16/08/2024
সামাজিক সভ্যতার পতন অনেক আগেই হয়েছে।
আর সভ্য- অসভ্য বিবেচনা করা এখন শুধু নাম মাত্র।
এখন আপনি যা করছেন অপেক্ষা করুন ফল পাবেন। আমাদের প্রতিটা সেকেন্ড পরীক্ষা চলছে।
কি লিখছেন সেই খাতায়!
টপিক টা একবার ভালো করে বুঝে নিন।
এই চলমান খাতায় আপনি না চাইতেই লিখা চলছে, আপনার কর্ম । বিবেচনা হচ্ছে প্রতিটা অক্ষরে, শব্দে ,লাইনে-লাইনে ও পাতায়-পাতায়...।
একবার যদি ভুলে যান আপনার টপিক,অবস্থান ও কোথায় থামতে হবে। তাহলে প্রস্তুত থাকেন আপনি ধাক্কা খাবেন। থামতে আপনাকে হবেই।
আর এর ফলাফল ভোগ করতে প্রস্তুত হন। আপনি না চাইলেও ভোগ করতে হবে।