Floozy by suma

Floozy by suma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Floozy by suma, Video Creator, Kazipara.
(24)

13/10/2025

খুব ভালো লাগে, যখন কেউ
একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে! খুব আপন লাগে, যখন কেউ একজন আমার ছোট ছোট ইচ্ছেগুলোরও দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে।
খুব স্পেশাল হয়, যে কিনা “বাদ দাও, ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে” জিজ্ঞেস করে যাবে!
যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি..
আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয়মানুষ ভাগ্য করেই পাওয়া যায়।

এটাকেই ক্রাশ বলে😄😄😄
14/09/2025

এটাকেই ক্রাশ বলে😄😄😄

একটি মেয়ের জীবনে এই দুটি মানুষ যদি পারফেক্ট হয় তাহলে সেই মেয়ের জন্য এই দুনিয়াই তার জান্নাত। এক তার বাবা দুই তার স্বামী।
11/09/2025

একটি মেয়ের জীবনে এই দুটি মানুষ যদি পারফেক্ট হয় তাহলে সেই মেয়ের জন্য এই দুনিয়াই তার জান্নাত।
এক তার বাবা দুই তার স্বামী।

👍👍👍
11/09/2025

👍👍👍

আপনার জানা শিক্ষামূলক একটি গল্প আমাদের বলবেন কি?বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এ...
01/08/2025

আপনার জানা শিক্ষামূলক একটি গল্প আমাদের বলবেন কি?
বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো । তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজারমূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইলো।

বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন? অথচ তার একটি পা নেই!

লোকটি বললো মার্জনা করবেন জাহাপানা। দেখতে সাধারন হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি। এর বিশেষত্ব হলো - আমি যখন শিকারে যাই,তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই।

আমার পাতানো ফাদের সাথে এই পাখিটিকেও বেধে রাখি। এই পাখিটি তখন অত্যাশ্চর্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষন করে।

তার এই আওয়াজ শুনে ঝাকে ঝাকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাদ ।

বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন। এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলো, জাহাপনা! আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন?

তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজ্ও অমর হয়ে আছে। তিনি বললেন, “যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে,তার এই পরিনতিই হওয়া উচিত”।
Collected

Hmm
16/07/2025

Hmm

😥😥😥
11/07/2025

😥😥😥

05/06/2025

নারীকে সন্দেহ নয়, যত্ন করুন, কেননা নারী সন্দেহে পাল্টে যায় আর যত্নে আটকে যায়!

04/06/2025

আজ রাতে সাহারী করে আগামীকাল বৃহস্পতিবার আরাফার রোযা রাখলে দুই বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ।

কাউকে তোমার পৃথিবী বানানোর আগে একশো বার ভাবো। একটা মানুষ কখনোই কারো পৃথিবী হতে পারে না, হওয়া সম্ভব না!কখনো কি ভেবে দেখেছ...
21/05/2025

কাউকে তোমার পৃথিবী বানানোর আগে একশো বার ভাবো। একটা মানুষ কখনোই কারো পৃথিবী হতে পারে না, হওয়া সম্ভব না!

কখনো কি ভেবে দেখেছ, এই পৃথিবীর পুরোটাই জল হলে তুমি ভেসে যেতে, পুরোটাই স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে, সব কিছুতে ব্যালেন্স লাগে।

শুধু চা পাতা দিয়ে চা হয় না, শুধু চিনি দিয়েও চা হয় না, দুটোই লাগে পরিমিত পরিমাণে। তোমাকে পরিমাণটা বুঝতে হবে, কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে? কতটুকু দেয়া দরকার?

সময় থাকতেই প্রশ্ন করো নিজেকে! ভালো লাগা থাকবেই, প্রয়োজনের অতিরিক্ত ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয়, অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে। সে জানে না, ওই হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দেবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে!

অন্ধ মানুষগুলো বেশিরভাগ সময় হেরে যায়। ভুল কাউকে বিশ্বাস করে, তার ওপর ভরসা করে নিঃশেষ হয়ে যায়! তাই চোখ থাকার পরেও অন্ধ হয়ে যেও না। এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না!

কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না, কাউকে পুরো পৃথিবী দিয়েও ফেলো না। কাউকে এক আকাশ সমান ভালোবাসা দেবার আগে ভেবে নিও, এক আকাশের নিচে তারা গোনার স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে, সেই মানুষটা থাকবে তো? হয়ত একদিন মানুষটা তোমার ওই আকাশটাও চুরি করে নিয়ে চলে যাবে, তোমার বুকের ভেতর জমে থাকা মেঘগুলো কিন্তু রয়ে যাবে তখনো!

সেই মেঘ ঝরে ঝরে সমুদ্র সমান অশ্রু হবে, সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে, তুমি টের পাবে, তোমার আকাশ বিহীন পৃথিবীতে তুমি ভীষণ ভীষণ একা, কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে, তাকে হৃদয় নিংড়ে ভালোবাসা দিয়ে, অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তেই সরিয়ে দিয়েছিলে দূরে, অনেক অনেক দূরে!

নিজের "সব" কাউকে দিয়ে দিতে হয় না, "কিছু" দিতে হয়, ওই "কিছু" নিয়ে কেউ চলে গেলে "কিছু" থেকে যায়, সেই বাকি কিছুকে আকড়ে ধরে বাঁচা যায়। সব নিয়ে কেউ চলে গেলে, শুধু শূন্যতা থেকে যায়, শূন্যতা আকড়ে ধরে বেঁচে থাকা যায় না। একদমই বেঁচে থাকা যায় না!

আমাদের দেশের সিংহভাগ মানুষ মনে করেন কুকুরেরা হাড্ডি খেতে ভালবাসে আরে বিড়ালেরা মাছের কাঁটা! কিন্তু এই সাধারণ জিনিস তাদের ...
17/01/2025

আমাদের দেশের সিংহভাগ মানুষ মনে করেন কুকুরেরা হাড্ডি খেতে ভালবাসে আরে বিড়ালেরা মাছের কাঁটা! কিন্তু এই সাধারণ জিনিস তাদের মাথাতেই আসে না, যে কুকুরেরা হাড্ডি নয়, হাড্ডির সাথে লেগে থাকা সামান্য মাংস বা মাংসের গন্ধের কারণে হাড্ডি নিয়ে বসে, বিড়ালেরাও তাই!
ওদের শুধু মাংস অথবা মাছ খেতে দিলে ওরা কখনও হাড় এবং কাঁটার দিকে ফিরেও তাকাবে না! এটাই স্বাভাবিক, এটাই যৌক্তিক!

ছবির এই কুকুরটাকেও তার মালিক উচ্ছিষ্ট হাড়গোড় খাওয়াতো, দিনের পর দিন বাচ্চাটা ক্ষুধার তাড়নায় তাই খেত যা তার মালিক তাকে খাওয়াত, একদিন হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ার পর সে দয়া করে কুকুরটিকে হাসপাতালে নিয়ে যায়! প্রথমে ডাক্তারেরা ভাবেছিলেন যে ও বোধহয় জুতা, সোফার গদি এই টাইপ কিছু একটা খেয়ে ফেলেছে, কিন্তু এক্সরে দেখে কিছু বোঝা যাচ্ছিল না, অবশেষে তারা কুকুরটির পেট কাটার সিদ্ধান্ত নেন! পেট কাটার পর যা পাওয়া গেল তা হল এই! এই দৃশ্য দেখে ডাক্তারেরা তাদের চোখের পানি ধরে রাখতে পারেন নাই! অপারেশনের কয়েকঘন্টা পরই হতভাগা মারা যায়!

মুক্তি মিলে চিরতরে...

ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে?  তুই চাইলে আমি কি না করতে পারি? বল্ তোর সব কথা আমি রাখবো।তোমার ...
14/05/2024

ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে?
তুই চাইলে আমি কি না করতে পারি? বল্ তোর সব কথা আমি রাখবো।

তোমার বৌ'মা বলছিল তোমার বয়স হয়েছে। এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না। ছোট ঘুপচি! তোমার কাশিটাও বেড়ে গেছে। আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা..... আরো কতো কি!"

হ্যাঁ রে, মনে হয় আর বেশিদিন....!
আহ্ থামো তো মা। তোমার সব সময় দেখা শোনার জন্য কাউকে রাখতে হবে।
আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে...।
না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌ'মা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই। তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌ'মা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে।ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমার, মানে আমাদের অনুরোধ ছিল।
আচ্ছা তুই চাইলে তাই হবে।
থ্যাংকস মা......।
আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে।
পরের দিন, অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা-ছেলে। নীরবতা ভাঙলেন মা.......!
বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে।
--- মা তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো।
কিছুক্ষন পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। বেশ কিছুক্ষণ নিরব থেকে এবার ছেলে বলে উঠলো।

-নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতালার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি।

টিং ডং টিং ডং (দরজা খুললো)
- হ্যাপি বার্থ ডে টু ইউ ! হ্যাপি বার্থ ডে টু ইউ 'মা' ! !

দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌ'মা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এতো বেলুন আগে কখনো দেখেননি। এতো আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায় নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে।ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা।

হ্যাপি বার্থ ডে মা।
--- তুই অনেক বড় হয়ে গেছিস (মা কান্না ভেজা কন্ঠে)। কিন্তু, এটা কার ঘর?

--- বাড়ির ফলকে নাম দেখোনি! বাবার নামে রেখেছি। মা পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা।

--- তুই না ! এমন কি কেউ করে? (কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন। আনন্দে কথা বলতে পারছেন না)

আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন।

--- নে এটার আর দরকার হবে না। (ইঁদুর বিষ)
চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেবো।

--- ধুর মা কি যে বলো ! এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও।

মার আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, ঘুমের ঔষুধ খেতে হবে না।

প্রত্যেক সন্তানই যেন মা-বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা-বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়।❤️🙂

সংগৃহিত......

Address

Kazipara
1216

Telephone

+8801676388074

Website

Alerts

Be the first to know and let us send you an email when Floozy by suma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Floozy by suma:

Share

Category