Enamul HouQe - إنعام الحق

Enamul HouQe - إنعام الحق "Explore tech tricks, daily vlogs, and laugh-out-loud funny shorts — all in one channel! Subscribe now for nonstop fun and updates!"- إنعام الحق أنام

20/07/2025

গোপালগঞ্জ রক্তাক্ত!
তাও একদিন; ঠিক আছে সেইটা চোখে পড়লো কিন্তু ২৪ সালে পুরো বাংলাদেশ রক্তাক্ত হয়েছিলো সেইটা আপনাদের চোখে পড়লো না কেনো ভাই?

এই হচ্ছে আমাদের রাজনীতি! এই হচ্ছি আমরা।
মেনে নিচ্ছি এখন যেইটা হচ্ছে সেইটা অপরাধ কিন্তু তখন কি হয়েছিলো?

যাক একদিন সবাইকেই হিসেব দিতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন আমিন।

জুলাই!-----💔🥺
20/07/2025

জুলাই!-----💔🥺

21/06/2025

স্বামী আর স্ত্রীর মধ্যে একটাই মিল!
Taholo Duijoner Biyer Tarik Aktai!---🙂

জনগণ নাকি নির্বাচন চায়!----🙂🙂কারো কথা শুনবেন না স্যার পাঁচ বছর পাঁচ বছর।
07/06/2025

জনগণ নাকি নির্বাচন চায়!----🙂🙂
কারো কথা শুনবেন না স্যার পাঁচ বছর পাঁচ বছর।

কিছু শূন্যতা আনন্দের, অসম্ভব আনন্দের। স্বাধীন এই বাংলাদেশে আজ শতশত আয়’নাঘর শূন্য হয়ে পড়ে রয়েছে। এই শূন্যতা আনন্দের, অসম্...
06/06/2025

কিছু শূন্যতা আনন্দের, অসম্ভব আনন্দের। স্বাধীন এই বাংলাদেশে আজ শতশত আয়’নাঘর শূন্য হয়ে পড়ে রয়েছে। এই শূন্যতা আনন্দের, অসম্ভব আনন্দের।

যে ছবিটি দেখছেন সেটি আয়’নাঘরে ব’ন্ধী ছিলেন এমন ব্যক্তির কাছে বর্ননা শুনেই আমার টিম এঁকেছে।

আমার ভাবতেই দ’মব’ন্ধ হয়ে আসে। কোন জানালা নেই, দিনরাতের পার্থক্য নেই, গরমে চামড়া গলে যাওয়ার মত ভ্যা’বসা গরম, শীতে বরফের মত ঠাণ্ডা মেঝে! এর মাঝে কত ঈদ এসেছে, আবার চলেও গেছে। প্রায় প্রতিটা দিনই “আজই শেষ দিন” ভেবে এই ছোট্ট অন্ধকার ঘরে বেঁচে থাকার যে অস’হ্য য’ন্ত্রণা তা ভেবে আমার বারংবার দম ব’ন্ধ হয়ে এসেছে।

বাংলাদেশকে সত্যিকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব এনে দেয়ার জন্য যারা অকা’তরে তাঁদের জীবনের এতগুলো বছর কুরবানি করে দিয়েছেন, তাদের সাথে এই মুক্ত বাতাসে এবারের কুরবানি উদযাপন করতে পারছি বলে এবার কুরবানি আমার কাছে খুবই অন্যরকম আনন্দের একটি কুরবানি।

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।

শেয়ার করে এই আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে।

30/05/2025

- Expectation:- বৃষ্টি + হেডফোন + পছন্দের গান + বিরিয়ানি + বাদাম,

- Reality:- বৃষ্টি + মশা + কারেন্ট নাই + মোবাইলে চার্জ নাই🙂

20/05/2025

Moner poshuke Qurbani dite parchi na!-🙄
কারন মনে কোনো পশু-ই নেই, আছে এক পাখি ! সে পাখির নাম বলা যাবে না।- 🤭

এইটা কোন কথা!!!------💔একটা ছেলে প্যান্টের নিচ "সান্ডা" রেখে সারাদিন মেয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে! কেউ কিচ্ছু বলে না!--🙄যেকো...
18/05/2025

এইটা কোন কথা!!!------💔
একটা ছেলে প্যান্টের নিচ "সান্ডা" রেখে সারাদিন মেয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে! কেউ কিচ্ছু বলে না!--🙄

যেকোনো সময় "ফিমেল ওয়াস রুমে" যাতায়াত করছে নির্বিঘ্নে, হয়তো মেয়েদের প্রাইভেট রুমগুলো তেও করছে বিতরণ, খোলসের আড়ালে বখে যাওয়া একচুয়াল মেয়েদের সাথেও যে হচ্ছে না কিছু তারই বা নিশ্চয়তা কি?

আসলেই কি ট্রান্সজেন্ডার পুরুষ একজন পরিপূর্ণ "নারী" হয়ে উঠতে পারে?

প্রশ্ন রইলো আপনার কাছে!!...........

দিন দিন বয়স বেড়েই চলছে!----😔এখনও অসংখ্য স্বপ্নের বীজ বপন করেই যাচ্ছি। কতদিন পর থামবে এই কোলাহল পাবে পূর্নতা সকল অপূর্ণ...
12/05/2025

দিন দিন বয়স বেড়েই চলছে!----😔
এখনও অসংখ্য স্বপ্নের বীজ বপন করেই যাচ্ছি।

কতদিন পর থামবে এই কোলাহল পাবে পূর্নতা সকল অপূর্ণ ইচ্ছে গুলো।----💔

*প্রচণ্ড গরমে বাইরে কাজ করার সময় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখা জরুরী:*১. *পর্যাপ্ত পানি পান ক...
11/05/2025

*প্রচণ্ড গরমে বাইরে কাজ করার সময় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখা জরুরী:*

১. *পর্যাপ্ত পানি পান করুন*
- ঘামের মাধ্যমে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়, তাই *নিয়মিত পানি পান করুন* (যদি সম্ভব হয় প্রতি ১৫-২০ মিনিটে কিছুটা পানি পান করুন)।
- *ইলেকট্রোলাইট যুক্ত পানীয়* (যেমন: ওরাল স্যালাইন, নারিকেলের পানি) পান করুন যাতে লবণ ও মিনারেলের ঘাটতি পূরণ হয়।

২. *সঠিক পোশাক পরুন*
- *হালকা রঙের, ঢিলেঢালা ও সুতি কাপড়* পরুন যাতে বাতাস চলাচল করতে পারে এবং ঘাম দ্রুত শুকিয়ে যায়।
- *মাথা ও চোখ সুরক্ষিত রাখতে* টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করুন এবং UV প্রোটেকশন সানগ্লাস ব্যবহার করুন।

৩. *সূর্যের তাপ এড়িয়ে চলুন*
- *ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিন* এবং কাজের ফাঁকে ফাঁকে ঠাণ্ডা জায়গায় কিছু সময় কাটান।

৪. *শরীরের লক্ষণগুলো মনোযোগ দিন*
- *হিট স্ট্রোক বা ডিহাইড্রেশনের লক্ষণ* (মাথাব্যথা, বমি বমি ভাব, মাংসপেশিতে খিঁচুনি, অতিরিক্ত দুর্বলতা, চোখে ঝাপসা দেখা, অজ্ঞান হয়ে যাওয়া) দেখা দিলে *অবিলম্বে কাজ বন্ধ করে ঠাণ্ডা স্থানে বিশ্রাম নিন এবং পানি পান করুন*।
- যদি কারো অবস্থা গুরুতর হয় (জ্ঞান হারানো, ত্বক শুষ্ক ও গরম হয়ে যাওয়া), *দ্রুত হাসপাতালে নিয়ে যান*।

৫. *হালকা ও পুষ্টিকর খাবার খান*
- *ভারী ও তৈলাক্ত খাবার এড়িয়ে* হালকা, সহজে হজম হয় এমন খাবার (ফল, শাকসবজি, ডাবের পানি) খান।
- *অতিরিক্ত চা-কফি* এড়িয়ে চলুন, কারণ এগুলো ডিহাইড্রেশন বাড়ায়।

৬. *দলগতভাবে কাজ করুন*
- একা কাজ না করে সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন এবং একে অপরের স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন।

গরমে কাজ করার সময় এই সতর্কতাগুলো মেনে চললে *হিট স্ট্রোক, ডিহাইড্রেশন* থেকে রক্ষা পাওয়া সম্ভব। যদি অসুস্থ বোধ করেন, অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Address

Kazipara

Alerts

Be the first to know and let us send you an email when Enamul HouQe - إنعام الحق posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Enamul HouQe - إنعام الحق:

Share