Best OTT Platform In BD

Best OTT Platform In BD A Page of Honest Page Like Service - BD (Honesty is the best policy)

TV Series : Ozark (2017-2022)Genre: Crime/ ThrillerTotal Seasons : 04 (44 episodes) Platform : Netflix   Ozark, নেটফ্লিক...
19/06/2025

TV Series : Ozark (2017-2022)
Genre: Crime/ Thriller
Total Seasons : 04 (44 episodes)
Platform : Netflix

Ozark, নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ। এটিকে বেকিং ব্যাড এবং বেটার কল সোলের সাথে তুলনা করা যেতে পারে। কিন্তু একই রকম স্টোরিলাইন না।
সিরিজটি মূলত স্লো বারনিং টাইপের। এর প্রধান ক্যারেক্টর মারটি (জেসন ব্যাটম্যান), তার স্ত্রী ওয়েন্ডি (লওরা লিনি) এবং তাদের ছেলে ও মেয়ে। মূল চরিত্র মারটি মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। কিন্তু একটি সমস্যার কারণে তাকে তার পরিবারের সুরক্ষার জন্য Ozark লেক নামের একটি জায়গায় স্থানান্তর হতে হয়। সেখানে নতুনভাবে তাকে তার পরিবারকে নিয়ে ব্যবসা গড়ে তুলতে হবে। কিন্তু নানা প্রতিবন্ধকতা এবং মাফিয়া কারটেল মারটির কাজকে কঠিন করে তোলে।
ব্রেকিং ব্যাড সিরিজের প্রধান বিষয় যেমন ড্রাগ, এই সিরিজের প্রধান বিষয় মানি লন্ডারিং। অনেক সময় নিয়ে সিরিজটিতে ক্যারেক্টর ডেভেলপমেন্ট দেখানো হয়েছে। আর রিয়েলিটি বেজড গল্প, ডার্ক কমেডি টাইপের। তাই যারা ফাস্ট পেসড স্ক্রিনপ্লে দেখতে চান তারা এভয়েড করতে পারেন। তাদের জন্য বোরিং মনে হতে পারে।
সিরিজের প্রধান চরিত্র জেসন ব্যাটম্যানের অভিনয় বেশ ভালো। এছাড়া লওরা লিনি এবং জুলিয়া গারনারের অভিনয় উল্লেখযোগ্য। সব মিলিয়ে যারা ডার্ক ও সাসপেন্স সম্পন্ন ড্রামা সিরিজ দেখতে চান তাদের ভালোই লাগবে আশা করি। কিছু কিছু ১৮+ সিন আছে তবে সব এপিসোডে না।
IMDb Rating : 8.5/10
Personal Rating : 8/10
Happy Watching......

Reacher সিরিজ রিভিউ ❤️Reacher (Amazon Prime Video)Genre: Action, Thriller, CrimeTotal Seasons: 3Language: EnglishIMDb Ra...
19/06/2025

Reacher সিরিজ রিভিউ ❤️
Reacher (Amazon Prime Video)
Genre: Action, Thriller, Crime
Total Seasons: 3
Language: English
IMDb Rating: 8.1+
স্পয়লার থাকতে পারে
Reacher সিরিজটা দেখে শেষ করলাম। এক কথায় বললে – আমার কাছে খুব ভালো লেগেছে। একদম সোজাসাপ্টা, কোনো বাড়তি ঝামেলা নেই, কিন্তু থ্রিল, অ্যাকশন, আর একটা শক্তিশালী চরিত্র সবই আছে।
মূল চরিত্র Jack Reacher একজন প্রাক্তন মিলিটারি পুলিশ, এখন একা ঘুরে বেড়ায়। সে নিয়ম অনুযায়ী না, নিজের মত করে চলে। যেখানেই অন্যায় দেখে, সেখানেই দাঁড়িয়ে পড়ে। অপরাধীদের শাস্তি দেয়, নিরীহ মানুষদের পাশে দাঁড়ায়।
প্রতিটা সিজনে সে একেকটা নতুন শহরে যায়, আর সেখানকার কোনো না কোনো অপরাধ বা ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। প্রথম সিজনে একটা খুনের ঘটনা দিয়ে শুরু, যা ধীরে ধীরে অনেক বড় চক্রের দিকে নিয়ে যায়। দ্বিতীয় সিজনে তার পুরনো টিমের একজন খুন হয়, আর সে আবার টিম বানিয়ে খুঁজতে নামে। তৃতীয় সিজনের কাহিনি তেমন আলাদা কিছু নয়, কিন্তু একঘেয়ে লাগে না। বরং কাহিনিটা সিম্পল হলেও মনোযোগ ধরে রাখে।
সবচেয়ে ভালো লেগেছে Reacher চরিত্রটা। Alan Ritchson এই চরিত্রে একদম ফিট। তার এক্সপ্রেশন, শরীরী ভাষা, চুপচাপ দাঁড়িয়ে থাকা – সব কিছুতেই একটা ঠান্ডা অথচ ভয়ানক ভাব আছে। অ্যাকশন সিনগুলো বাস্তবসম্মত, মাটি ছোঁয়া টাইপ – কোনো বাড়াবাড়ি নাই।
সিনেমাটোগ্রাফিও ভালো। ছোট শহরের পরিবেশ, রাতের দৃশ্য, লড়াইয়ের শট – সব কিছুই পরিষ্কারভাবে দেখানো হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব জোরালো না, কিন্তু ঠিক জায়গায় ঠিক মেজাজটা তৈরি করে।
যারা অ্যাকশন, ক্রাইম, থ্রিলার সিরিজ দেখতে পছন্দ করেন, তাদের জন্য Reacher দারুণ একটা সিরিজ হতে পারে। খুব বেশি মাথা ঘামাতে হয় না, কিন্তু প্রতিটা এপিসোডে একটা টান টান উত্তেজনা থাকে। আর Reacher চরিত্রটা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেটা দেখতে ভালোই লাগে।
আমার কাছে তিনটা সিজনই ভালো লেগেছে। মাঝে মাঝে মনে হয়েছে কিছু জিনিস রিপিট হচ্ছে, কিন্তু তারপরও একঘেয়ে লাগেনি। বরং Reacher-এর ঠান্ডা মাথার বিচারবুদ্ধি, তার স্টাইল, আর একেকটা শহরের রহস্য – সব মিলিয়ে উপভোগ করেছি।
যারা এখনো দেখেননি, তারা চাইলে দেখতে পারেন। অনেক বড় বড় সিরিজের মতো হয়তো নামডাক নেই, কিন্তু কনটেন্টের দিক থেকে Reacher অনেক বেশি পরিপক্ব এবং গুছানো।
আপনারা যদি দেখে থাকেন, তাহলে আপনাদের মতামত জানাতে পারেন। কারো ভালো লেগেছে কি না – জানতে ইচ্ছে করছে।

𝗔𝗰𝘁𝗶𝗼𝗻 𝗠𝗼𝘃𝗶𝗲𝘀 𝗧𝗵𝗮𝘁 𝗥𝗲𝗱𝗲𝗳𝗶𝗻𝗲𝗱/𝗥𝗲𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗶𝘇𝗲𝗱 𝗧𝗵𝗲 𝗚𝗲𝗻𝗿𝗲 𝗶𝗻 𝗧𝗵𝗲𝗶𝗿 𝗥𝗲𝘀𝗽𝗲𝗰𝘁𝗶𝘃𝗲 𝗜𝗻𝗱𝘂𝘀𝘁𝗿𝗶𝗲𝘀একশন মুভির জগতে কিছু সিনেমা শুধু সফল...
19/06/2025

𝗔𝗰𝘁𝗶𝗼𝗻 𝗠𝗼𝘃𝗶𝗲𝘀 𝗧𝗵𝗮𝘁 𝗥𝗲𝗱𝗲𝗳𝗶𝗻𝗲𝗱/𝗥𝗲𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗶𝘇𝗲𝗱 𝗧𝗵𝗲 𝗚𝗲𝗻𝗿𝗲 𝗶𝗻 𝗧𝗵𝗲𝗶𝗿 𝗥𝗲𝘀𝗽𝗲𝗰𝘁𝗶𝘃𝗲 𝗜𝗻𝗱𝘂𝘀𝘁𝗿𝗶𝗲𝘀
একশন মুভির জগতে কিছু সিনেমা শুধু সফলই হয়নি, বরং নিজেদের ইন্ডাস্ট্রির ধারা বদলে দিয়েছে। এই সিনেমাগুলো নিজেদের ইন্ডাস্ট্রিতে নতুন স্ট্যান্ডার্ড তৈরি করেছে, টেকনোলজি, কোরিওগ্রাফি ও গল্প বলার ভঙ্গিকে এক নতুন মাত্রা দিয়েছে। নিচে এমন কিছু সিনেমার তালিকা দেওয়া হলো, যেগুলো নিজ-নিজ ইন্ডাস্ট্রিতে একশন ঘরানাকে এক নতুন চেহারা দিয়েছে।
°°°𝙎𝙥𝙤𝙞𝙡𝙚𝙧-𝙛𝙧𝙚𝙚 𝙥𝙤𝙨𝙩°°°
𝗛𝗼𝗹𝗹𝘆𝘄𝗼𝗼𝗱:
Terminator 2: Judgment Day (1991) – ভিজ্যুয়াল ইফেক্টস ও সায়-ফাই অ্যাকশনের যুগান্তকারী সংমিশ্রণ। টারমিনেটর চরিত্রটিকে কালজয়ী করে তোলে।
𝗕𝗼𝗹𝗹𝘆𝘄𝗼𝗼𝗱:
Dhoom 2 (2006) – স্টাইলিশ অ্যাকশন, এক্সট্রিম চেজ সিকোয়েন্স ও ভিলেন-কেন্দ্রিক গল্প বলার চমৎকার উদাহরণ।
𝗦𝗼𝘂𝘁𝗵 𝗞𝗼𝗿𝗲𝗮:
Oldboy (2003) – ডার্ক, গ্রিপিং থ্রিলার যা অ্যাকশন ও ইমোশনকে অদ্ভুতভাবে মিশিয়ে দেয়।
𝗖𝗵𝗶𝗻𝗮:
Crouching Tiger, Hidden Dragon (2000) – মার্শাল আর্ট সিনেমার জগতে নান্দনিকতা ও পিওয়েটিক অ্যাকশনের অনন্য সংযোজন।
𝗦𝗼𝘂𝘁𝗵 𝗜𝗻𝗱𝗶𝗮:
Robot (2010) – সাউথ ইন্ডিয়ান সিনেমায় ভিএফএক্স ও সাই-ফাই অ্যাকশনের অনন্য এক সংযোজন।
𝗜𝗻𝗱𝗼𝗻𝗲𝘀𝗶𝗮:
The Raid: Redemption (2011) – হাই ইন্টেন্সিটি হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট ও Pencak Silat স্টাইল দিয়ে গ্লোবাল অ্যাকশন সিনেমার সংজ্ঞা বদলে দেয়।
𝗧𝗵𝗮𝗶𝗹𝗮𝗻𝗱:
Ong-Bak (2003) – Tony Jaa-র দুর্ধর্ষ Muay Thai অ্যাকশন, CGI ছাড়াই পারফেক্ট স্টান্ট ও বাস্তবধর্মী মারামারি দৃশ্য একে কিংবদন্তিতে পরিণত করে।
𝗥𝘂𝘀𝘀𝗶𝗮:
Hardcore Henry (2015) – সম্পূর্ণ first-person POV এ নির্মিত এই সিনেমা গেমিং ও সিনেমার সংমিশ্রণে অ্যাকশনের এক নতুন ধরন উপহার দেয়, যা এক্সপেরিয়েন্সের সংজ্ঞাই বদলে দেয়।
𝗛𝗼𝗻𝗴 𝗞𝗼𝗻𝗴:
Hard Boiled (1992) – John Woo এর পরিচালনায় চাও ইউন-ফ্যাটের দুর্দান্ত গ্যাংস্টার অ্যাকশন ও “gun-fu” স্টাইল এক নতুন অ্যাকশন ল্যাঙ্গুয়েজ তৈরি করে, যা হলিউডেও ছড়ায়।
𝗖𝗮𝗻𝗮𝗱𝗮:
Bon Cop, Bad Cop (2006) – ইংরেজি-ফরাসি পুলিশ ডুয়ো ও কালচারাল স্যাটায়ারের অসাধারণ মিশ্রণ।
𝗚𝗲𝗿𝗺𝗮𝗻𝘆:
Who Am I: No System Is Safe (2014) – হ্যাকিং, সাইকোলজিকাল টেনশন ও অ্যাকশনের এক দারুণ ফিউশন।
𝗙𝗿𝗮𝗻𝗰𝗲:
Leon The Professional (1994) – হিটম্যান ও ছোট্ট মেয়ের সম্পর্ক নিয়ে যেভাবে ইমোশনাল টানাপোড়েন সৃষ্টি করে, তা একটা ভিন্নধর্মী অ্যাকশন ড্রামার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮:
PASKAL: The Movie (2018) – মালয়েশিয়ার নেভাল স্পেশাল ফোর্সের বাস্তব মিশনের ওপর ভিত্তি করে আধুনিক ও দেশের প্রথম মিলিটারি অ্যাকশন ফিল্ম।
𝗣𝗮𝗸𝗶𝘀𝘁𝗮𝗻:
Waar (2013) – আধুনিক যুদ্ধ কৌশল ও বাস্তবধর্মী অ্যাকশনের মিশেল দিয়ে পাকিস্তানি অ্যাকশন ঘরানায় নতুন অধ্যায় শুরু করে।
𝗩𝗶𝗲𝘁𝗻𝗮𝗺:
Furie (2019) – দুর্দান্ত মার্শাল আর্ট ও মাদার-ডটার ইমোশনাল রেসকিউ মিশনে গতি ও আবেগের সংমিশ্রণ।
𝗕𝗿𝗮𝘇𝗶𝗹:
Elite Squad 2: The Enemy Within (2010) – gritty, intense ও পলিটিক্যাল অ্যাকশন ড্রামার অনন্য উদাহরণ।
𝗛𝗼𝗻𝗼𝗿𝗮𝗯𝗹𝗲 𝗠𝗲𝗻𝘁𝗶𝗼𝗻𝘀:
𝗛𝗼𝗹𝗹𝘆𝘄𝗼𝗼𝗱: Die Hard, First Blood (1981), The Terminator (1984), Predator (1987), RoboCop, James Bond series, The Matrix (1999), Speed(1994), Mission: Impossible series, Fast & Furious series, John Wick series, Jason Bourne series, Mad Max: Fury Road
𝗕𝗼𝗹𝗹𝘆𝘄𝗼𝗼𝗱: Sholay, Ghayal(1990), Krrish, Ghajini(2008), Wanted(2009), Ra.One, Don 2, Ek Tha Tiger, War, Kill (2024)
𝗦𝗼𝘂𝘁𝗵 𝗜𝗻𝗱𝗶𝗮: Baahubali 1 & 2, Kaithi, RRR, KGF series
𝗖𝗵𝗶𝗻𝗮: Wolf Warrior 1&2
𝗦𝗼𝘂𝘁𝗵 𝗞𝗼𝗿𝗲𝗮: The Man from Nowhere (2010), The Villainess (2017)
𝗜𝗻𝗱𝗼𝗻𝗲𝘀𝗶𝗮: Raid 2, The Night Comes For us(2018), Headshot(2016)
𝗧𝗵𝗮𝗶𝗹𝗮𝗻𝗱: The Protector(2005), Chocolate(2008)
𝗥𝘂𝘀𝘀𝗶𝗮: Brother(1997), The Blackout(2019)
𝗛𝗼𝗻𝗴 𝗞𝗼𝗻𝗴: Police Story(1985), The Killer(1989)
𝗖𝗮𝗻𝗮𝗱𝗮: Kill Order, Turbo Kid, Code 8, The Corridor
𝗚𝗲𝗿𝗺𝗮𝗻𝘆: Victoria (2015), The Baader Meinhof Complex (2008)
𝗙𝗿𝗮𝗻𝗰𝗲: District B12 (2004), La Femme Nikita (1990)
𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮: Wira (2019), Polis Evo (2015)
𝗣𝗮𝗸𝗶𝘀𝘁𝗮𝗻: The Legend of Maula Jatt (2022)
𝗩𝗶𝗲𝘁𝗻𝗮𝗺: The Rebel(2007)
𝗕𝗿𝗮𝘇𝗶𝗹: Elite Squad 1, Two Rabbits(2012)
এই মুভিগুলো নিজেদের ইন্ডাস্ট্রিতে একশনে শুধু বেঞ্চমার্কই তৈরী করেনি, বরং পরবর্তী প্রজন্মের নির্মাতাদের অনুপ্রেরণাও জুগিয়েছে। আপনারা কি একমত? আপনারা আর কোন মুভিকে মনে করেন গেম-চেঞ্জার? কমেন্টে জানাবেন।

🎬 Goodbye, First Love (2011)Directed by - Mia Hansen-Løve.Written by - Mia Hansen-Løve.Starring - Lola Créton, Sebastian...
19/06/2025

🎬 Goodbye, First Love (2011)
Directed by - Mia Hansen-Løve.
Written by - Mia Hansen-Løve.
Starring - Lola Créton, Sebastian Urzendowsky, Magne-Håvard Brekke.
Genre - Romance, Drama.
Running Time - 1 Hour 50 Minutes.
Language - French.
[NO SPOILER]
ক্যামিল ও সালিভান প্রচন্ড ভালবাসায় মগ্ন। সালিভান এর মধ্যে বাইরের দেশে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। কোথায় থাকবে ঠিকঠাক নেই, তাই ক্যামিলকে সাথে নিচ্ছে না। ক্যামিলের শত দুশ্চিন্তা সত্ত্বেও সালিভান তাকে আশ্বস্ত করে, তারা সবসময় একসাথেই থাকবে। কিন্তু ট্রিপ শুরু করার পর ঠিকই জায়গার দূরত্ব তাদের মনে দূরত্ব তৈরি করতে শুরু করে...
আমাদের জীবন কি কেবল প্রেম দিয়ে ভর্তি হতে পারে? জীবনসঙ্গী, পরিবার এসব থাকা অবশ্যই ইম্পর্ট্যান্ট। কিন্তু এসব ঘিরেই কি সব কিছু? নিজের কি একটা আলাদা আইডেন্টিটি থাকা উচিত নয়? "গুডবাই, ফার্স্ট লাভ" এমন একটা সম্পর্কের কথা বলে যায়, যাতে এই থিমটির হ্যাঁ ও না দুটি উত্তরের একটি সংঘর্ষ উঠে এসেছে।
ক্যামিল এবং সালিভানের মধ্যে ভালবাসার অভাব নেই। তবে দুজন দুরকম মানুষ। ক্যামিল থিতু স্বভাবের। মনের মানুষটির জন্য নিজের সবটুকু দিয়ে দিতে কোনো দ্বিধা নেই তার। ওভাবেই জীবন চলে গেলে কোনো বাধা নেই, মেয়েটা একটু স্বপ্নবাদী ধরনের। অন্যদিকে সালিভানের মধ্যে একটা যাযাবর মন বিদ্যমান। এক জায়গায় থাকা তার পোষায় না। ক্যামিলকে তার জীবনে চায় সে। তবে ক্যামিল তার ওপর যতোটা ইমোশনালি ডিপেন্ডেন্ট, অতোটা সে নিজে নয়। নিজের একটা রাস্তা গড়ে নিতে একটু দূরে যাওয়ার মনের জোরটা তার আছে। ক্যামিলের যেখানে তাকে একদিন না দেখলে চলে না। তুমুল একটা ভালবাসা থাকলেও, তাদের এই এটিচুডের পার্থক্যটা বেশ বড়। এটাই বন্ধনটি ভেঙ্গে দিতে চায়।
অথচ তারা পারফেক্ট একটা কাপল। একে অন্যকে যেভাবে ট্রিট করে সেটা দেখে দর্শকের মনেও রোমান্টিকতার একটা দোলা লেগে যাবে। কিন্তু ভিন্ন মনটি তাদের দূরে সড়িয়ে দিতে দেখে একটা কষ্ট হয়। ক্যামিল এবং সালিভানের জীবনের সিগনিফিকেন্ট একটা অংশে এই উত্থান পতন দেখানো হয় মুভিটিতে। আমরা তাদেরকে প্রথম ভালোবাসার অনুভূতি এবং বাস্তব জগতের চাহিদার মধ্যে দর কষাকষি করতে দেখি। ফলাফল হয় কিছুটা পাওয়ার, কিছুটা ছাড়ার।
"গুডবাই, ফার্স্ট লাভ" এর গল্পটি আমরা যা চাই তা যে সবসময় পাওয়া হয় না, সেটার প্রতি একটা টেস্টামেন্ট। এই ইন্ট্রিকেসিটা তুলে এনে "গুডবাই, ফার্স্ট লাভ" কেবল একটা আবেগী এডোলেসেন্স প্রেমের গল্প না হয়ে, জীবনের একটা বড় সত্য তুলে আনতে পেরেছে। কমপ্লিকেটেড রোমান্স মুভি খুঁজলে, "গুডবাই, ফার্স্ট লাভ" রেকমেন্ডেড।

🍁 Crash Landing on You  (2019)এটি একটি কোরিয়ান Rom-Com ড্রামাডিরেক্টর: Lee Jung-Hyoরিলিজ: ১৪ ই ডিসেম্বর ২০১৯ -- ১৬ ফেব্র...
19/06/2025

🍁 Crash Landing on You (2019)
এটি একটি কোরিয়ান Rom-Com ড্রামা
ডিরেক্টর: Lee Jung-Hyo
রিলিজ: ১৪ ই ডিসেম্বর ২০১৯ -- ১৬ ফেব্রুয়ারী 2020
অভিনয়ে: Hyun Bin , Son Ye-jin
Crash Landing On You এমন এক ভালোবাসার গল্প, যা ভুল জায়গা থেকে শুরু হয়ে সঠিক স্থানে পৌঁছায় হৃদয়ে" এই সিরিজের মুগ্ধতা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, পুরোটা সময় মস্তিষ্কে অন্যরকম এক অনুভূতি ঘুরপাক খাচ্ছে! মনে হচ্ছে চলতে থাকুক এই সিরিজ আর আমি দেখতে থাকি, এই ফিলিংস সত্যিই অনন্য! এর রেশ বহুদিন থেকে যাবে
💡স্টোরি & প্লট -Spoilar
একটি দুর্ঘটনাবশত দক্ষিণ কোরিয়ার বিলিয়নিয়ার উত্তরসূরি ইউন সেরি প্যারাগ্লাইডিং করার সময় উত্তর কোরিয়ার সীমান্তে অবতরণ করে ফেলেন। সেখানেই তার দেখা হয় উত্তর কোরিয়ার সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রি জং-হিওক এর সঙ্গে। ধীরে ধীরে জন্ম নেয় এক অবিশ্বাস্য প্রেম, যেটি দুই ভিন্ন পৃথিবীর মধ্যে এক সেতুবন্ধন তৈরি করে।
💡কারেক্টার ডেভলপমেন্ট:
রি জং-হিওক চরিত্রটি এমন আগেকার সময়ের মতো একজন মর্যাদাবান পুরুষের প্রতীক, যার মধ্যে আত্মত্যাগ, কর্তব্য ও প্রেম মায়ায় ভরপুর ।
ইউন সেরি হলেন আধুনিক, আত্মনির্ভরশীল এক নারী যিনি হাস্যরস আর আবেগের মিশেলে একটি আধুনিক স্মার্ট ও লাক্সারী জীবন যাপন করছেন। এর মাঝে তিনি জীবনের অন্ধকার অংশ কাটিয়ে উঠে আলোর সন্ধান পান।
এই ছাড়া উত্তর কোরিয়ার চার সেনা সদস্য যারা নায়কের সহকর্মী পিও চি-সু, পার্ক কুং-বুম, কিম জু-মুক, গেহ মং-সুক যারা কাহিনিতে দারুণ হাস্যরস্য বিনোদন সিরিয়াস মোমেন্ট বন্ধুত্ব ও মানসিক এটাচমেন্ট যোগ করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেয়।
💡যেইসব কারণে এটাকে মাস্টারপিস বলা হয় :
Crash Landing on ইউ এমন এক ড্রামা যা আবেগের ঝড় তুলে কখনো অশ্রুসিক্ত করে, আবার কখনো মুখে হাসির ঝলক এনে দেয়। প্রতিটি পর্ব এমনভাবে লেখা হয়েছে যেন দর্শক কাহিনির সঙ্গে মিশে নিজেকে ওখানে অনুভব করতে পারে।
প্রেমের পরিণতি নয়, প্রেমের প্রক্রিয়াটিই এখানে গুরুত্বপূর্ণ।
কমেডি, অ্যাকশন, রোমান্স, ইমোশন একটাও বাদ যায়নি। সবকিছুই পারফেক্টভাবে মিশে এক অনবদ্য গল্প তৈরি করেছে। আর সেই OST! গোটা সিরিজ জুড়ে এক রিফ্রেশিং ভাইব দিয়ে গেছে—যেটা অনেক দিন মনের মধ্যে বাজবে। সিরিজের শেষদিকে সীমান্তে দেখা করার দৃশ্যটি শুধুমাত্র একটি রোমান্টিক দৃশ্য ই নয় বরং হাজার হাজার দর্শকের কান্নার কারণ। আর এটার এন্ডিং যেন এক মিষ্টি নিঃশ্বাস ফেলার মতো শান্তি এনে দেয়। এই ধরনের এন্ডিং না হলে হয়তো অনেকেই ভীষণ আপসেট হতেন। কিন্তু যেভাবে শেষ হয়েছে তা পরিপূর্ণ তৃপ্তিদায়ক।
💡সিনেমার প্রোডাকশন নিয়ে বলতে গেলে সিনেম্যাটোগ্রাফি ও নির্মাণশৈলী দৃশ্যায়ন, মিউজিক, আর্ট ডিরেকশন – সবকিছুই বেস্ট অফ দি বেস্ট। সুইজারল্যান্ডে যেসব দৃশ্য ধারণ করা হয়েছে তা যেন রূপকথার গল্পের মতন। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও OST গুলো কাহিনির মর্যাদা ও মর্ম কে বহুগুণে বাড়িয়ে তোলে।
💡মন থেকে বলা কিছু কথা:
যদি কেও জিজ্ঞেস করে এটি কেন মাস্টারপিস?
তাহলে আমি বলবো
অসাধারণ গল্প বলার ধরণ, জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে মানবিক গল্প, গভীর প্রেম, ত্যাগ আর আত্মপরিচয়ের সন্ধান, প্রথম সারির অভিনয় ও নির্মাণশৈলী
Crash Landing on ইউ কেবল একটি প্রেমের গল্প নয়, এটি দুই ভাগে বিভক্ত একটি জাতির মধ্যে ভালোবাসা, সংস্কৃতি ও মানবিক সংযোগের মেলবন্ধন।
সবকিছুরই একটা সমাপ্তি আছে, আর এভাবেই ১৬ এপিসোডের এক রোমাঞ্চকর জার্নির মধ্যে দিয়ে Cloy ও শেষ হলো! Ri jeong hyeok এবং Yoon Seri এর মিলনের ও পূর্ণতা ঘটলো, তবে প্রতিটা চরিত্র এক বাক্যে মন জয় করে নিয়েছে, মনে হয়েছে ওরা চেনাজানা খুবই আপন, ওদের মনে থাকুক আর এই রিফ্রেশিং ভাইবটা বহুদিন থেকে যাক...!
> “Sometimes the wrong train takes you to the right station.”
"যারা দেখেন নি অবশ্যই দেখে নিবেন 🤗 জীবনের প্রথম KDrama হিসেবেও দেখতে পারেন" হাইলি সাজেস্ট থাকলো💥
এটি এমন একটি একটি মাস্টারপিস যা মনে থাকবে দীর্ঘদিন।
💡ব্যক্তিগত রেটিং: ১০০০০/১০

🎬 Ever After (1998)Directed by - Andy Tennant.Written by - Susannah Grant, Andy Tennant, Rick Parks.Based on - Cinderell...
22/05/2025

🎬 Ever After (1998)
Directed by - Andy Tennant.
Written by - Susannah Grant, Andy Tennant, Rick Parks.
Based on - Cinderella by Charles Perrault.
Starring - Drew Barrymore, Anjelica Huston, Dougray Scott, Jeanne Moreau, Megan Dodds, Melanie Lynskey.
Genre - Romance, Drama.
Running Time - 2 hours 1 minute.
[NO SPOILER]
ফোকটেলের অমর সংগ্রাহক ব্রাদার্স গ্রিম ভাতৃদ্বয়কে ফ্রান্সের রাণী ডেকে পাঠিয়েছেন। হঠাৎ তলব নিয়ে চিন্তিত অবস্থায় দুই ভাই হাজিরা দিলেও, রাণী অবশ্য তাদের প্রশংসাই করলেন। তবে তাদের সংগৃহীত "সিন্ডারেলা" নিয়ে আপত্তি জানালেন, গল্পটা বেশী কাল্পনিক হয়ে গেছে বলে। গ্রিম ভাইরা বললেন ফেয়ারি টেইল এমনই হবার কথা, এতো আর সত্যি গল্প না। রাণী এবার তার পাশে রাখা একটি বাক্স থেকে বের করলেন একটা স্লিপার। গ্রিম ভাইদের চোখ কপালে। এটাই কি গল্পের সেই এক পাটি কাঁচের জুতো? রাণী বলা শুরু করলেন - "ভদ্রমহোদয়গণ, আপনারা যেভাবে শুরু করেন সেভাবে বললে বলতে হয় - ওয়ান্স আপন এ টাইম"...
আমার একটা কথা সবসময়ই মনে হয়, বলতে জানলে সব ধরনের গল্পকেই অসাধারণ ভাবে বলা যায়। পুরনো হাজার বার ধরে শোনা একটি গল্পও গল্পবলিয়ের কুশলী বলায় হয়ে ওঠে নতুন। "এভার আফটার" তারই জ্বলন্ত প্রমাণ। সেই "দ্য গ্লাস স্লিপার" এর কাহিনী। ছোটবেলা থেকে কতবার পড়া হয়ে গেছে। ডিজনির দুটি এডাপ্টেশনও দেখলাম। তারপরও "এভার আফটার" দেখার পর মনে হলো নতুন কিছু দেখা হলো।
"এভার আফটার" এর ম্যাজিক হলো তার সোর্স ম্যাটেরিয়ালকে কাহিনীর সুতো ঠিক রেখেও একদম নতুন আঙ্গিকে নিয়ে আসা। এখানে সিন্ডারেলা নামটি এসেছে মাত্র দুইবার কি তিনবার৷ মূল ক্যারেক্টারটির নাম অন্য। ঘটনাস্থল ১৬ শতকের ফ্রান্স। সিন্ডারেলার বিপরীতে ফ্রান্সের প্রিন্স। এন্ডি টেনেন্ট সিন্ডারেলাকে ফেইরি টেইল হিসেবে না দেখিয়ে, বাস্তব চরিত্র হিসেবে দেখিয়েছেন৷ মায় লিওনার্দো দ্য ভিঞ্চি পর্যন্ত আছেন!
স্পেইনের সাথে সম্পর্ক করার জন্য ফ্রান্সের রাজা তার ছেলেকে স্পেইনের প্রিন্সেসের সাথে বিয়ে দেয়ার পায়তারা করছেন। রোমান্টিক প্রিন্সের তা আর সহ্য হয় না। প্রাসাদ থেকেই পালালেন তিনি। পথে সিন্ডারেলার সাথে ড্রামাটিক প্রথম দেখা। এরপর থেকে কাহিনীর শেষ পর্যন্ত গল্প এগিয়েছে অচেনা পথে।
পরিচিত সিন্ডারেলাকে এখানে আমরা আবিষ্কার করি নতুনভাবে। ডিরেক্টর টেনেন্টের কারিশমা হলো, উনি এই ফেয়ারি টেইলের মোটামুটি গৎবাধা কাহিনীর চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছেন অসাধারণ ভাবে। চমৎকার সব ক্যারেক্টার স্টাডি এবং গ্রোথ দেখা যায় মুভিটিতে। ফেয়ারি টেইলের আঙ্গিনা ছেড়ে "এভার আফটার" তাতে পরিণত হয়েছে যেন হিস্টোরিকাল ড্রামায়, ফিকশনাল যদিও। খুবই অথেন্টিক মনে হয় গল্পটিকে, তাতে ভালোলাগা বেড়ে যায় অনেক গুণ।
সিন্ডারেলা এখানে কোনো ড্যামসেল ইন ডিসট্রেস উঠে আসে নি। যে রীতিমতো পরিণত এক নারী। আর প্রিন্স এমন একজন পুরুষ, রাজপ্রাসাদের গন্ডিতে থেকে ঠিক বৃদ্ধি হয় নি তার। সিন্ডারেলা তাকে পরিণত করে তোলে। এমনকি গল্পের ভিলেইন সৎমা, সৎবোনদেরও উপস্থাপন করা হয়েছে নতুনভাবে। ডিজনির ওয়ান ডাইমেনশনাল ডাইনি টাইপ মহিলা নয় তারা। বাস্তব মানুষ হিসেবেই মনে হয় তাদের।
মুভির পারফরমেন্স গুলোও ছিল সুন্দর গল্পটির কমপ্লিমেন্টারি। সিন্ডারেলা চরিত্রে ড্রিউ ব্যারিমোর পিকচার পারফেক্ট একটি মিষ্টি মেয়েকে উপহার দিয়েছেন। স্টেপমাদার হিসেবে ছিলেন "দ্য এডামস ফ্যামিলি"র এঞ্জেলিকা হিউস্টন। উনি স্টেপমাদারের উন্নাসিক ভাবটা ফুটিয়ে তুলেছেন দারুণভাবে। স্টেপ সিস্টার, প্রিন্স মায় রাজা রাণীও ছিলেন চমৎকার। মুভিটির ক্যারেক্টার পোট্রেয়াল এতোই ভালো হয়েছে যে, মনে হচ্ছিল একটু ব্যাকগ্রাউন্ডে থাকা ক্যারেক্টারগুলোও যদি আরেকটু সময় পেতো তাহলে ভালো হতো।
ডিজনিকে তাদের সব ক্লাসিক এনিমেশনকে লাইভ একশন বানিয়ে ফেলার ভূতে পেয়েছে৷ তার ফলাফল হচ্ছে অল্প কয়েকটা ভালো মুভি বাদে বেশীরভাগই লো কোয়ালিটি ইমিটেশন। "এভার আফটার" এর মতো দুই দশকের পুরনো মুভি দেখিয়ে দিয়েছে রিটেলিং কিভাবে চোস্তভাবে করতে হয়। চেনা গল্পকে কিভাবে নতুনভাবে বলা যায় তা যদি দেখতে চান, "এভার আফটার" রেকমেন্ডেড।

𝗦𝘂𝘇𝗵𝗮𝗹: 𝗧𝗵𝗲 𝗩𝗼𝗿𝘁𝗲𝘅 (𝟮𝟬𝟮𝟮)Language : Tamil (org), Hindi (dub available) Director Anucharan Murugaiyan,Bramma GGenre: Thri...
15/05/2025

𝗦𝘂𝘇𝗵𝗮𝗹: 𝗧𝗵𝗲 𝗩𝗼𝗿𝘁𝗲𝘅 (𝟮𝟬𝟮𝟮)
Language : Tamil (org), Hindi (dub available)
Director Anucharan Murugaiyan,Bramma G
Genre: Thriller,Crime drama
Creator :Pushkar–Gayathri
Imdb:8.5/10
Ep: 08
Spoiler free..
"বিক্রাম ভেদা" টিম ইস ব্যাক🔥
সিরিজের নাম ''সুজল' না রেখে রাখা উচিত ছিল ''টুইস্ট এর উপর টুইস্ট'',,সিরিজের শুরুর 2 এপিসোড দেখে মনে হবে এটা কোন সাধারণ সিরিজ,কিন্তু আমি ভুল ছিলাম । প্রথম থেকেই ছোট খাটো টুইস্ট পেয়েছি। চার নম্বর এপিসোড এ একটা টুইস্ট দেখে আমি পুরা চমকে গেছিলাম।তারপর থেকেই গল্প অনেক বেশি ফাস্ট হয়ে যায়।
স্পয়লার না কিন্তু সিরিজের মেইন থিমটা হচ্ছে এমন,,,,,, একটি সিমেন্ট ফ্যাক্টরি তে আগুন লাগে এবং ওখানে কাজ করা একজন কর্মীর মেয়ে হারিয়ে যায়,,ঠিক 25 বছর আগে যখন ফ্যাক্টরি তৈরি হয় তখনও এখানে একটা মেয়ে হারিয়ে যায়,,
সিরিজের গল্প কোথা থেকে যে কোথায় চলে যাবে আপনি ভাবতেও পারবেন না,,, এমন কোন ক্যারেক্টার নেই যাকে আপনার সন্দেহ হবে না!
আমার মনে হয় ভারতের সিরিজের ইতিহাসের,, সবচেয়ে ভালো সিনেমাটোগ্রাফি এই সিরিজ দিয়েছে।
কি নেই! সাসপেন্স থ্রিলার, প্রেম,মাথলজি,ক্রাইম ড্রামা,,,
আমি গতকাল রাত ৪ টা ওব্দি দেখছি,,একবার দেখতে বসলে উঠা মুশকিল।
এক কথায় ব্যাপক❤️
Personal rating -9.5/10 (Highly recommended)

When Life Gives You Tangerines2025 ‧ Drama ‧ 1 seasonIMDB :9.4 PR: Masterpiece ★★★★No spoiler ★★★★প্রতি বছর কি অনেক বেশি...
15/04/2025

When Life Gives You Tangerines
2025 ‧ Drama ‧ 1 season
IMDB :9.4 PR: Masterpiece
★★★★No spoiler ★★★★
প্রতি বছর কি অনেক বেশি সিরিজ আসার প্রায়োজন?
নাকি মনের মতো, হৃদয় ছুয়ে যাওয়া একটা স্টোরিই যথেষ্ট?
আপনাদের কেমন লাগছে When Life Gives You Tangerines সিরিজটি?…..…...
অনেকদিন পর My mister & Reply 1988 এর মতো কোন রিয়েল লাইফ সিরিজ আসলো।
এই সিরিজকে এই বছর অন্য কোন নতুন সিরিজ কি বিট করতে পারবে? ….....................
IU কে কি এমনি এমনিই সবার সেরা বলা হয়?
হাজারটা সিরিজ তৈরি করার থেকে এমন একটি সিরিজ তৈরি করাই উত্তম। Drama of the year's বলাই যায়।
কেন এই সিরিজ এর বাজেট ৬০ বিলিয়ন ওন অনেকের প্রশ্ন ছিল, যারা শুরু করেছে তারা বুঝে গিয়েছে।
March মাসটা যে IU & When Life Gives You Tangerines
ময় থাকবে সকল প্লাটফর্মই বুঝতে পেরেছিলো।
When Life Gives You Tangerines এর দাপটে সকল মুভি & সিরিজে স্থবিরতা বিরাজ করছে।
★★Plot: ---এতে মুলত ১৯৫০ সালের পর থেকে একটা স্টোরি দেখানো হচ্ছে।
IU (Ae sun) মুলত একজন বই প্রেমী, তার স্বপ্ন একজন কবি হওয়া এবং কলেজে পড়া।কিন্তু সে তার দরিদ্রতার কারণে স্কুলে যেতে পারে না।
Park Bo-gum(Gwan-sik) অনেকটা ইন্টোভার্ট টাইপের, সবসময় চুপচাপ থাকে কম কথা বলে এবং শুধু মাত্র IU কেই পছন্দ করে।

🎬 𝗕𝗢𝗙 𝗠𝗼𝘀𝘁 𝗣𝗼𝗽𝘂𝗹𝗮𝗿 𝗪𝗲𝗯 𝗦𝗲𝗿𝗶𝗲𝘀/𝗧𝘃 𝗦𝗵𝗼𝘄𝘀 (𝗦𝗲𝗮𝘀𝗼𝗻 𝟬𝟭)𝗥𝗲𝘀𝘂𝗹𝘁— 🏆🥈🥉🏅🏅🏆 𝐆𝐚𝐦𝐞 𝐎𝐟 𝐓𝐡𝐫𝐨𝐧𝐞𝐬 (ব্যাপক হিট!)🥈 𝐁𝐫𝐞𝐚𝐤𝐢𝐧𝐠 𝐁𝐚𝐝 (পুরোটাই আগ...
15/04/2025

🎬 𝗕𝗢𝗙 𝗠𝗼𝘀𝘁 𝗣𝗼𝗽𝘂𝗹𝗮𝗿 𝗪𝗲𝗯 𝗦𝗲𝗿𝗶𝗲𝘀/𝗧𝘃 𝗦𝗵𝗼𝘄𝘀 (𝗦𝗲𝗮𝘀𝗼𝗻 𝟬𝟭)𝗥𝗲𝘀𝘂𝗹𝘁— 🏆🥈🥉🏅🏅
🏆 𝐆𝐚𝐦𝐞 𝐎𝐟 𝐓𝐡𝐫𝐨𝐧𝐞𝐬 (ব্যাপক হিট!)
🥈 𝐁𝐫𝐞𝐚𝐤𝐢𝐧𝐠 𝐁𝐚𝐝 (পুরোটাই আগুন!)
🥉 𝐌𝐨𝐧𝐞𝐲 𝐇𝐞𝐢𝐬𝐭 (চুরি আর সাসপেন্সে ঠাসা!)
🏅 𝐃𝐚𝐫𝐤 (মাথা ঘুরানো থ্রিলার!)
🏅 𝐀𝐥𝐢𝐜𝐞 𝐈𝐧 𝐁𝐨𝐫𝐝𝐞𝐫𝐥𝐚𝐧𝐝 (জীবন-বাজি রাখা গেম!)
🔀 𝐒𝐭𝐫𝐚𝐧𝐠𝐞𝐫 𝐓𝐡𝐢𝐧𝐠𝐬 (nostalgic আর রহস্যে ভরা!)
🔗 𝐏𝐫𝐢𝐬𝐨𝐧 𝐁𝐫𝐞𝐚𝐤 (পালানোর মাস্টারপ্ল্যান!)
✨ 𝐋𝐨𝐤𝐢 (গড অফ মিসচিফের কারবার!)
😈 𝐃𝐚𝐫𝐞𝐝𝐞𝐯𝐢𝐥 (অন্ধকারের হিরো!)
🦸‍♂️ 𝐓𝐡𝐞 𝐁𝐨𝐲𝐬 (সুপারহিরোদের অন্যরকম রূপ!)
⭐ 𝐀𝐦𝐚𝐫 𝐁𝐲𝐚𝐩𝐚𝐫 : এই লিস্টটা দেখলে বোঝা যায় মানুষজন কেমন ফাটাফাটি জিনিস দেখেছে! প্রত্যেকটা সিরিয়ালই একদম আলাদা, কিন্তু সবার মধ্যেই একটা কমন ব্যাপার আছে – সেটা হল দেখার পর মাথা থেকে সহজে নামে না! "Game Of Thrones", "Breaking Bad", "Money Heist" তো রীতিমতো লিজেন্ড হয়ে গেছে। আর "Dark", "Alice In Borderland", "Stranger Things" দেখলে মনে হয় অন্য দুনিয়ায় চলে গেছি। "Loki", "Daredevil", "The Boys"-ও কম যায় না – সুপারহিরোদের চেনা ছকের বাইরে একদম অন্যরকম কাহিনি! সত্যি বলতে, এই লিস্টের সবগুলো সিরিয়ালই এক একটা বোমা!

২০২৪ সালের কিছু উল্লেখযোগ্য হরর সিনেমার মধ্যে MadS একটি। এটি কোন হলিউডের মুভি না। এটি একটি ফ্রেঞ্চ মুভি তাই এর মেকিং আলা...
06/01/2025

২০২৪ সালের কিছু উল্লেখযোগ্য হরর সিনেমার মধ্যে MadS একটি। এটি কোন হলিউডের মুভি না। এটি একটি ফ্রেঞ্চ মুভি তাই এর মেকিং আলাদা।

Movie : MadS (2024)
Language : French
Genre: Horror
Runtime : 1 hour 26 minutes
Rotten Tomatoes : 93%
IMDb Rating : 6.5/10

নো স্পয়লার :
আমরা সবাই হরর বা জম্বি জনরার সিনেমার সাথে পরিচিত। এর গল্প ঠিক সেই রকম। একজন আঠারো বছর বয়সী ছেলে রোমেইন ড্রাগ এডিক্ট, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কোন কারণে তার গাড়ি থামায় এবং একটি অসুস্থ আহত মেয়ে তার গাড়িতে প্রবেশ করে। এরপরে মেয়েটির রক্ত তার শরীরে লাগলে সে ইনফেক্টেড হয়। তার মাধ্যমে আরও অন্য মানুষের মধ্যে ছড়ায়। এভাবে এই ভাইরাস এক ধরনের ম্যাডনেস সৃষ্টি করে। পুরো সিনেমাটি জুড়েই এই ম্যাডনেস চলে।

দেড় ঘন্টার সিনেমাটি দীর্ঘ একটি ক্যামেরা শটের মতো করে দেখানো হয়েছে। যেটি বেশ উপভোগ্য। রাতের বেলা শুট করা তাই হরর ফিল আসে। রাতের ফটোগ্রাফি ভালো। কিন্তু ব্লাড, ভায়োলেন্স, ড্রাগ এডিকশন, গোর সিন থাকায় অবশ্যই আর রেটেড। সিনেমাটি থ্রিলিং। রিয়েল হরর মুভির ফিল পাওয়ার জন্য আদর্শ সিনেমা। জম্বি সিনেমার গল্পে ভায়োলেন্স থাকবে এটাই স্বাভাবিক। এর সাথে আমি অন্য কোন সিনেমার তুলনা করবো না। সিনেমাটি ইংরেজি সাবটাইটেল দিয়ে দেখতে হবে।

পারসোনাল রেটিং : ৪/৫ (A+)

Series: Squid GameSeason: 02Total Episodes: 07Country: South KoreaLanguage: KoreanNo Spoiler................অপেক্ষার আরে...
28/12/2024

Series: Squid Game
Season: 02
Total Episodes: 07
Country: South Korea
Language: Korean
No Spoiler................

অপেক্ষার আরেক নাম হচ্ছে স্কুইড গেম। প্রথম সিজন এর পর বিশ্বের সকল দর্শকরাই অপেক্ষায় ছিল দ্বিতীয় সিজন এর জন্য। প্রথম সিজন ছিল নেটফ্লিক্সের সর্বকালের সেরা সিরিজ। যেটা সারা বিশ্বেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে। এত বছর অপেক্ষার পর, দ্বিতীয় সিজন আসল, যেটা নেটফ্লিক্সে রিলিজ পেয়েছে ২৬শে ডিসেম্বর। এবারের কাস্টিংগুলো ছিল পুরাই চমৎকার, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দ্বিতীয় সিজন গতকাল রাতে নেটফ্লিক্স থেকেই দেখা হয়েছে। যদি আসি গল্পের দিকে তবে বলব গল্প মোটেও খারাপ ছিল না। অন্তত আমার কাছে খুবই ভালো লেগেছে। স্ক্রিনপ্লে ভালো ছিল। কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি দারুণ ছিল। পরিচালক নতুন কিছু দেখানোর চেষ্টা করেছে। তবে আমার দেখায়, অনেকেরই এত বছরের অপেক্ষায় থেকে, তাদের এক্সপেক্টেশন অনুযায়ী এটা যথেষ্ট নাও হতে পারে। এইজন্য হয়ত অনেকেরই বলে গল্প ভালো লাগেনি। প্রথম সিজন যেখানে শেষ, দ্বিতীয় সিজন সেখান থেকেই শুরু। এই সিজনের পর্ব ছিল মাত্র সাতটি।

এই সিজনেও মূল চরিত্রে অভিনয় করতে দেখা যায়, সং গি-হুন অর্থাৎ লি জং-জায়ে কে। তাছাড়াও এই সিরিজে আরও অভিনয় করতে দেখা যায়, লি জং-জে, ওয়াই হা-জুন, লি বাইং-হুন, আই এম সি-ওয়ান, কাং হা-নেউল, লি জিন-উক, পার্ক সুং-হুন, ইয়াং ডং-জিউন, জো ইউ-রি, কাং এ-শিম এবং লি সিও-হোয়ান তাদেরকে।

প্রথমটার মত এই সিজনেও লি জং-জায়ে দারুণ অভিনয় করেছেন। অসাধারন ছিল। তাছাড়াও ওয়াই হা-জুন, সি-ওয়ান, কাং হা-নেউল, লি জিন-উক, পার্ক সুং-হুন, তারাও সবাই দারুণ অভিনয় করেছে। তবে বলতেই হবে, লি বাইং-হুন কি খেলাটাই না খেলল 🔥 ভাইয়ে পুরাই পাক্কা খেলোয়াড়। এমনিতেও সে একজন জাত অভিনেতা। তার শেষটা দেখার জন্য অবশ্যই আমাদের এখন সিজন থ্রি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকজন জাত অভিনেতা কেও দেখা যায়, সে হচ্ছে পার্ক হি-সুন। যদিও তাকে এই সিজনে খুবই কমই দেখানো হয়। গং ইউ আহহহ তার এক্সপ্রেশনগুলো ছিল পুরাই দেখার মত 🔥 অসাধারন একজন অভিনেতা। গং ইউ পুরাই তার সেরাটাই দিয়েছে। কিন্তু শেষ সিজনে সবাই তাকে খুবই মিস করবে।

চই সিউং- হিউন, অর্থাৎ থানোস নামে যাকে দেখা যায়, তার ক্যারেক্টারটা সত্যি জোস ছিল। টিজারেই যখন তাকে প্রথম দেখি তখনই বুঝতে পেরেছিলাম সে তার ক্যালমা দেখাবে 😎 জীবনযুদ্ধে যাই হয়ে যাক না কেন, সবসমই পিনিকের মধ্যেই থাকতে হবে, কোনমতেই প্যারা নেওয়া যাবে না। ভাইটি এটাই সবাইকেই শিখিয়ে দিয়ে গেল আরকি। আমার তো ওর কাহিনীগুলো দেখে হাসি পেয়েছে 😂

তাছাড়াও আরও অন্যরাও তাদের জায়গা থেকে অনেক ভালো করেছে। তবে বলতেই হবে যে, কাং মি- না, নামে যে মেয়েটাকে এই সিজনের প্রথম গেমে দেখানো হয়। (খুবই কিউট ছিল) তাকে সবার আগেই শেষ করে দেওয়াটা মোটেও ভালো লাগেনি 😰আর সত্যি বলতে এন্ডিংটা সবাইকে হতাশই করেছে। অসম্পূর্ণ রেখেই দ্বিতীয় সিজন শেষ করা হয়েছে, যেটা কোনমতেই ভালো সাইড নয়। এখন শেষ সিজনের জন্য আবারও সবাইকে অপেক্ষায় বসে থাকতে হবে। যাইহোক hopefully শেষ সিজনটি সবদিক দিয়েই দারুণ হবে। হতাশ করবে না। কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। শেষ সিজন ২০২৫ সালে নেটফ্লিক্সেই রিলিজ পাবে। যারা এই দ্বিতীয় সিজন এখনো দেখেননি তারা সময় করে দেখে নিতে পারেন।

My personal rating: 8/10
happy watching 🤩

1971-2024 🇧🇩 Happy Victory Day, Bangladesh! 🇧🇩
15/12/2024

1971-2024
🇧🇩 Happy Victory Day, Bangladesh! 🇧🇩

Address

Kazipara

Alerts

Be the first to know and let us send you an email when Best OTT Platform In BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share