
22/07/2025
রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজারে ৭ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে মোঃ শাহীন (৫৩) নামের চা দোকানিকে আটক করেছে রামগড় থানা পুলিশ। অভিযুক্ত মোঃ শাহীন রসুলপুর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে এবং নাকাপা বাজারে চায়ের দোকান চালায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটি হলে শিশুটি বাড়ি ফেরার পথে শাহীন তাকে খাবারের লোভ দেখিয়ে দোকানের পেছনে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে মোটরসাইকেলে করে বাড়ির সামনে নামিয়ে দেয়। শিশুটির মা ও নানি শিশুটির শরীরে রক্ত দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন। এরপর শিশুকে দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।