14/09/2022
The end of silent killer story from T20
বরাবর ই আমাদের সিনিয়র প্ল্যেয়ারদের সাথে এমনটা হয়ে এসেছে ম্যাশ থেকে শুরু করে আজ মাহমুদুল্লাহ সবাইকে এভাবেই চাপা অভিমান আর আক্ষেপ নিয়ে বিদায় নিতে হয়েছে! ভুল, বিদায় তারা নেয় নাই বিদায় আমরা করে দিয়েছি!
জিতে গেলো সমালোচকদের সমালোচনা, বাংলার ক্রিকেট থেকে আরো একটি নক্ষত্র ঝড়ে পরার পালা!
সবকিছুর জন্য ধন্যবাদ সাইলেন্ট কিলার!
আপনি থাকবেন সেই নিদাহাস ট্রফির ছক্কায়, আপনি থাকবেন কার্ডিফের আঙ্গিনায়, আপনি থাকবেন পঞ্চপাণ্ডব পাতায়, আপনি থাকবেন সেই ইন্ডিয়ার সাথে প্রথম টি-টোয়েন্টি জেতার মহাকাব্যিক গল্পের নায়ক হয়ে!
Mahmudullah Riyad 🖤