27/09/2025
আপনার বোনকে বিহারে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো: মোদিকে ওয়াইসি
অক্টোবর-নভেম্বরে ভারতের বিহারে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এরইমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার চলছে জোরেশোরে। অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতির আবহ। বিতর্কের উপাদানে নতুন মাত্রা যোগ করেছে *'বাংলাদেশি 'অনুপ্রবেশকারী'* ইস্যু। এর জেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পাল্টা জবাবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও টেনে এনেছেন সর্বভারতীয় ⭐মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।⭐
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম 🌐 এনডিটিভি।