Shah Alam Fahim

Shah Alam Fahim পৃথিবীটা একটা নাট্যমঞ্চ

22/09/2025

“দেখেন এখন আল্লাহ যদি আমাকে হেদায়েতও করে হেদায়েতখানা আপাতত পোস্টপন্ড করে রাখতে হবে। আমি যদি এখন মাথায় কাপড়ও দেই, সবাই বলবে আমি শিবির হয়ে গেছি।"

শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)

সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

, 22/09/2025

21/09/2025

মনিটাইজেশন পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত:📌

ফলোয়ার সংখ্যা: আপনার পেজে কমপক্ষে ৫,০০০ ফলোয়ার থাকতে হবে।

ভিডিও ভিউ: গত ৬০ দিনে ভিডিওতে কমপক্ষে ৫০,০০০ ভিউ থাকতে হবে।

মনিটাইজেশন নীতিমালা: আপনার কনটেন্ট ফেসবুকের মনিটাইজেশন এবং কমিউনিটি নীতিমালা মেনে চলতে হবে, যেমন কপিরাইট এবং অন্যান্য নিয়ম।

প্রফেশনাল মোড: প্রোফাইল ব্যবহার করলে, আপনাকে প্রফেশনাল মোড চালু করতে হবে।

আবেদন প্রক্রিয়া:-
প্রফেশনাল মোড চালু করুন (প্রোফাইল ব্যবহার করলে): Meta Business Help Center (প্রোফাইলে গিয়ে থ্রি ডট মেনু থেকে)।
Creator Studio-তে যান: Business.facebook.com/creatorstudio এ লগইন করুন।

মনিটাইজেশন অপশনটি খুঁজুন: বাম পাশে থাকা Monetization অপশনে ক্লিক করুন।

আবেদন করুন: আপনার পেজ মনিটাইজেশনের জন্য যোগ্য হলে, Apply বাটনটিতে ক্লিক করে আবেদন করুন।

আয়ের অর্থ উত্তোলন :-
মনিটাইজেশন চালু করার পর আপনি পে-আউট অপশন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন।
উপযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার পরে, আপনার উপার্জিত অর্থ সেই অ্যাকাউন্টে জমা হবে।

আরও ভালো পারফরম্যান্সের জন্য টিপস:-
সক্রিয় থাকুন: দর্শকদের সাথে কমেন্ট বা লাইভে কথা বলুন এবং এনগেজমেন্ট বাড়ান।

আকর্ষণীয় রিলস তৈরি করুন: রিলস এখন জনপ্রিয়, তাই আকর্ষণীয় ও ট্রেন্ডিং কনটেন্ট তৈরি করে দ্রুত ফলোয়ার বাড়ান।

বৈচিত্র্যপূর্ণ কনটেন্ট: ভিডিও, রিলস, ছবি, টেক্সট ইত্যাদি ধরনের কনটেন্ট তৈরি করুন।
______ধন্যবাদ সবাইকে

18/09/2025

গণভোটে সম্মত হয়েছে বিএনপি
সুত্র:👇

18/09/2025

সংসদীয় সীমানায় কম পড়ায় যদি তোমরা মারামারি কর, থানা ভাঙ্গচুর কর তাহলে দেশভাগে বাধা দেওয়া ত খুবই স্বাভাবিক বলে মনে হচ্ছে। 🖐️ আমি স্বাধীনতার পক্ষে।

: প্রসঙ্গ রাজাকার ও নির্বাচনী সীমানা নির্ধারণ।©️

17/09/2025

গণভোটের মাধ্যমে
জুলাই সনদ এর বৈধতা নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের।

Group photo
15/09/2025

Group photo

দল কি তার বিচার করবে?
10/09/2025

দল কি তার বিচার করবে?

10/09/2025

আবিদুল ইসলাম যে পরিমাণ ভোট পেয়েছে, তা তার ব্যক্তিগত ইমেজে পেয়েছে, যদি আবিদ স্বতন্ত্র প্রার্থী হতো আরও বেশী ভোট পেত বলে আমি বিশ্বাস করি, আশা করি আবিদ তার ইমেজ ধরে রাখবে, এবং দেশের কল্যাণে নিজের লিডারশিপ কাজে লাগাবে, আমি আবিদের মঙ্গল কামনা করছি, জুলাই যোদ্ধা হিসেবে তার পাশে থাকব সবসময় ❤️✅

যে শিবির আমাদের ছেলে মুহির মতো মানুষ তৈরি করে আমি নির্দিধায় বলতে পারি- সে শিবিরই সবচেয়ে ভালো। আমাদের ছাত্র মুহি (মহিউদ্দ...
10/09/2025

যে শিবির আমাদের ছেলে মুহির মতো মানুষ তৈরি করে আমি নির্দিধায় বলতে পারি- সে শিবিরই সবচেয়ে ভালো।

আমাদের ছাত্র মুহি (মহিউদ্দিন খান) যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক হয়ে থাকে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি সেই শিবিরই সবচেয়ে ভালো।
তার অনার্সের রেজাল্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট ৩.৯৭ আউট অফ ৪ ও মাস্টার্স প্রথম বর্ষে সে ৪.০০ আউট অফ ৪.০০ পেয়েছে।

আমি মুহিকে আমার ক্লাসে সবচেয়ে ভালো নম্র ভদ্র মার্জিত ও মেধাবী স্টুডেন্ট হিসেবে পেয়েছি। সে ক্লাসের অন্য দশজন শিক্ষার্থীর চেয়ে অমায়িক ছিলো, পরিপাটি ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল ছিলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এই বয়সের একটা ছেলের ধার্মিকতা দেখে যে কেউ অবাক হবে, কৌতুহল জাগবে।

আমি তার এই চলাফেরাকে মার্ক করেছি কিন্তু কল্পনাও করিনি যে তাকে শিবিরই এভাবে তৈরি করেছে।

🎙️ শেহরীন আমিন মোনামি
অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

09/09/2025

ডাকসুতে ভোটারকে আগে পূরণকৃত ব্যালট দেয়ায় পোলিং অফিসার প্রত্যাহার। আগে থেকে ব্যালট পেল কোথায়? কার পক্ষে পূরণ করা ছিল?

Address

Khagrachari
4500

Telephone

+8801617864855

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shah Alam Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shah Alam Fahim:

Share