NewsBangla

NewsBangla News Bangla Is A News And Media Website In Bangladesh. Here follow the latest & breaking news of home and abroad. News Bangla
Keshabpur. Jessore.

Bangladesh.
01711250356

10/09/2024

বন্ধু মহলের ভিতরে অনেকেই আছেন, যারা রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শ ধারণ করেন। তবে আমি কখনোই তাদেরকে রাজনীতির বিচারে মূল্যায়ন করতে যায়নি। ব্যক্তি সম্পর্কের জায়গা থেকে তাদের সকলকেই বন্ধু হিসেবেই মনে করেছি এবং তারাও আমাকে সেভাবেই মূল্যায়ন করেছে, যেটা তারা এখনো করে।

আশ্চর্যের বিষয় হল বিগত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আমি তাদের মধ্য থেকে কতিপয় দুই একজনের এক ভিন্ন চরিত্র অবলোকন করলাম। যেটা আমার কাছে রীতিমতো অপ্রত্যাশিত এবং আশ্চর্যজনক ছিল!

আমি জানতাম তারা ভিন্নমতের বন্ধু, তারপরও আমি কখনোই তাদেরকে রাজনৈতিক মতের মধ্যে সীমাবদ্ধ রাখিনি। তাদের প্রয়োজনে অপ্রয়োজনে যখনই আমাকে স্মরণ করেছে, আমি চেষ্টা করেছি আমার সামর্থের জায়গা থেকে যতটুকু তাদের জন্য করা যায়, তার সবটুকুই করার চেষ্টা করেছি। বলে রাখা ভালো, তৎকালীন সময়ে আমি ডাকলেও তাদেরকে আমার পাশে পেয়েছি।

কিন্তু ৫ আগস্ট এর পর থেকে কেমন জানি তাদের মধ্য থেকে কতিপয় দুই এক জন ভিন্ন চরিত্রের অধিকারী হয়ে গেল। আমার দৃঢ় বিশ্বাস ছিল, আমার ক্ষেত্রে অবশ্যই তারা অতীতের ন্যায় বন্ধুসুলভ থাকবে, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা আমার কাছে শত্রু ভাবাপন্ন চরিত্রে ধরা দিল। যেটা রীতিমতো আমাকে এক অবাক বিস্ময়ে বিস্মিত করেছে!

বন্ধুত্বের জায়গা থেকে তাদের দুঃসময়ে আমি তাদের পাশে ছিলাম। কিন্তু আমার ক্ষেত্রে তাদের জায়গা থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র পরিলক্ষিত হল। আমি জানিনা, আসলে নেপথ্যে কারণটা কি?

আমার মনে হয়, তারা হয়তো বন্ধুত্বের সংজ্ঞা জানেনা। সে কারণেই সময়ের আবর্তে বন্ধুত্বের জায়গাটিকে ধরে রাখতে এবং বন্ধুত্বের মূল্যায়ন করতে তারা ব্যর্থ হয়েছে।

এসব নিয়ে কথা বলার ইচ্ছা আমার ছিল না। তবে তাদের সঙ্গে আমার রক্তের এবং চরিত্রের একটি পার্থক্য খুঁজে পেলাম। যেটি বলার জন্যই এত কথা_________

তোমরা তোমাদের দুঃসময়ে আমার থেকে সুবিধা নেওয়ার প্রত্যয়ে বন্ধুত্ব করেছিলে, আজ তোমরা সেটিই প্রমাণ করেছো। আর আমি তোমাদের দুঃসময়ে তোমাদের পাশে থাকার জন্যই তোমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম, এবং সেই বন্ধুত্বের মর্যাদা রক্ষা করে চলেছি বিগত দিনগুলোতে।

নিজ বিবেকের কাছে প্রশ্ন করিও, আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি! উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ।

আমার শরীরে প্রবাহমান রক্ত এবং আমার চরিত্রের সঙ্গে তোমাদের রক্ত এবং চরিত্রের পার্থক্য এবং ব্যবধান টুকু স্পষ্ট করলাম। অবশ্যই আজ আমি এটা বাধ্য হয়েছি। তোমরাই আমাকে বাধ্য করেছো।

যদিও এসব নিয়ে তোমাদের প্রতি আমার কোন অভিযোগ নেই। অন্তরের গভীরে কিছুটা কষ্ট রয়েছে বৈকি!

আমি জানি, কিছু মানুষ এমনই হয়। তারা স্বার্থের প্রয়োজনে বন্ধুত্বের সৃষ্টি করে, আবার স্বার্থ শেষ হলেই সেই বন্ধুত্বের বলি দিতে এক মুহূর্তও ভাবেনা। তবে এমনটি একেবারেই ঠিক নয়। নিঃশ্চয়ই আমার রব মহান আল্লাহ এমন মানসিকতা/চরিত্র পছন্দ করেন না। তাই আমাদের উচিত এইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।

আমার আজকের এই কথায় কষ্ট পেলে নিজ গুনে আমাকে ক্ষমা করে দিও। আমি শুধুমাত্র ঘটমান বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। এর বাইরে কিছু নয়।

যাই হোক, সবকিছুর পরেও আমার কাছে বন্ধুত্বের অর্থ এবং ব্যাপ্তি মোটেও সংকীর্ণ নয়। আমার কাছে বন্ধুত্বের বিশালতা আকাশের মত বৃহৎ এবং সীমাহীন।

মন চাইলে সন্ধ্যায় চা খাইতে এসো।
ব্যাপার নাহ, ঠিক আগের মতই হাসি-আনন্দে জমে যাবে আমাদের চায়ের আড্ডা।
@কপি

Address

Keshabpur

Alerts

Be the first to know and let us send you an email when NewsBangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NewsBangla:

Share