09/10/2025
রামগড় প্রতিনিধি ||
খাগড়াছড়ির রামগড় পৌর শহরের টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়নকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম ৭২ কোটি ৪১ লক্ষ ৪৮ হাজার ৪২০ টাকার বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণার শুরুতে পৌরসভার হিসাবরক্ষক মো. শাহ আলম ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা সকলের সামনে উপস্থাপন করেন। বাজেটে স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি, শিক্ষা, আইসিটি, বিদ্যুৎ, সংস্থাপন ব্যয়, কর আদায়, জাতীয় দিবস উদ্যাপন, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, সাহায্য-সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ, পানি শাখা, মার্কেট, যাত্রী ছাউনি, সড়ক ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন খাতে মোট ৬৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
সভায় বক্তারা রামগড় পৌরসভার উন্নয়নকে টেকসই ও পরিকল্পিতভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে রামগড় থানার অফিসার ইনচার্জ ও দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মো. মঈন উদ্দিন, রামগড় সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মংসাজাই মারমা, উপজেলা প্রকৌশলী নাঈমুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান, সাবেক শিক্ষা কর্মকর্তা রামেশ্বশীলসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।