29/06/2025
কিস্তিতে মোবাইল বিক্রির ভয়াবহ প্রতারণা — মিনহাজ উদ্দিনের অভিজ্ঞতা
সম্প্রতি “কিস্তিতে মোবাইল বিক্রি” ক্যাম্পেইনের নামে প্রতারণার শিকার হয়েছেন মিনহাজ উদ্দিন। শহর ও গ্রামের সাধারণ মানুষের মোবাইলের চাহিদার সুযোগ নিয়ে কিছু প্রতিষ্ঠান Tecno, Itel, ও Infinix মোবাইল কোম্পানির সাথে যুক্ত হয়ে এই প্রতারণা করছে।
মিনহাজ মোহাম্মদপুর, ঢাকার একটি দোকান থেকে Tecno Camon-40 (মূল্য ২৩,৯৯৯ টাকা) কিস্তিতে কেনেন। দোকান কর্তৃপক্ষ তার কাছ থেকে আইডি, জব আইডি ও গ্যারান্টার নিয়ে ২০% অগ্রিম (৫৭৪৪ টাকা) গ্রহণ করে। তারা বলে, গ্যারান্টি ফি ১১০০ টাকা শেষ কিস্তিতে এডজাস্ট হবে।
পরে কিস্তির হিসাব বের হয়: ২৮৮০ টাকা × ৯ কিস্তি = ২৫,৯২০ টাকা। এতে মিনহাজ বিস্মিত হয়ে মোবাইলের অ্যাপ থেকে দেখে বুঝতে পারেন,
• ফোনের দাম দেখানো হয়েছে: ২৬,৩৯৯ টাকা
• লোন অনুমোদন: ২২,০০০ টাকা
• সুদ (বা সার্ভিস চার্জ): ৩,৯৬০ টাকা
• লোনসহ মোট পরিশোধ: ২৪,৮৬০ টাকা
• অগ্রিমসহ মোট মূল্য: ৩০,৬০৪ টাকা
অথচ মোবাইলের বাজারমূল্য: ২৩,৯৯৯ টাকা
অতিরিক্ত গুনতে হচ্ছে: ৬৬০৫ টাকা, অর্থাৎ ৩৬.৬৯% সুদ (যা তারা “সার্ভিস চার্জ” নামে লুকিয়ে রেখেছে)।
এই প্রতারণায় সবচেয়ে গুরুতর বিষয় হলো, গ্রাহককে কোনো হিসাব স্পষ্টভাবে জানানো হয় না, বরং “সুদহীন” কিস্তি বলেই প্রচার চালানো হয়। গ্রাহকের অজ্ঞতাকে পুঁজি করে কোম্পানিগুলো পরিকল্পিতভাবে ঠকিয়ে যাচ্ছে।
মিনহাজ অভিযোগ করে Tecno অফিসিয়ালে মেইল করলেও কোনো সাড়া পাননি। দোকানেও অভিযোগ জানিয়ে ফল পাননি। এমনকি ক্যাশে পরিশোধের সুযোগও বন্ধ — তাকে পুরো কিস্তির টাকাই দিতে হবে।
এটি একটি পরিকল্পিত ও লুকানো প্রতারণা, যা সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সকলকে সচেতন হয়ে এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত।
লেখক: মিনহাজ উদ্দিন
স্থান: ঢাকা
তারিখ: ২৫.০৬.২০২৫