
29/08/2024
একটি অমানুষিক এবং পাশবিক নির্যাতনের গল্প💔
আমি আসলে লজ্জায় এতদিন কেউ কে কিছু জানাই নাই। আমি আমার ১ম হাসব্যান্ড এর সাথে ডিভোর্স এর পরে ২য় বিয়ে করি । আমার ২য় হাসব্যান্ড আমার সাথে এই কাজ করে। এই লজ্জায় আমার উপরে এত বড় অত্যাচার হওয়ার পরেও আমি কাউ কে কিছু জানাতে চাই নি। এখন আমি নিরুপায় । আমি বেঁচে থাকতে পারব কিনা এটাও আমি আর বুঝতে পারতেসি না ।
আমার হাসব্যান্ড আমাকে এপ্রিল এর ১০তারিখ,২০২৪ এ খুন করার চেষ্টা করে। সে ছুঁরি দিয়ে আমার চেহারা কাটে , আমার ড্রেসিংটেবিল এর ভারি কাঠের টুল দিয়ে আমার মুখে বাড়ি দেয় , হাতে চেইন পেচায় আসছিলো সেটা দিয়ে ঘুষি দিয়ে আমার মাথা ফাটায় । আমার চেহারা সে নষ্ট করে দিসে। আমার নাক ভেঙে গেসিলো , নাকের কোনো হাড্ডি ছিলো না।মুখের উপরের চোয়াল ভেঙে গেসিলো । বাম পাশের দাঁত নড়ে গেসে। মাথার হাড্ডি বের হয়ে গেসিলো ।
তারপর ও আল্লাহ আমাকে বাঁচায় রাখসে দেখে আমি আজকে বেঁচে আছি।আমার বেঁচে থাকার কোনো কথা ছিল না।আমি ২০ দিন হসপিটাল এ ছিলাম এবং আমার ২টা সার্জারি হয়সে।এখনও আমার চিকিৎসার প্রয়োজন।
আমার হাসব্যান্ড এর নাম রনি।
সে Arabian Borka Collection er malik. Tar onek taka onek power tai আমি এতদিন পুলিশ কাছে কোন হেল্প পাইনি । তবে এখন আবার চেষ্টা করবো পুলিশ কে আবার বলবো হেল্প করতে এখন যখন নতুন সরকার আসছে। আমার এতো বড় ক্ষতি করার পড় ও রনি এখন আবার আমাকে খুন করতে চায় । ফোন দিয়ে বলসে এবার আমার মুখে এসিড মারবে । বাসার সামনে দাঁড়ায় থাকে ।
সবার সাহায্য ছারা এখন আমার বেঁচে থাকা কঠিন হয়ে গেসে।মরেই যদি যাই তবে সবাইকে জানায়ে মরব আর কিছু করার নাই।
পোস্টি সংগ্রহীত🖤