The Light of Islam/ইসলামের আলো

The Light of Islam/ইসলামের আলো Allah is almighty. Subhanallah, Alhamdulillah

আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ সাঃ
26/09/2025

আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ সাঃ

26/09/2025

✍️জুমার দিনের ফজিলত ও আমল✅রাসুলুল্লাহ(সাল্লাল্লাহু-আলাইহি-ওয়াসাল্লাম) বলেন,👇

সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। অতএব তোমরা এই দিনে আমার ওপর "অধিক পরিমাণে দরুদ পাঠ" করো। কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে। (আবু দাউদ)

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু-আলাইহি-ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, যদি তার নিকট থাকে। তারপর জুমার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যায়। নির্ধারিত নামাজ আদায় করে।

তারপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত চুপ করে থাকে। তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত সমস্ত সগিরা গুনাহর জন্য কাফ্ফারা হবে।

*আল্লাহ তা'আলা ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো'।

'অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও'। (সুরা জুমআ: ৯ ও ১০)

রাসুল (সাল্লাল্লাহু-আলাইহি-ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে তার জন্য দুই জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে।

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে, তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে আল্লাহ তা কবুল করেন। (আবু দাউদ)।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি (ইচ্ছা করে) অলসতাবশত তিনটি জুমআ ছেড়ে দেবে, আল্লাহ তাআলা তার হৃদয়ে মোহর মেরে দেন।’(মুসলিম)

হাদিসের আলোকে জুমার দিনের আমল সমূহঃ
১. পরিচ্ছন্নতার অংশ হিসেবে চুল ও নখ কাটা।
২. মিস্ওয়াক করা।
৩. জুমা’র দিনে উত্তমরূপে গোসল করা।
৪. জুমা’র নামাজের জন্য সুগন্ধি ব্যবহার করা।
৫. গায়ে তেল ব্যবহার করা।
৬. উত্তম পোশাক পরিধান করে জুমা আদায় করা।
৭. পায়ে হেঁটে মসজিদে যাওয়া।
৮. মুসুল্লীদের ডিঙিয়ে সামনের দিকে এগিয়ে না যাওয়া।
৯. মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা।
১০. জুমা’র দিনে সূরা কাহাফ পড়া।
১১. এ দিন বেশি বেশি দোয়া করা।
১২. জুমা’র দিন ও রাতে বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা।
*আল্লাহু রব্বুল-আলামিন আমাদের সকলকে জুমার দিনের আমল ও করার তৌফিক দান করুন আমিন ✅

Alhamdulillah /আলহামদুলিল্লাহ
23/09/2025

Alhamdulillah /আলহামদুলিল্লাহ

23/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ সাঃ হে আল্লাহ এই জুমার দিনের উছিলায় সকলের কবরের আযাব মাফ করে দিন,...
19/09/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ সাঃ

হে আল্লাহ এই জুমার দিনের উছিলায় সকলের কবরের আযাব মাফ করে দিন, ঈমান ও আমল বৃদ্ধি করে দিন। আমিন

05/09/2025

আচ্ছালামুয়ালাইকুম
জুম্মা মোবারক

হে আল্লাহ! এ জুম্মার দিনে কবরে শুয়ে থাকা প্রতিটি পিতা-মাতাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন

আল্লাহুম্মা ছল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম আলাইহি,
05/09/2025

আল্লাহুম্মা ছল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম আলাইহি,

30/08/2025

★তোমাদের মধ্যে সর্ব উত্তম, ঐ ব্যক্তি, যিনি কোরআন মাজীদ শিক্ষা করেন, এবং অপরকে শিক্ষা দেন!!

Address

Khagrachari Sadar. Khagrachari. Chittagong.
Khagrachari
4400

Telephone

+8801925858611

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Light of Islam/ইসলামের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Light of Islam/ইসলামের আলো:

Share