03/07/2025
আশুরার রোজা কবে রাখবো?
ইসলামের একটি ফজিলতপূর্ণ ও বরকতময় দিন হলো আশুরা—মুহাররম মাসের ১০ তারিখ। এই দিনে রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সওয়াবের কাজ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“রমজানের রোজার পর সবচেয়ে উত্তম রোজা হলো মুহাররম মাসের রোজা।”
(সহীহ মুসলিম, হাদীস: ২৮১৩)
এই বছরের আশুরার রোজার সময়সূচি (২০২৫):
৯ মুহাররম: ৫ জুলাই (শুক্রবার)
১০ মুহাররম (আশুরা): ৬ জুলাই (শনিবার)
কমপক্ষে রোজা রাখার পদ্ধতি:
শুধু ৬ জুলাই – আশুরার দিন একদিন রোজা রাখা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন ইহুদীদের থেকে পৃথক হতে, তাই তিনি আশুরার একদিনের সঙ্গে আগে বা পরে আরও একদিন রোজা রাখতে বলেছেন।
আশুরার রোজার ফজিলত
এই রোজা গত এক বছরের ছোট (সগিরা) গুনাহ মাফ করে দেয়।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন:
“রমজানের ফরজ রোজা ছাড়া অন্য কোনো রোজার এত গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না, যতটা তিনি আশুরার রোজাকে দিতেন।”
(সহীহ বুখারী, হাদীস: ২০০৬)
মদীনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবীদেরকেও রোজা রাখতে বলেছেন।
পরিবারকে রোজার প্রতি উৎসাহ দিন
এই রোজা শুধু নিজের জন্য নয়, বরং ছোটদেরকেও এর গুরুত্ব বোঝানো উচিত।
এই দিন আল্লাহর পক্ষ থেকে এক অপার রহমত ও ক্ষমার সুযোগ।
আল্লাহ আমাদের সবাইকে আশুরার রোজা রাখার তাওফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের আমল কবুল করুন। আমিন।
৬ জুলাই আশুরার রোজা রাখতে ভুলবেন না ইনশাআল্লাহ।
#লেখিকা_মনিরা_মনি