09/04/2025
আমরা দিবো দাঁত ভাঙ্গা জবাব
ছিদ্দিকুর রহমান আনার
রবিউল আওয়ালে ১২ তারিখে রসুল (সঃ) আসলেন ধরায়,
অন্ধকার দূরীভূত করে আসলো আলো আপন ছোঁয়ায়
পাপের ধোঁয়ায় এই ধরণী হলো যখন কালো,
জগৎবাসীর জন্য খুলে গেল হেদায়েতের সেই আলো।
আসলেন আপনি এমন যুগে আধার ঘেরা ভুবন,
আপনি দিলেন চেরাগ জ্বেলে সুন্দর হল জীবন।
আপনি অতি মহান মানব দোজাহানের শ্রেষ্ঠ ধন
আপনার পবিত্র চরিত্রে ওরা করে কালিমা লেপন।
অথচ যেখানে আপনাকে আল্লাহ বলেছেন উত্তম চরিত্রের,
সেখানে কি আসে যায় বেঈমান, মুরতাদ কাফেরদের।
আমরা মুসলিম আপনার উম্মত জানাই তীব্র প্রতিবাদ
বন্ধ করো মুরতাদ কাফেররা আমাদের নবীর অপবাদ।
বাক স্বাধীনতার নামে ধর্মের উপর আঘাত হানা অপরাধ,
তেমনি স্বাধীনতার নামে উলঙ্গ হওয়াও নয় নিরাপদ।
ভারতের নুপুর শর্মা নবীকে (সঃ) নিয়ে যাচ্ছে তাই বলে ফেলল
ফ্রান্সের জৈনক যুবক কুরআন মজিদ পুড়িয়ে দিলো। ল
নবীকে নিয়ে নোংরা ছবি বানিয়ে দম্ভ করে,
দেখেছি এরাই অভিশপ্ত হয়েছে যুগ যুগ ধরে।
কেহ লিখেছে স্যাটানিক ভার্সেস কেউবা রঙ্গিলা রসুল,
ইহকাল ও পরকালে দিতে হবে এর চরম মাশুল
কোথায় আজ রুশদী সেও তো আছে আজ অন্তরীণ
নিজ দেশ হতে বিতাড়িত হয়েছে তসলিমা নাসরিন।
রাসূল (সঃ) আপনার শান থাকবে অটুট দুনিয়া ও আখেরাতে,
অপমান আর অপদস্থ ওরাই হবে পরতে পরতে।
নয়তোবা আমরা থামাবো না মহাবিদ্রোহের সময়রথ
আসুক যত বাধা বিপত্তি লাঞ্ছনা গঞ্জনার কণ্ঠক পথ।
আজ কোথায় খালেদ , তারেক, বিনকাশিম,গাজী সালাউদ্দিন
তাদের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যাবো নিশিদিন
মুসলমানদের ভয়ে একদা যারা সব সময় থাকতো কম্পমান
আজ তাদেরই প্রিয় নবীকে ব্যঙ্গ করে করছে অপমান।
দাও প্রভু ওমর আলী খালেদ এর মত মহাবীর
যেন মুসলমানেরা উঁচু করে দাঁড়াতে পারে শির
প্রিয় নবীজির চরিত্রখানি মহিমায় ছিল সমুজ্জ্বল
সেই নবীরে নিন্দা করে এক কুচক্রী মহল
কুকুরের মতো ঘেউঘেউ তাদের স্বভাব অর্থহীন চিৎকার ,
আমরা দিব দাঁত ভাঙ্গা জবাব জানাই চরম ধিক্কার।