RIAZ KHAN

RIAZ KHAN আপনাদের বিনোদনের জন্য আমার এই পেজটিই যথেষ্ট 🔥
(2)

একটি অমানুষিক এবং পাশবিক নির্যাতনের গল্প💔আমি আসলে লজ্জায় এতদিন কেউ কে কিছু জানাই নাই। আমি আমার ১ম হাসব্যান্ড এর সাথে ডি...
29/08/2024

একটি অমানুষিক এবং পাশবিক নির্যাতনের গল্প💔
আমি আসলে লজ্জায় এতদিন কেউ কে কিছু জানাই নাই। আমি আমার ১ম হাসব্যান্ড এর সাথে ডিভোর্স এর পরে ২য় বিয়ে করি । আমার ২য় হাসব্যান্ড আমার সাথে এই কাজ করে। এই লজ্জায় আমার উপরে এত বড় অত্যাচার হওয়ার পরেও আমি কাউ কে কিছু জানাতে চাই নি। এখন আমি নিরুপায় । আমি বেঁচে থাকতে পারব কিনা এটাও আমি আর বুঝতে পারতেসি না ।

আমার হাসব্যান্ড আমাকে এপ্রিল এর ১০তারিখ,২০২৪ এ খুন করার চেষ্টা করে। সে ছুঁরি দিয়ে আমার চেহারা কাটে , আমার ড্রেসিংটেবিল এর ভারি কাঠের টুল দিয়ে আমার মুখে বাড়ি দেয় , হাতে চেইন পেচায় আসছিলো সেটা দিয়ে ঘুষি দিয়ে আমার মাথা ফাটায় । আমার চেহারা সে নষ্ট করে দিসে। আমার নাক ভেঙে গেসিলো , নাকের কোনো হাড্ডি ছিলো না।মুখের উপরের চোয়াল ভেঙে গেসিলো । বাম পাশের দাঁত নড়ে গেসে। মাথার হাড্ডি বের হয়ে গেসিলো ।
তারপর ও আল্লাহ আমাকে বাঁচায় রাখসে দেখে আমি আজকে বেঁচে আছি।আমার বেঁচে থাকার কোনো কথা ছিল না।আমি ২০ দিন হসপিটাল এ ছিলাম এবং আমার ২টা সার্জারি হয়সে।এখনও আমার চিকিৎসার প্রয়োজন।
আমার হাসব্যান্ড এর নাম রনি।
সে Arabian Borka Collection er malik. Tar onek taka onek power tai আমি এতদিন পুলিশ কাছে কোন হেল্প পাইনি । তবে এখন আবার চেষ্টা করবো পুলিশ কে আবার বলবো হেল্প করতে এখন যখন নতুন সরকার আসছে। আমার এতো বড় ক্ষতি করার পড় ও রনি এখন আবার আমাকে খুন করতে চায় । ফোন দিয়ে বলসে এবার আমার মুখে এসিড মারবে । বাসার সামনে দাঁড়ায় থাকে ।
সবার সাহায্য ছারা এখন আমার বেঁচে থাকা কঠিন হয়ে গেসে।মরেই যদি যাই তবে সবাইকে জানায়ে মরব আর কিছু করার নাই।
পোস্টি সংগ্রহীত🖤

কি ভায়া চিনা চিনা লাগে 😅তোমাদের পল্লবী আন্টি 😍
10/08/2024

কি ভায়া চিনা চিনা লাগে 😅
তোমাদের পল্লবী আন্টি 😍

09/08/2024

আহ কি ওয়েদার 🥀🥰

-এক বোন মাএ ৩ ঘন্টা ট্রাফিকের ডিউটি করছে 🥀🥰-লে বাংলাদেশের মানুষের মন ❤️
09/08/2024

-এক বোন মাএ ৩ ঘন্টা ট্রাফিকের ডিউটি করছে 🥀🥰
-লে বাংলাদেশের মানুষের মন ❤️

সেই নাহ😅
09/08/2024

সেই নাহ😅

08/08/2024

-আরেকটা দাবি মানতে হবে🔥
-যে যারে ভালোবাসবে তার সাথে তার বিয়ে দেওয়া হক! 🙂

চাই না তোমাদের কাওকে আর🔥
08/08/2024

চাই না তোমাদের কাওকে আর🔥

দেশ এখন আওয়ামিলীগ মুক্ত 🔥অন্যদিকে বিএনপির সমাবেশে পুরো ঢাকা সিটি জ্যাম যুক্ত 😅
07/08/2024

দেশ এখন আওয়ামিলীগ মুক্ত 🔥
অন্যদিকে বিএনপির সমাবেশে পুরো ঢাকা সিটি জ্যাম যুক্ত 😅

বাস্তব চিএ😅
07/08/2024

বাস্তব চিএ😅

07/08/2024

এক দলের ক্ষমতা চলে গেছে
আরেক দল সেই সুযোগে মিছিল নিয়ে বের হচ্ছে
মার্কেট দহল করছে ,মালামাল লুটপাট করছে,মানুষ মারছে, পুরনো খোব নতুন করে ঝাড়ছে😣
এই পরিবর্তনই কি আমরা চাচ্ছিলাম?

দেশটা আজ ছাএদের নেতৃত্বে স্বাধীন হলে ও দেশের কিছু মানুষ এ স্বাধীনতাকে নিজেদের অর্জন বলে মনে করছেযেমন বিএনপি 🥀😅
06/08/2024

দেশটা আজ ছাএদের নেতৃত্বে স্বাধীন হলে ও দেশের কিছু মানুষ এ স্বাধীনতাকে নিজেদের অর্জন বলে মনে করছে
যেমন বিএনপি 🥀😅

Address

Kazipara

Alerts

Be the first to know and let us send you an email when RIAZ KHAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share