগুলা কি রানছো? খাবো না,অন্যকিছু কি নাই নাকি? বলার শাস্তিস্বরূপ আজকে সকালে ঘুম থেকে তুলে মাছ বাজার...
08/08/2025

প্রত্যেকদিন খেতে বসে এইগুলা কি রানছো? খাবো না,অন্যকিছু কি নাই নাকি? বলার শাস্তিস্বরূপ আজকে সকালে ঘুম থেকে তুলে মাছ বাজারে নিয়ে আসা হয়েছে আমাকে।
এখন আমি নাকে হাত দিয়ে দাঁড়িয়ে আছি।

আম্মা is like: Hope you can decide now!

06/08/2025

জীবনের চেয়েও একটা রিক্সার মূল্য বেশি!

আজকে রাতের প্রতিটি বাঙালির সার্চ হিস্ট্রি।
03/08/2025

আজকে রাতের প্রতিটি বাঙালির সার্চ হিস্ট্রি।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tales with Taiyeba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share