রামগড় লাইভ নিউজ

রামগড় লাইভ নিউজ সময়ের সাথে আগামীর রামগড়।

আজ শুক্রবার (১০ অক্টোবর) বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। প্রতি বছরের মতো এ বছরও অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার ...
10/10/2025

আজ শুক্রবার (১০ অক্টোবর) বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। প্রতি বছরের মতো এ বছরও অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।

১৯৯৬ সালে আন্তর্জাতিক ডিম কমিশনের (International Egg Commission-IEC) উদ্যোগে বিশ্ব ডিম দিবস পালনের সূচনা হয়। এরপর থেকে প্রতিবছর এই দিনে ডিমের পুষ্টিগুণ ও খাদ্যতালিকায় এর গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিনটি পালিত হচ্ছে।

খাগড়াছড়ির রামগড়ে রামগড় জোন কম্পিউটার ক্লাবের ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনু...
09/10/2025

খাগড়াছড়ির রামগড়ে রামগড় জোন কম্পিউটার ক্লাবের ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ক্লাবের নিজস্ব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্সে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

রামগড় প্রতিনিধি ||খাগড়াছড়ির রামগড় পৌর শহরের টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়নকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়...
09/10/2025

রামগড় প্রতিনিধি ||
খাগড়াছড়ির রামগড় পৌর শহরের টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়নকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম ৭২ কোটি ৪১ লক্ষ ৪৮ হাজার ৪২০ টাকার বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণার শুরুতে পৌরসভার হিসাবরক্ষক মো. শাহ আলম ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা সকলের সামনে উপস্থাপন করেন। বাজেটে স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি, শিক্ষা, আইসিটি, বিদ্যুৎ, সংস্থাপন ব্যয়, কর আদায়, জাতীয় দিবস উদ্যাপন, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, সাহায্য-সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ, পানি শাখা, মার্কেট, যাত্রী ছাউনি, সড়ক ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন খাতে মোট ৬৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

সভায় বক্তারা রামগড় পৌরসভার উন্নয়নকে টেকসই ও পরিকল্পিতভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রামগড় থানার অফিসার ইনচার্জ ও দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মো. মঈন উদ্দিন, রামগড় সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মংসাজাই মারমা, উপজেলা প্রকৌশলী নাঈমুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান, সাবেক শিক্ষা কর্মকর্তা রামেশ্বশীলসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রামগড় প্রতিনিধি ॥রামগড় বাজারের এক মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে পায়ের পচনে ভুগছিলেন। ক...
08/10/2025

রামগড় প্রতিনিধি ॥
রামগড় বাজারের এক মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে পায়ের পচনে ভুগছিলেন। কথা বলতে না পারায় তিনি কাউকে নিজের কষ্টের কথাও জানাতে পারছিলেন না।

আজ বুধবার ৮ অক্টোবর ওই অসহায় ব্যক্তিকে দেখতে পেয়ে রামগড় ছাত্রদলের নেতৃবৃন্দ মানবিক উদ্যোগে তাকে রামগড় সরকারি হাসপাতালে ভর্তি করেন। রামগড় বিএনপি পরিবারের সহযোগিতায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সম্প্রতি খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় সাংবাদিকদের ওপর হামলা, পেশাগত দায়িত্ব পালনে বাধা, প্রাণনাশের হুমকি ও সাইবার ...
08/10/2025

সম্প্রতি খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় সাংবাদিকদের ওপর হামলা, পেশাগত দায়িত্ব পালনে বাধা, প্রাণনাশের হুমকি ও সাইবার বুলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাংবাদিক সমাজে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা ও সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা দাবিতে জেলার সাংবাদিকরা একযোগে কর্মবিরতি পালন করছেন।

সাংবাদিক নেতারা জানিয়েছেন, বারবার সাংবাদিকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

08/10/2025

যাওয়ার পথে হঠাৎ সাকুরা বাসে আ/গু/ন লাগে। যাত্রীরা আ/ত/ঙ্কে বাস থেকে বেরিয়ে প্রাণে বাঁচে।

07/10/2025

অদৃশ্য শক্তি রক্ষা করছে কিশোর গ্যাংকে, আবারও হামলার শিকার সরওয়ার হোসেন, রামগড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ১৫ দিনের ব্যবধানে দুই হামলা। উপজেলা প্রশাসন রামগড়

রামগড় প্রতিনিধি |রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি সরোয়ার হোসেনকে লক্ষ্য করে দুইবার ধাক্কা ও মারধরের পরে গত ২৭ সেপ...
07/10/2025

রামগড় প্রতিনিধি |
রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি সরোয়ার হোসেনকে লক্ষ্য করে দুইবার ধাক্কা ও মারধরের পরে গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরাতে ফের এক দল মাদকাসক্ত দুর্বৃত্তে তার উপর আবারও সশস্ত্র ও বর্বরোচিত হামলা চালায়। গত ২৬ আগস্ট ২০২৫ ইং প্রথম হামলার পর থানায় অভিযোগ দেয়ার পরও অভিযুক্তদের দ্বারা দ্বিতীয়বারের এই আক্রমণ ঘটে। পরে গুরুতর অবস্থায় রামগড় হাসপাতাল থেকে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয় এবং আট দিন চিকিৎসার পরে বর্তমানে তিনি স্কুল আঙ্গিনায় বাড়িতে বিশ্রামে আছেন।

আহত সরোয়ার হোসেনের পরিবার ও স্কুল সূত্রে জানা গেছে, এইবারের হামলায় তার স্মৃতিশক্তিতেও অনিয়ম তৈরি হয়েছে, তিনি অনেককে চিনতে পারছেন না। পরিবার বলছে, সরোয়ার দীর্ঘ দিন ধরে স্কুল সীমানায় চোরাকারবারির পণ্য পারাপার, মাদকসেবন ও মাদকবিক্রয়ের মতো অনৈতিক কার্যক্রমে বাধা দেওয়ায় কিছু দলগত মাদকাসক্ত ও দুষ্কৃতীরা তাকে টার্গেট করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি |পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে সোমবার (৬ অক্টোবর) আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধদের অ...
07/10/2025

খাগড়াছড়ি প্রতিনিধি |
পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে সোমবার (৬ অক্টোবর) আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা পালন করা হয়েছে।

সকালের পর থেকেই দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বৌদ্ধ ভক্তরা অংশ নেন নানা ধর্মীয় অনুষ্ঠানে। প্রতিটি বিহারে অনুষ্ঠিত হয় বৌদ্ধ পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, ফুলপূজা, বুদ্ধপূজা, পঞ্চশীল প্রার্থনা ও বুদ্ধমূর্তি দান।

এছাড়াও সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং ভিক্ষুদের পিণ্ডদান করেন ভক্তরা। উৎসবমুখর পরিবেশে সারাদিন চলা এই ধর্মীয় আয়োজনে ছোট-বড় সকল বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন।

প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আত্মশুদ্ধি, দান ও ভক্তির প্রতীক হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে।

রামগড় প্রতিনিধি |আজ সোমবার (৬ অক্টোবর ২০২৫) রামগড় উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ব্যাপক গণসংযোগ কার্যক্রম অনু...
06/10/2025

রামগড় প্রতিনিধি |
আজ সোমবার (৬ অক্টোবর ২০২৫) রামগড় উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ব্যাপক গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা স্থানীয় বাজার, দোকানপাট ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে দলীয় নীতিমালা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

নেতৃবৃন্দরা বলেন, জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। তারা সকলকে সত্য, ন্যায় ও উন্নত বাংলাদেশের পথে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।

#গণসংযোগ #রামগড়জামায়াত #বাংলাদেশজামায়াতে_ইসলামী_রামগড়

রামগড় প্রতিনিধি |চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা ...
06/10/2025

রামগড় প্রতিনিধি |
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহারের নির্দেশনায় ১নং বাগানবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর নবীর নেতৃত্বে ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করেন।

স্থানীয়রা জানান, বাগানবাজার ইউনিয়ন ফটিকছড়ির অন্যতম অবহেলিত অঞ্চল। বিগত সরকারগুলোর সময়ে এখানকার উন্নয়নের ছোঁয়া তেমনভাবে লাগেনি। এখনো ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলো কাঁচা অবস্থায় রয়েছে, যার ফলে বর্ষাকালে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর।

বিএনপি নেতাকর্মীদের এই স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার স্রোত বইছে। তারা আশা করছেন, ভবিষ্যতে স্থায়ীভাবে সড়কগুলো পাকা করার উদ্যোগ নেওয়া হবে।

Address

Khagrachari

Alerts

Be the first to know and let us send you an email when রামগড় লাইভ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share