
31/12/2023
বিগ ক্লাইন্ট ক্লোজিং টিপ্সঃ 😱
২০২১-২২ সালে অনেক লিখালিখি করতাম, এখন আর করা হয় না, ভাবছি আবার শুরু করবো, যারা আমাকে ফাইভার গ্রুপ বাংলাদেশ থেকে চিনেন, তারা একটু কমেন্টস করবেন। 💫
আমরা যারা ক্লাইন্ট মিটিং করতে ভয় পাই, যারা আমার ভাই/বোনেরা একদম নতুন, পুরো কন্টেন্ট তা মন দিয়ে পড়েন , আশা করি ভয় কেটে যাবে। 😊
আপনি যেকোন ইন্ডাস্ট্রি থেকে হোন না কেন, আপনাকে যদি ফ্রিলান্সিং করতে হয়, অবশ্যই ক্লাইন্টদের সাথে কমিউনিকেশন করতে হবে আর এখনকার সময়ে ক্লাইণ্ট দের সাথে কমিউনিকেশন করার সবচেয়ে ভালো আর উত্তম উপায় হলো, ভিডিও/ভিডিও কল। আপনি যদি খুব স্মুথলি ক্লাইন্ট ক্লোজ করতে চান তাহলে আপনি নিজ থেকে তার কাছ থেকে ১০ মিনিট সময় চেয়ে নেন এবং ক্যামেরা অন করে এক্সপ্লেইন করেন সে যা চায় তা আপনি কিভাবে দিবেন।🔥
Rules 01:
Client Expectations ➡️ Exact Presentations➡️ Client Close.
ভাই,
ভয় করে, ক্লাইন্ট সামনে বসা থাকলে মুখ থেকে আর কথা বের হয় না, এই পোস্ট টা টাইমলাইনে রেখে দেন, যখনই ইন্টারভিউ ফেইস করবেন, পড়ে নিবেন।
এই ভয় আপনাকে পেছন থেকে ঝাপটে ধরে রাখবে, এই ভয় আপনাকে এই ক্লাইন্ট কেন এমন আরো ক্লাইন্ট থেকে সড়িয়ে রাখবে, ভাবেন তো আপনার জায়গায় সেইম ইন্টারভিউ টা আরো কেউ করবে , সে কিন্তু ঠিকই ক্লাইন্ট ক্লোজ করে নিবে তাহলে আপনি না কেন?
Be confident Man, Its your life and you have to fight for win 💘
Rule No 02:
Be Confident ➡️ Keep Positive Smile on Face ➡️ Explain Your Own Way ➡️ Note it Down ➡️ Client Close.
ভাই,
যদি ক্লাইন্ট আমার প্রেজেন্টেশন পছন্দ না করে?
নেগেটিভ জিনিস আপনাকে পজিটিভ এর কাছে নিয়ে যাবে, এই ২০-৩০ মিনিটের ইন্টারভিউ তে যা শিখবেন তা আপনাকে আর কেউ শেখাতে পারবেনা না কোন বই না কোন মেন্টর না কোন ভিডিও, রুলস বলে প্রতি ৯টা না এর পর ১ টা হ্যা আসবে আর সেই একটা হ্যা ই পারে পুরো জীবন পরিবর্তন করে দিতে। 💥
২০২৪ সাল আসছে, নিজেকে চ্যালেঞ্জ করার এখনই সময়, গোল নিয়ে আগান আর অবশ্যই এমন গোল সেট করেন যা আপনার সহ আপনার পুরো ফ্যামিলির লাইফ চেইঞ্জ করে দেয়। 💥
এখন না তো কখন করবেন। 🔥
কি মনে হয় পারবেন না?
ইন শা আল্লাহ বলে নিজের দিকে তাকান আপনি অবশ্যই পারবেন।
🔥