শুন্য জীবন

শুন্য জীবন আস সালামু আলাইকুম

31/08/2025
মোটরসাইকেলে দীর্ঘতম যাত্রার বিশ্ব রেকর্ডটি আর্জেন্টিনার এমিলিও স্কটোর।১৭ জানুয়ারী, ১৯৮৫ সালে ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি ছে...
25/08/2025

মোটরসাইকেলে দীর্ঘতম যাত্রার বিশ্ব রেকর্ডটি আর্জেন্টিনার এমিলিও স্কটোর।

১৭ জানুয়ারী, ১৯৮৫ সালে ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন এবং ২ এপ্রিল, ১৯৯৫ এ বাড়ি ফিরেন। এ যাত্রায় মোট ৭,৩৫,০০০ কিলোমিটার পাড়ি দেওয়ার সময় তিনি ২১৪টি স্বাধীন দেশ ও অঞ্চল পরিদর্শন করেন।

পুরো যাত্রায় তার সাথে ছিল লিজেন্ডারি Honda GL1100 Goldwing মোটরসাইকেলের ১৯৮০ সালের মডেল। নিজের এই বাহনটিকে এমিলিও-র দেওয়া নাম ছিল "ব্ল্যাক প্রিন্সেস"।

১০ বছরের এই ভ্রমণে "ব্ল্যাক প্রিন্সেস" ৪৭,০০০ লিটার জ্বালানী, ১,৩০০ লিটার ইঞ্জিন অয়েল, ৮৬টি টায়ার, ১২টি ব্যাটারি ব্যবহৃত হয় এবং ৯টি সিট পাল্টাতে হয়!
এই দীর্ঘ ৭ লাখ ৩৫ হাজার কিলোমিটার ভ্রমণে শুধুমাত্র ১টি ইঞ্জিন পরিবর্তন করতে হয়েছিল।

ভ্রমণ শেষে দেশে ফিরে এমিলিও লিখেন 'দ্য লংগেস্ট রাইড'। ২২৪ পৃষ্ঠারও বেশি এ লিখায় তিনি তার অবিশ্বাস্য যাত্রানিয়ে বিষদভাবে বর্ণনা করেছেন।

23/08/2025

“মৃত্যু দূরে নয়, শুধু সময়ের অপেক্ষায় লুকিয়ে আছে প্রতিটি দিনের পাশে”

Address

Kazipara
2200

Alerts

Be the first to know and let us send you an email when শুন্য জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শুন্য জীবন:

Share