রামগড় লাইভ নিউজ

রামগড় লাইভ নিউজ সময়ের সাথে আগামীর রামগড়।

রামগড় প্রতিনিধি |ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে রামগড় উপজেলার এস.এস.সি-২০২৫ইং পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থ...
13/09/2025

রামগড় প্রতিনিধি |
ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে রামগড় উপজেলার এস.এস.সি-২০২৫ইং পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রামগড় ছাত্রদল কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন জনাব ওয়াদুদ ভূইয়া, সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ জসিম উদ্দিন, সভাপতি, রামগড় উপজেলা বিএনপি।

সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার ১৩ সেপ্টেম্বর সকালে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

রামগড় প্রতিনিধি |আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ইজিবাইক চালক সমবায় সমিতি লিম...
12/09/2025

রামগড় প্রতিনিধি |
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ইজিবাইক চালক সমবায় সমিতি লিমিটেড-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সোনাইপুল তানিশা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় চালকদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়। বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত সদস্যদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত সদস্যরা চালক সমিতির কার্যক্রম, সার্বিক সহযোগিতা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। বিএনপি নেতৃবৃন্দ এই মতবিনিময়কে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

রামগড় প্রতিনিধি |গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫ইং রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় ব...
12/09/2025

রামগড় প্রতিনিধি |
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫ইং রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় বাল্যবিবাহের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

অভিযানের খবর পেয়ে পাত্র, পাত্রের পিতা ও কনের পিতা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে উপস্থিত স্বাক্ষীদের বক্তব্য ও কাগজপত্র যাচাই করে বাল্যবিবাহ সম্পাদনের সত্যতা পাওয়া যায়।

এসময় বাল্যবিবাহে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকার দায়ে কনের নানা আবুল হাশেমকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ইং অনুযায়ী ৫০ হাজার টাকা এবং পাত্রের ভাই মো. মনির হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জানানো হয়, বাল্যবিবাহের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

09/09/2025

ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদেক কায়েম এবং জি.এস পদে ফরহাদ নির্বাচিত হয়েছেন।

রামগড় প্রতিনিধি |খাগড়াছড়ির রামগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স...
08/09/2025

রামগড় প্রতিনিধি |
খাগড়াছড়ির রামগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি। ০৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে উপজেলার সোনাইপুল বাজারের সীমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রেস্টুরেন্ট মালিকপক্ষকে ভবিষ্যতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

07/09/2025

রামগড়ে ভয়াবহ বজ্রপাত হচ্ছে।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন

রামগড় প্রতিনিধি |রামগড়ে পাতাছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮টি দোকান পুড়ে ছারখার, খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনি...
05/09/2025

রামগড় প্রতিনিধি |
রামগড়ে পাতাছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮টি দোকান পুড়ে ছারখার, খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের পাতাছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই বাজারের অন্তত ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছারখার হয়ে যায়।

এ ঘটনায় ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

05/09/2025

রামগড়ে পাতাছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান ভস্মীভূত।

রামগড় প্রতিনিধি |বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্...
04/09/2025

রামগড় প্রতিনিধি |
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম আমজাদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার আমজাদ মেডিকেল হল-এ সরকারি নিবন্ধনবিহীন একজন ভূয়া চিকিৎসককে চক্ষু চিকিৎসা করতে দেখা যায়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ ভূয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল জানায়, শুধুমাত্র জরিমানা যথেষ্ট নয়। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। তাই অভিযুক্ত ভূয়া চিকিৎসককে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড দেওয়ার দাবি জানিয়েছেন তারা, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

03/09/2025

রামগড় প্রতিনিধি |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকালে শোভাযাত্রাটি রামগড় উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রামগড় প্রতিনিধি |রামগড়ে অনলাইন ক্যাসিনো জুয়ার ভয়াবহ বিস্তারের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে রামগড় পৌর ছাত্রদ...
03/09/2025

রামগড় প্রতিনিধি |
রামগড়ে অনলাইন ক্যাসিনো জুয়ার ভয়াবহ বিস্তারের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে রামগড় পৌর ছাত্রদল। আজ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং, পৌরসভার ৭নং ওয়ার্ডে দোকানে-দোকানে লিফলেট বিতরণ ও সেঁটে দেওয়া হয়।

কর্মসূচিতে রামগড় পৌরছাত্রদলের সদস্য সচিব. জাহিদ অন্তর বলেন, সাম্প্রতিক সময়ে অনলাইন ক্যাসিনো জুয়ার মারাত্মকভাবে বিস্তার ঘটেছে। এতে শুধু তরুণ সমাজ নয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবারে অশান্তি, অর্থনৈতিক ধ্বংস আর সামাজিক অবক্ষয়ের মূল কারণ হয়ে উঠছে এই অনলাইন জুয়া।

ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এবং অনলাইন ক্যাসিনো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি | রামগড় উপজেলার কালাড়েবা সুইজগেটে গোসল করতে নেমে এক অজ্ঞাতনামা ব্যক্তি ডুবে মারা গেছেন। সোমবা...
01/09/2025

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি |
রামগড় উপজেলার কালাড়েবা সুইজগেটে গোসল করতে নেমে এক অজ্ঞাতনামা ব্যক্তি ডুবে মারা গেছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ব্যক্তি গোসল করতে নামার কিছুক্ষণ পর থেকেই তাকে পানিতে ভাসতে দেখা যায়নি। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পরে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রামগড় ফায়ার সার্ভিস।

Address

Khagrachari

Alerts

Be the first to know and let us send you an email when রামগড় লাইভ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share