
06/08/2025
☔🐟 "আজিজুল হক কলেজে মাছ ধরার হিরিক — যেখানে বর্তমান ক্লাস হচ্ছে কাঁদার জলজ জলে!"
বৃষ্টি হলো, জল জমলো… আর সেই জল জমা ক্যাম্পাসেই শুরু হলো ছাত্রজীবনের সবচেয়ে “ভিন্নধর্মী সেমিনার” — ‘মাছ ধরার কর্মশালা’!
একদিকে হোস্টেলের ছেলেরা নিজেদের বুদ্ধিমত্তায় বানাচ্ছে ফিশিং ট্র্যাপ, অন্যদিকে কেউ গামছা ওড়না নিয়ে মাছের পেছনে দৌড়াচ্ছে — আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে কেউ ঘোষণা দিচ্ছে, “আয় ভাই আয়! এইখানে পুটি, টাকি, মাছ উঠছে এই লাইনে!” 😂
কে বলে বৃষ্টিতে ক্যাম্পাসের প্রাণ থেমে যায়?
আজিজুল হকে বরং প্রাণ যেন আরও জেগে ওঠে — ছেলেরা ক্লাস বাদ দিয়ে মাছ ধরায়, মেয়েরা গাছের নিচে দাড়িয়ে দেখে হেসে হেসে বলে, “এই ছেলেরা পরীক্ষায় না পারলেও মাছ ধরায় এম.ফিল!” 😉
শুধু মাছ নয়, জল জমে যে স্মৃতি জমে — সেই হাসি, সেই ডাকে ভেসে আসে জীবনের সবচেয়ে মধুর সময়গুলোর গন্ধ।
এই বৃষ্টির দিনগুলো একদিন খুব মিস করবো… যখন মাছ থাকবে না, কিন্তু এই মাছ ধরার বন্ধুদের গল্প বুকে বাজবে প্রতিদিন।
📍সরকারি আজিজুল হক কলেজ #মাছধরারহিরিক #বৃষ্টি_আর_বন্ধুত্ব #আজিজুলহকস্মৃতি #জলমাখা_জীবন