Tales with Taiyeba

  • Home
  • Tales with Taiyeba

Tales with Taiyeba Welcome to my page. I am Taiyeba Mehejabin a Doctor, Content Creator & explorer of life beyond the hospital.

Just a typical medical student trying to be live like a normal one.

যে পুরুষ জীবনে যত সাকসেসফুল সে তার জীবনসঙ্গিনীরকে তত বেশি admire করে।(৯৯% men)। একদম Pookie Man💗। তারা ঠিকই সময় বের করে,...
06/11/2025

যে পুরুষ জীবনে যত সাকসেসফুল সে তার জীবনসঙ্গিনীরকে তত বেশি admire করে।(৯৯% men)। একদম Pookie Man💗। তারা ঠিকই সময় বের করে,ওয়াইফকে প্যাম্পারিং করে,ওয়াইফের কখন কি দরকার খোঁজ নেয়,সংসারের কাজেও কন্ট্রিবিউশান করে এত ব্যস্ততার পরেও।
কারণ কি জানেন? সাকসেস কখনও একার প্রচেষ্টায় আসে না।আপনি মানেন বা না মানেন সাকসেসফুল হতে হলে আপনার আশেপাশের পরিবেশ কেমন,মানুষগুলো কেমন সাপোর্টিভ সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি আপনার পার্টনারকে যত ভালবাসবেন খারাপ সময়ে সে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে।

Some unsuccessful men এর মেন্টালিটি এত ছোট যে তারা তাদের ফ্রাস্টেশন সবসময় পার্টনারের উপর দিয়ে Sigma male সেজে চালায় দিতে চায়। তাদের কাছে ফুল দেয়া বার্ডেন,ডেটে যাওয়া ওয়েস্ট,এমনকি পার্টনারকে দুইটা সুন্দর কথা বলতেও এদের মাড়ি ব্যথা করে। এমন মানুষ তার ব্যর্থতার জন্য সবাইকে দায়ী করে।

Zohran Mamdani ইলেকশনে জিতলো। স্টেজে দেখলাম সে আগে তার বউকে সবার আগে চুমু দিলো। সবার সামনে ভালবাসা প্রকাশ করল। এই কাজ তার না করলেও হতো। কিন্তু সে বুঝালো
She matters. That’s all.
That’s what every woman wants. তারা শুধু পাশে থাকতে চায় either you are already successful or trying to be successful.

Rule no 1: Always trust a Man with cool wife.💕

সব কয়টা বান্দর।
06/11/2025

সব কয়টা বান্দর।

দেশীয় ফলের মধ্যে কদবেল আমার খুব পছন্দের।  বেশি করে শুকনা মরিচ,অল্প একটু চিনি আর লবন দিয়ে মাখায় খেলে অমৃত লাগে। আমি নিজে ...
05/11/2025

দেশীয় ফলের মধ্যে কদবেল আমার খুব পছন্দের। বেশি করে শুকনা মরিচ,অল্প একটু চিনি আর লবন দিয়ে মাখায় খেলে অমৃত লাগে। আমি নিজে এসবে কাচা।আমার ছোট বোন মাখানো তে এক্সপার্ট। ওকে বলি কদবেল বিষয়ক উপদেষ্টা।
বাজার থেকে এই কদবেল আরও এক সপ্তাহ আগে আনা।
কিন্তু সময়ের অভাবে খেয়ে পারি নাই। এখন দেখি এর ভেতরে এই অবস্থা। আমি বললাম নষ্ট হয়ে গেছে মেইবি ফেলে দেই।
উপদেষ্টা ম্যাডাম বললো পাকা কদবেল দেখতে নাকি এমনই হয়।

এই উপদেষ্টার উপর বিশ্বাস করা কতটা যুক্তিযুক্ত?
তাড়াতাড়ি বলবেন নইলে দেখা যাবে খেয়ে ফেলেছি অর্ধেক।

নিজে ছিলে দেই কিংবা বুয়াকে দিয়ে ছেলাই,খাওয়ায় দিবো আমিই পিও।❤️
05/11/2025

নিজে ছিলে দেই কিংবা বুয়াকে দিয়ে ছেলাই,
খাওয়ায় দিবো আমিই পিও।❤️

নিজে খেয়ে খেয়ে আর কতদিন এমন রোমান্টিক ক্যাপশন দিবো!🎀
05/11/2025

নিজে খেয়ে খেয়ে আর কতদিন
এমন রোমান্টিক ক্যাপশন দিবো!🎀

05/11/2025

আমার ডায়েট চার্ট।🥹

They say you can't do both.But You Can. You will.💕Don't be scared. Follow your dream.
04/11/2025

They say you can't do both.
But You Can. You will.💕
Don't be scared. Follow your dream.

খারাপ সম্পর্ক এবং ভুল বোঝাবুঝি নিয়ে এ বছরটা শেষ করতে চাই না। আর মাত্র কয়েকদিন বাকি আছে। সবাই মাফ চেয়ে ফেলেন।
03/11/2025

খারাপ সম্পর্ক এবং ভুল বোঝাবুঝি নিয়ে এ বছরটা শেষ করতে চাই না। আর মাত্র কয়েকদিন বাকি আছে। সবাই মাফ চেয়ে ফেলেন।

03/11/2025

মানুষ মরে গেলে পচেঁ যায় আর বেঁচে থাকলে দুইদিন পর পর রিলেশনশিপ স্ট্যাটাস বদলায়।

03/11/2025

বেচারা জামাই🙂

Celebrating his Birthday.🎂No nazar please.💕
02/11/2025

Celebrating his Birthday.🎂
No nazar please.💕

রেস্টুরেন্টে খেতে গিয়ে যতবার প্লিজ ম্যাম,এটা আমাদের বেস্ট সেলার ফুড,খুব মজা,একবার ট্রাই করেন শুনে খাবার অর্ডার করেছি,মাশ...
02/11/2025

রেস্টুরেন্টে খেতে গিয়ে যতবার প্লিজ ম্যাম,এটা আমাদের বেস্ট সেলার ফুড,খুব মজা,একবার ট্রাই করেন শুনে খাবার অর্ডার করেছি,
মাশাল্লাহ ততবার ধরা খেয়েছি।

কেউ আমার জন্য চিন্তা করবেন না,আমি ভালো আছি।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tales with Taiyeba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share