PB Learning Academy

PB Learning Academy শিক্ষাই সম্পদ

06/09/2025

#সিভিল #সার্জন #কার্যালয়

17/08/2025

D-8 এর নতুন সদস্যদেশ আজারবাইজান
D-8 এর বর্তমান সদস্য দেশ মোট ৯ টি।

বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে প্রশ্ন সমাধান। পরিক্ষার তারিখ : ৩০ মে ২০২৫
11/08/2025

বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে প্রশ্ন সমাধান।
পরিক্ষার তারিখ : ৩০ মে ২০২৫

10/08/2025

সরকারি চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ ২০টি সন্ধি বিচ্ছেদ
অজগর = অজ + গর

মহাত্মা = মহা + আত্মা

বিশ্বব্যাপী = বিশ্ব + ব্যাপী

অতুলনীয় = অতুল + নীয়

সুনাম = সু + নাম

দুঃখ = দুঃ + খ

চিরন্তন = চির + অন্তন

অনুপম = অনু + উপম

দিগন্ত = দিক্ + অন্ত

নরেশ = নর + ঈশ

রাজপথ = রাজ + পথ

মহোদয় = মহা + উদয়

সর্বজ্ঞ = সর্ব + জ্ঞ

উপকারী = উপ + কারী

আনন্দ = আন + অন্দ

পরোপকার = পর + উপকার

দেবতা = দেব + তা

মনোজ্ঞ = মন + জ্ঞ

অমর = অ + মর

সমাধান = সমা + অধান

পড়া শেষ হলে লিখুন।

ফ্রি মডেল প্রশ্ন -১বিষয় : বাংলা সাহিত্য ফ্রি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করুন।
09/08/2025

ফ্রি মডেল প্রশ্ন -১
বিষয় : বাংলা সাহিত্য
ফ্রি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করুন।

05/08/2025

অনেকেই জানে না #স্বাস্থ্য_সহকারী পদের কাজ কি, পোস্টিং কোথায়,সুযোগ সুবিধা কেমন।তাদের জন্য বিস্তারিত এই পোস্টে।

🩺 স্বাস্থ্য সহকারীর(Health assistant) কাজ ও দায়িত্বসমূহ

১. টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ

জাতীয় Expanded Program on Immunization (EPI) অনুযায়ী শিশু ও গর্ভবতী নারীদের নিয়মিত টিকা প্রদান।
স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা pdf 219 page বইটি নিতে চাইলে ইনবক্সে মেসেজ দিন(চার্জ প্রযোজ্য) অথবা হোয়াটসঅ্যাপ-০১৮৭-৩৪২৩৮৪৭
েন্টার, মসজিদ বা ঘরে ঘরে গিয়ে প্রচার কার্যক্রম চালানো।

৫. গৃহভিত্তিক পরিদর্শন ও তথ্য সংগ্রহ

নিজ দায়িত্বপূর্ণ এলাকায় ঘরে ঘরে গিয়ে জনসংখ্যা, জন্ম-মৃত্যুর তথ্য, রোগ সংক্রমণের তথ্য সংগ্রহ করা।
স্বাস্থ্য রেজিস্টার হালনাগাদ রাখা।

৬. নিয়মিত রিপোর্ট ও ডাটা সরবরাহ

মাসিক ও সাপ্তাহিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রদান করা।স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা pdf 219 page বইটি নিতে চাইলে ইনবক্সে মেসেজ দিন অথবা হোয়াটসঅ্যাপ-০১৮৭-৩৪২৩৮৪৭
টিকাদান, রোগ পর্যবেক্ষণ, পরিবার পরিকল্পনা ইত্যাদির রিপোর্ট তৈরি করা।

৭. স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ কার্যক্রম

প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা সংক্রামক রোগ ছড়ালে দ্রুত জনগণকে সচেতন করা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।
ওআরএস, স্যালাইন বিতরণ এবং রোগ নিরোধ কার্যক্রমে সহায়তা।

পোস্টিং : এই পদে পোস্টিং হয়ে থাকে নিজ ইউনিয়ন অথবা পাশের ইউনিয়ন।

সুযোগ সুবিধা অন্য সকল সরকারি চাকরি ১৬ তম গ্রেড যে সকল সুবিধা রয়েছে সব সুবিধা পেয়ে থাকেন।

✅ অতিরিক্ত দায়িত্ব (প্রয়োজনে)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অন্যান্য কার্যক্রমে সহায়তা করা।
জরুরি সময়ে মেডিকেল টিমে অংশ নেওয়া (যেমন: কোভিড টিম, দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প)।
স্বাস্থ্য সহকারী পদে পরিক্ষা প্রতিযোগিতা অন্যান্য পরিক্ষা মত সারা দেশের সাথে না। তাই একটু পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনায় প্রস্তুতি নিলে পেতে পারেন চাকরিটি আপনিও।

৩৬৯ পদে বাংলাদেশ নির্বাচন কমিশন (ecs) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ৩১/১০ Deadline: 31 Oct 2024🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩প্রতিষ্ঠানঃ  ব...
02/10/2024

৩৬৯ পদে বাংলাদেশ নির্বাচন কমিশন (ecs) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ৩১/১০

Deadline: 31 Oct 2024

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ নির্বাচন কমিশন

পদের নামঃ বিভিন্ন পদ

পদ সংখ্যাঃ ৩৬৯টি

আবেদন ফীঃ ২২৩/- ও ১১২/- টাকা
আবেদন শুরুঃ ১ অক্টোবর ২০২৪

বাসায় বসে আবেদন করলে নক দিন।আবেদনের চার্জ প্রযোজ্য।

জেলাঃ সকল জেলা

আবেদনের শেষ তারিখঃ ৩১ অক্টোবর ২০২৪

সমাজ সেবা অধিদপ্তরের আবেদন শুরু হয়ে গেছে। দ্রুত কেউ আবেদন করতে চাইলে যোগাযোগ। ইউনিয়ন সমাজকর্মী পদেযোগ্যতা : HSC পাস পদ স...
13/06/2024

সমাজ সেবা অধিদপ্তরের আবেদন শুরু হয়ে গেছে। দ্রুত কেউ আবেদন করতে চাইলে যোগাযোগ।

ইউনিয়ন সমাজকর্মী পদে

যোগ্যতা : HSC পাস
পদ সংখ্যা : ২০৯

প্রয়োজনীয় তথ্য

* একাডেমিক তথ্য
* নিজের এনআইডি / জন্ম সনদ নাম্বার
* পিতা - মাতা তথ্য
* মোবাইল নম্বর
* যদি কোঠা থাকে (কি কোঠা) সেই তথ্য

ডকুমেন্টস
* নিজের যেকোনো ছবি রি সাইজ করে দেয়া হবে।
* স্বাক্ষর ছবি তুলে দিতে হবে আমরা স্কান করে রিসাইজ করে দিব।

দ্রুত আবেদন করতে ইনবক্সে তথ্য দিন।

03/06/2024

Dide of - রোগে মারা গেলে

Die by - দুর্ঘটনায় মারা গেলে

Die for- দেশের জন্য মারা গেলে

die from- অতিরিক্ত খেয়েবা অতিরিক্ত কাজ করে মারা গেলে .

12/05/2024

SSC ফলাফল প্রকাশিত হয়েছে।

01/05/2024

#টপিকঃসন্ধি বিচ্ছেদ

ঘুরেফিরে এই ৩৫ টাই আসে

● পরমাশ্চর্য = পরম + আশ্চর্য।
● দ্যুলোক = দিব্ + লোক।
● রত্নাকর = রত্ন + আকর।
● গ্রামান্তর = গ্রাম + অন্তর।
● রবীন্দ্র = রবি + ইন্দ্র।
● সিংহাসন = সিংহ + আসন।
● অতীত = অতি + ইত।
● গবাক্ষ = গো + অক্ষ।
● কটূক্তি = কটু + উক্তি।
● লঘূর্মি = লঘু + ঊর্মি।
● পূর্ণেন্দু = পূর্ণ + ইন্দু।
● মানবেতর = মানব + ইতর।
● যথেষ্ট = যথা + ইষ্ট।
● শুভেচ্ছা = শুভ + ইচ্ছা।
● ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী।
● প্রত্যেক = প্রতি + এক।
● নবোদয় = নব + উদয়।
● কথোপকথন = কথা + উপকথন।
● শ্রবণ = শ্রু + অন।
● প্রত্যুষ = প্রতি + ঊষ।
● স্বচ্ছ = সু + অচ্ছ।
● সপ্তর্ষি = সপ্ত + ঋষি।
● শীতার্ত = শীত + ঋত।
● জনৈক = জন + এক।
● বনৌষধি = বন + ওষধি।
● মহৌষধ = মহা + ঔষধ।
● প্রত্যহ = প্রতি + অহ।
● অত্যন্ত = অতি + অন্ত।
● ইত্যাদি = ইতি + আদি।
● পরিচ্ছেদ = পরি + ছেদ।
● ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত।
● মনীষা= মনষ + ঈষা।
● ইতস্তত = ইতঃ + তত।
● তন্ময় = তৎ + ময়।
● উচ্ছেদ = উৎ + ছেদ।
● অন্বেষণ = অনু + এষণ।
● জগদীশ= জগৎ+ ঈশ।
● ষণ্মাস=ষট্+মাস।
● সৃষ্টি= সৃজ্+তি।

৪৬ তম বিসিএস পরিক্ষার প্রশ্ন।
26/04/2024

৪৬ তম বিসিএস পরিক্ষার প্রশ্ন।

Address

Kazipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when PB Learning Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share