05/08/2025
অনেকেই জানে না #স্বাস্থ্য_সহকারী পদের কাজ কি, পোস্টিং কোথায়,সুযোগ সুবিধা কেমন।তাদের জন্য বিস্তারিত এই পোস্টে।
🩺 স্বাস্থ্য সহকারীর(Health assistant) কাজ ও দায়িত্বসমূহ
১. টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ
জাতীয় Expanded Program on Immunization (EPI) অনুযায়ী শিশু ও গর্ভবতী নারীদের নিয়মিত টিকা প্রদান।
স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা pdf 219 page বইটি নিতে চাইলে ইনবক্সে মেসেজ দিন(চার্জ প্রযোজ্য) অথবা হোয়াটসঅ্যাপ-০১৮৭-৩৪২৩৮৪৭
েন্টার, মসজিদ বা ঘরে ঘরে গিয়ে প্রচার কার্যক্রম চালানো।
৫. গৃহভিত্তিক পরিদর্শন ও তথ্য সংগ্রহ
নিজ দায়িত্বপূর্ণ এলাকায় ঘরে ঘরে গিয়ে জনসংখ্যা, জন্ম-মৃত্যুর তথ্য, রোগ সংক্রমণের তথ্য সংগ্রহ করা।
স্বাস্থ্য রেজিস্টার হালনাগাদ রাখা।
৬. নিয়মিত রিপোর্ট ও ডাটা সরবরাহ
মাসিক ও সাপ্তাহিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রদান করা।স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা pdf 219 page বইটি নিতে চাইলে ইনবক্সে মেসেজ দিন অথবা হোয়াটসঅ্যাপ-০১৮৭-৩৪২৩৮৪৭
টিকাদান, রোগ পর্যবেক্ষণ, পরিবার পরিকল্পনা ইত্যাদির রিপোর্ট তৈরি করা।
৭. স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ কার্যক্রম
প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা সংক্রামক রোগ ছড়ালে দ্রুত জনগণকে সচেতন করা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।
ওআরএস, স্যালাইন বিতরণ এবং রোগ নিরোধ কার্যক্রমে সহায়তা।
পোস্টিং : এই পদে পোস্টিং হয়ে থাকে নিজ ইউনিয়ন অথবা পাশের ইউনিয়ন।
সুযোগ সুবিধা অন্য সকল সরকারি চাকরি ১৬ তম গ্রেড যে সকল সুবিধা রয়েছে সব সুবিধা পেয়ে থাকেন।
✅ অতিরিক্ত দায়িত্ব (প্রয়োজনে)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অন্যান্য কার্যক্রমে সহায়তা করা।
জরুরি সময়ে মেডিকেল টিমে অংশ নেওয়া (যেমন: কোভিড টিম, দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প)।
স্বাস্থ্য সহকারী পদে পরিক্ষা প্রতিযোগিতা অন্যান্য পরিক্ষা মত সারা দেশের সাথে না। তাই একটু পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনায় প্রস্তুতি নিলে পেতে পারেন চাকরিটি আপনিও।