Shah Alam Fahim

Shah Alam Fahim পৃথিবীটা একটা নাট্যমঞ্চ

১০ হাজার অশ্বারোহী ৩০ হাজার পদাতিক সেনাবাহিনী নিয়েও সিরাজউদ্দৌলা মাত্র ৩ হাজার ব্রিটিশ সেনার কাছে পরাজিত হন।  কেবল মীরজ...
06/07/2025

১০ হাজার অশ্বারোহী
৩০ হাজার পদাতিক সেনাবাহিনী নিয়েও সিরাজউদ্দৌলা
মাত্র ৩ হাজার ব্রিটিশ সেনার কাছে পরাজিত হন।
কেবল মীরজাফরদের কারণে।

২৪ এর বিপ্লব যেন পরাজিত না হয় ক্ষমতা লোভী মীরজাফরদের কারণে।
হে তরুণরা জেগে থাকো, আর যেন সিরাজউদ্দৌলার মত করুন পরিণতি দেখতে না হয় আমাদের। ভারতীয় ষড়যন্ত্রকারীদের রুখে দাও।
লর্ড ক্লাইভরা আমাদের ঐক্যে ফাটল ধরাবে।
আমাদের মনে সন্দেহ তৈরি করবে।
আমাদের ক্ষমতা ও অর্থের লোভ দেখাবে।
লর্ড ক্লাইভরা জানে আমরা হীনমন্য।
আমরা স্বার্থপর।

এবার আমাদের প্রমাণ করতে হবে
আমরা আর পরাজিত হবো না।
এবার আমরা ইতিহাস তৈরি করব।
✍️ Masum Mahbub

06/07/2025

হারামের বিলাসিতা দেখে আফসোস করবেন না, বরং শুকরিয়া আদায় করুন যে, আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচিয়ে রেখেছেন!
আলহামদুলিল্লাহ

05/07/2025

হকি, ক্রিকেট, ফুটবল 🇧🇩🔥🔥

Congratulations BD🇧🇩 Cricket Team
05/07/2025

Congratulations BD🇧🇩 Cricket Team

03/07/2025

আশুরার রোজা কবে রাখবো?

ইসলামের একটি ফজিলতপূর্ণ ও বরকতময় দিন হলো আশুরা—মুহাররম মাসের ১০ তারিখ। এই দিনে রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সওয়াবের কাজ।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“রমজানের রোজার পর সবচেয়ে উত্তম রোজা হলো মুহাররম মাসের রোজা।”
(সহীহ মুসলিম, হাদীস: ২৮১৩)

এই বছরের আশুরার রোজার সময়সূচি (২০২৫):

৯ মুহাররম: ৫ জুলাই (শুক্রবার)

১০ মুহাররম (আশুরা): ৬ জুলাই (শনিবার)

কমপক্ষে রোজা রাখার পদ্ধতি:

শুধু ৬ জুলাই – আশুরার দিন একদিন রোজা রাখা।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন ইহুদীদের থেকে পৃথক হতে, তাই তিনি আশুরার একদিনের সঙ্গে আগে বা পরে আরও একদিন রোজা রাখতে বলেছেন।

আশুরার রোজার ফজিলত

এই রোজা গত এক বছরের ছোট (সগিরা) গুনাহ মাফ করে দেয়।

হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন:
“রমজানের ফরজ রোজা ছাড়া অন্য কোনো রোজার এত গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না, যতটা তিনি আশুরার রোজাকে দিতেন।”
(সহীহ বুখারী, হাদীস: ২০০৬)

মদীনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবীদেরকেও রোজা রাখতে বলেছেন।

পরিবারকে রোজার প্রতি উৎসাহ দিন

এই রোজা শুধু নিজের জন্য নয়, বরং ছোটদেরকেও এর গুরুত্ব বোঝানো উচিত।
এই দিন আল্লাহর পক্ষ থেকে এক অপার রহমত ও ক্ষমার সুযোগ।

আল্লাহ আমাদের সবাইকে আশুরার রোজা রাখার তাওফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের আমল কবুল করুন। আমিন।

৬ জুলাই আশুরার রোজা রাখতে ভুলবেন না ইনশাআল্লাহ।

#লেখিকা_মনিরা_মনি

আহ!পুরুষ
03/07/2025

আহ!পুরুষ

01/07/2025
25/06/2025

HSC/সমমান পরীক্ষার্থী -2025 সবার জন্যে থাকল শুভকামনা 💙❤️

Address

Khagrachari
4500

Telephone

+8801617864855

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shah Alam Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shah Alam Fahim:

Share