
06/07/2024
উত্তরের পথে ফিরে যাচ্ছে তুষারের সন্তান। এটাই ছিলো Game of Thrones এর শেষাংশ। প্রায় একটানা দেখে শেষ করলাম পুরো সিরিজ, ৮ সিজনে ৭৩ এপিসোড।মূল চরিত্রগুলো ধীরে ধীরে সময়ের সাথে সাথে পাল্টেছে। বিশ্বাস, ভালোবাসা, সমর্পন, ধোঁকা, ঘৃণা, হিংসা, ধ্বংস; কী নেই! অসংখ্য হাউস, তাদের নিজস্ব জীবন-যাপনের পদ্ধতি, শত্রুতা, রাজনীতি, কূটকৌশল সব মিলে মিশে যায়।
বিশাল ক্যানভাসে ছড়ানো বলেই হয়তো আমি আমার মতো করে নিজের ভালোলাগার মুহুর্ত, চরিত্র নিয়ে নিতে পেরেছি। প্রথমে ভেবেছিলাম, বিস্তারিত লিখতে পারবো। শেষ করার পর মনে হলো, থাকুক। উইন্টার ইজ কামিং...।
হাউস অফ মরমন্টের কিশোরী লর্ড, লিয়ানা মরমন্টের চেহারা এখনো ভাসছে। জীবনের দৈর্ঘ্য নিয়ে মাথা ঘামাতে গিয়ে আমি ভুলেই গেছি, বেঁচে থাকাটা সত্যিই জরুরী। লিয়ানার মন্তব্য দিয়েই শেষ করি।
“সবাই যখন আমার জন্য লড়াই করছে, তখন আগুনের তাপ পোহাতে পোহাতে কাপড় বোনার ইচ্ছা নেই আমার। হতে পারি আমি ছোট, লর্ড গ্লোভার! হতে আমি মেয়ে। কিন্তু শরীরের প্রতিটি শিরা-উপশিরায় আমি আপনার মতোই একজন উত্তরের সন্তান।”