21/03/2025
একটি বাঘ ও গাধার গল্প।।। এক বাঘ আর এক গাধা একটি বনে বাস করত।হঠাৎ একদিন দু জনের মধ্যে বিরাট ঝগড়া বিবাদ লেগে যায়। বিষয় টা হলো গাধাটি বলে ঘাসের রং নীল,বাঘ বলে এজন্যই তোমাকে গাধা বলে।দেখঃ না ঘাসের রং সবুজ।দু জনের মধ্যে বড় টর্কে লাগে।তাই সিদ্ধান্ত নিল সিংহের কাছে যাবে।পরদিন সিংহের কাছে যেতে লাগলো। সিংহ বিচার করবেন,ঘাসের রং নীল নাকি সবুজ কার কথা সঠিক। সিংহ বিচার শুরু করতে লাগল,ঘাসের কথা বাদ দিয়ে আগে বাঘকে বন্দী করো তাকে তিন বছরের জন্য খাচায় বন্দী হয়ে গেল।নাচতে নাচতে মহা খুশিতে বনে ফিরে গেল।আর বাঘটা কাঁদতে কাঁদতে বলল,মহারাজ আমিতো ঠিক কথাই বললাম ঘাসের রং সবুজ,তবুও আমাকেই কেন বন্দী করলেন?সিংহ বলল তুমি ঠিক কথায় বলছ,ঘাসের রং সবুজ।কিন্তু তোমার অপরাধ হলো সঠিক সময়ে সঠিক কাজ না করে তুমি মুর্খ গাধার সাথে ঝগড়া করে সময় নষ্ট করেছ।তুমি বাঘ ও গাধা তোমার সন্মান আছে না? লজ্জা করে না তোমার? সেই অপরাধে তোমাকে বন্দী করছি।বি:দ্র:মূর্খের সাথে ঝগড়া করা মানে শুধু শুধু সময় নষ্ট করা নিজেকে মুর্খ প্রমাণ করা।A tiger and a donkey lived in a forest. Suddenly one day, a big fight broke out between the two. The donkey said that the grass was blue, and the tiger said that's why he called you a donkey. Look, the grass was green. There was a big fight between the two. So he decided to go to the lion. The next day he started going to the lion.The lion will judge, whose opinion is correct, the color of the grass is blue or green. The lion began to judge, leaving aside the matter of the grass, first imprison the tiger. He was imprisoned in a cage for three years. He danced and returned to the forest with great joy. And the tiger cried and said,Your Majesty, I said the right thing, the grass is green, but why did you imprison me?" The lion said, "You are right, the grass is green. But your crime is that you did not do the right thing at the right time, and you wasted your time arguing with the stupid donkey." You are a tiger and a donkey. Don't you have any respect? Aren't you ashamed?I am imprisoning you for that crime. Note: Arguing with a fool only means wasting time and proving yourself a fool.