Siddiqur Rahman Anar

Siddiqur Rahman Anar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Siddiqur Rahman Anar, Publisher, Kazipara.

30/06/2025
ঈদ মোবারক
06/06/2025

ঈদ মোবারক

ইদ মোবারক
06/06/2025

ইদ মোবারক

বৃক্ষ  ( শেক্সপীয়ারিয় সনেট)  ছিদ্দিকুর রহমান আনার বৃক্ষ বায়ুকে শুদ্ধ  নির্মল করে থাকে মাটি ক্ষয়রোধ করে উর্বর বানায়, প্রত...
01/05/2025

বৃক্ষ ( শেক্সপীয়ারিয় সনেট)
ছিদ্দিকুর রহমান আনার

বৃক্ষ বায়ুকে শুদ্ধ নির্মল করে থাকে
মাটি ক্ষয়রোধ করে উর্বর বানায়,
প্রতিদিন তাপকে শোযণ করে রাখে
মানুষ পাখি পতঙ্গকে আশ্রয় দেয়।
প্রকৃতির ভারসাম্য ও বজায় রাখে
দেয় শীতল ছায়া, সুনির্ভর আশ্রয়,
মানুষ পশু পাখিকে খাদ্য দিয়ে থাকে
আসবাবপত্র ও বাসস্থান বানায়।

বৃক্ষ জ্বালানী হিসাবে ব্যবহার হয়
কার্বন ড্রাই অক্সাইড শোষণ করে
দিনে জীব জগতকে অক্সিজেন দেয়
বাঁচিয়ে দিয়ে থাকে বজ্রপাত ও ঝড়ে।
বৃক্ষের কাছে বিজ্ঞান ও যে ঋণী
তাই বৃক্ষ পরিবেশ রক্ষা করে জানি।

আমরা দিবো দাঁত ভাঙ্গা জবাব ছিদ্দিকুর রহমান আনার রবিউল আওয়ালে ১২ তারিখে রসুল (সঃ) আসলেন ধরায়,অন্ধকার দূরীভূত করে আসলো আলো...
09/04/2025

আমরা দিবো দাঁত ভাঙ্গা জবাব
ছিদ্দিকুর রহমান আনার

রবিউল আওয়ালে ১২ তারিখে রসুল (সঃ) আসলেন ধরায়,
অন্ধকার দূরীভূত করে আসলো আলো আপন ছোঁয়ায়
পাপের ধোঁয়ায় এই ধরণী হলো যখন কালো,
জগৎবাসীর জন্য খুলে গেল হেদায়েতের সেই আলো।
আসলেন আপনি এমন যুগে আধার ঘেরা ভুবন,
আপনি দিলেন চেরাগ জ্বেলে সুন্দর হল জীবন।

আপনি অতি মহান মানব দোজাহানের শ্রেষ্ঠ ধন
আপনার পবিত্র চরিত্রে ওরা করে কালিমা লেপন।
অথচ যেখানে আপনাকে আল্লাহ বলেছেন উত্তম চরিত্রের,
সেখানে কি আসে যায় বেঈমান, মুরতাদ কাফেরদের।
আমরা মুসলিম আপনার উম্মত জানাই তীব্র প্রতিবাদ
বন্ধ করো মুরতাদ কাফেররা আমাদের নবীর অপবাদ।

বাক স্বাধীনতার নামে ধর্মের উপর আঘাত হানা অপরাধ,
তেমনি স্বাধীনতার নামে উলঙ্গ হওয়াও নয় নিরাপদ।
ভারতের নুপুর শর্মা নবীকে (সঃ) নিয়ে যাচ্ছে তাই বলে ফেলল
ফ্রান্সের জৈনক যুবক কুরআন মজিদ পুড়িয়ে দিলো। ল
নবীকে নিয়ে নোংরা ছবি বানিয়ে দম্ভ করে,
দেখেছি এরাই অভিশপ্ত হয়েছে যুগ যুগ ধরে।

কেহ লিখেছে স্যাটানিক ভার্সেস কেউবা রঙ্গিলা রসুল,
ইহকাল ও পরকালে দিতে হবে এর চরম মাশুল
কোথায় আজ রুশদী সেও তো আছে আজ অন্তরীণ
নিজ দেশ হতে বিতাড়িত হয়েছে তসলিমা নাসরিন।
রাসূল (সঃ) আপনার শান থাকবে অটুট দুনিয়া ও আখেরাতে,
অপমান আর অপদস্থ ওরাই হবে পরতে পরতে।

নয়তোবা আমরা থামাবো না মহাবিদ্রোহের সময়রথ
আসুক যত বাধা বিপত্তি লাঞ্ছনা গঞ্জনার কণ্ঠক পথ।
আজ কোথায় খালেদ , তারেক, বিনকাশিম,গাজী সালাউদ্দিন
তাদের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যাবো নিশিদিন
মুসলমানদের ভয়ে একদা যারা সব সময় থাকতো কম্পমান
আজ তাদেরই প্রিয় নবীকে ব্যঙ্গ করে করছে অপমান।

দাও প্রভু ওমর আলী খালেদ এর মত মহাবীর
যেন মুসলমানেরা উঁচু করে দাঁড়াতে পারে শির
প্রিয় নবীজির চরিত্রখানি মহিমায় ছিল সমুজ্জ্বল
সেই নবীরে নিন্দা করে এক কুচক্রী মহল
কুকুরের মতো ঘেউঘেউ তাদের স্বভাব অর্থহীন চিৎকার ,
আমরা দিব দাঁত ভাঙ্গা জবাব জানাই চরম ধিক্কার।

কাঁদায় মিশে থাকা ঝিনুকের ভিতরেও যেমনি মূল্যবান মুক্তা থাকে তেমনি  সাধারণ লোকের অহেতুক কথার মাঝেও মূল্যবান কথা থাকতে পারে...
07/04/2025

কাঁদায় মিশে থাকা ঝিনুকের ভিতরেও যেমনি মূল্যবান মুক্তা থাকে তেমনি সাধারণ লোকের অহেতুক কথার মাঝেও মূল্যবান কথা থাকতে পারে। জ্ঞানীরা সুযোগ মতো সেটাকে নিজেদের জন্য গ্রহন করে নেয়। সেটা হয় তার জন্য শিক্ষা হিসাবে কাজে লাগে নতুবা তিনি সেটাকে কোন উপমা বা দৃষ্টান্তের স্থলে ব্যবহার করে থাকে।

আমার রচিত ছড়া  "বাংলাদেশ প্রতিদিনে  " প্রকাশিত
06/04/2025

আমার রচিত ছড়া "বাংলাদেশ প্রতিদিনে " প্রকাশিত

*********** নিকলীর মহা শ্মশান **********----++++++(((ছিদ্দিকুর  রহমান আনার))) ---++++এই যে সোয়াইজনীর তীরে শ্মশান দেখছো ত...
05/04/2025

*********** নিকলীর মহা শ্মশান **********
----++++++(((ছিদ্দিকুর রহমান আনার))) ---++++

এই যে সোয়াইজনীর তীরে শ্মশান দেখছো তুমি
সেটা ৭১ এর নিকলীর বধ্যভূমি।
না এটা রায়ের বাজার নয়,
এ হচ্ছে নিকলীর মহা শ্মশান।
নিকলীর শ্মশানের ইতিহাস অনেকের ই অজানা,
শুধু যাদের নয়নে স্বপ্ন আকাঁ ছিলো তাদের জানা।
এখানে হত্যা করা হয়েছে শিশুর শৈশব ,
হত্যা করা হয়েছে কিশোরের কৈশোর,।
এখানে হত্যা করা হয়েছে যুবকের যৌবন,
লুন্ঠিত হয়েছে নারীর সম্ভ্রম।
এখানে হয়েছে খুন,
দাম পাড়া মিস্তিরি পাড়ার ৩৮জন নিরাপরাধ লোক কে,
ঘাতকরা তাদের ধরে এনে এক সারিতে গুলি করেছে সবাই কে।
রায়ের বাজারের ইতিহাস সকলের ই জানা,
নিকলীর মহা শ্মশানের ইতিহাস অনেকেরই অজানা।
আজ যখন ঘাতকেরা বা হাতে আমল নামা পাচ্ছে,
রায়ের বাজারের পাপ ফাঁসি কাষ্ঠে যাবার আগে পড়ে নিচ্ছে।
নিশ্চয় এক দিন এমনি ভাবে
নিকলীর ঘাতকেরা ও পেয়ে যাবে,
বা হাতে আমল নামা,
মুঠি খুলে দেখবে তাদের পাপের সাজা।
সেখানে লেখা আছে মিস্তিরি পাড়ার,
,৩৮ জন হত্যার পাপ বৈষম্যের অনঢ় পাহাড়।

Address

Kazipara

Telephone

+8801732070469

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddiqur Rahman Anar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category