18/12/2024
চ্যানেল Rtv এর জনপ্রিয় টকশো "গোলটেবিল বৈঠক"আলোচনার বিষয়: নির্বাচন : ২৬ না ২৫?সঞ্চালক : ড. সাইফুল হক। প্রযোজক : বেলায়েত হোসেন।আলোচক:১.বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক,সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া২. সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।৩. জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ০৪. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির মুখপাত্র উমামা ফাতিমা৫.ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট সোশ্যাল একটিভিস্ট সাইয়েদ আবদুল্লাহএবং৬. কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।