KGC MEDIA

KGC MEDIA News And Media

24/02/2025

ভয়াবহ আগুনে পুড়ে গেল সাজেকের মনটানা রেষ্টুরেন


29/01/2025

জাতীয় নারী দলে আর ফিরছেন না আনাই মোগিনী

অটোরিকশার মালিক হতে নতুন নিয়ম, জানালো ডিএমপি কমিশনার...............ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে একটি নীতিমালা প্রণয়নের ...
23/01/2025

অটোরিকশার মালিক হতে নতুন নিয়ম, জানালো ডিএমপি কমিশনার...............

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, প্রস্তাবিত নীতিমালার আলোকে এখন থেকে কোনো ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না। এক্ষেত্রে, যিনি চালক তিনি মালিক -এই নীতিকে প্রাধান্য দেওয়া হবে।

বৃহস্পতিবার ডিএমপির সদর দফতরে ‘ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের’ সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ব্যাটারিচালিত রিকশা কিছু ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও অনেক সমস্যা সৃষ্টি করছে। আমাদের এসব সমস্যার সমাধান করতে হবে। বাস চলাচলকারী সড়কসহ মূল সড়কে যেন এসব ব্যাটারিচালিত রিকশা না চলে, সেজন্য মালিক-শ্রমিক সবাইকে আহ্বান জানান।

এছাড়া ঢাকা মহানগরের বাইরের ব্যাটারিচালিত রিকশা মহানগরে প্রবেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

সভায় ডিএমপি কমিশনার পরিবহন সেক্টরে সব শ্রেণির চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনোরকম চাঁদাবাজি বরদাশত করা হবে না। পরিবহন মালিক-শ্রমিক কেউ যেন কাউকে কোনো চাঁদা প্রদান না করেন। কেউ চাঁদা দাবি করলে তা নিকটস্থ থানা বা পুলিশ ফাঁড়িকে জানানোর জন্য তিনি উপস্থিত সকলকে অনুরোধ করেন।

সভায় অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বিভিন্ন বিষয় উপস্থাপন করেন এবং সেসব সমাধানে পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনাররা, ব্যাটারিচালিত রিকশামালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার লস অ্যাঞ্জেলেস থেক...
23/01/2025

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৩৫ মাইল (৫৬ কিলোমিটার) উত্তরে সান্তা ক্লারিটা শহরের কাছে অবস্থিত ক্যাস্টেইক লেকের আশপাশের পাহাড়গুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৯ হাজার একর এলাকা আগুনে পুড়ে যায়। লেকের চারপাশের ৩১ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এএফপির এক প্রতিবেদনে জানা যায়, নতুন দাবানল ‘হিউজ ফায়ার’ তীব্র বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়েছে। দাবানলের আগুন ইতিমধ্যে আট হাজার একরের (৩২ বর্গকিলোমিটার) বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে ইতিমধ্যেই ৩০ হাজারেরও বেশি মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাসটেইক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করেছেন কর্মকর্তারা। তাঁরা বলেছেন, বাসিন্দাদের জীবন তাৎক্ষণিক হুমকির মুখে রয়েছে।

চলতি মাসেই আগুন লেগেছিল সাজানো শহর লস অ্যাঞ্জেলেসে। সেখানে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পালিসেডেসের দিকে আট জনের দেহ পাওয়া গিয়েছে। বাকি ১৬ জনের দেহ মিলেছে ইয়াটনের দিক থেকে। আগুনে পুড়ে গিয়েছে হাজার হাজার বাড়ি। গৃহহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। আমেরিকার ইতিহাসে এটিই হয়তো সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে আশঙ্কা করেছেন ক্যালিফর্নিয়ার গভর্নর গভিন নিউসম।

লস অ্যাঞ্জেলেস অঞ্চলের ইটন ও পালিসেডস দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ জানিয়েছে, ইটন দাবানল ৯১ শতাংশ এবং পালিসেডস দাবানল প্রায় ৭০ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে। গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই দাবানলে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে প্রায় ১৬ হাজার ঘরবাড়ি।

ওরা আদিবাসী হলে আমরা কি পরবাসী?”—বিএনপি নেতার দায়িত্বজ্ঞানহীন মন্তব্যবিএনপি নেতার এই মন্তব্য শুধু আদিবাসী জনগোষ্ঠীর প্রত...
23/01/2025

ওরা আদিবাসী হলে আমরা কি পরবাসী?”—বিএনপি নেতার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য
বিএনপি নেতার এই মন্তব্য শুধু আদিবাসী জনগোষ্ঠীর প্রতি অসম্মান নয়, এটি জাতিগত সম্প্রীতিতে আঘাত। ‘আদিবাসী’ একটি জাতির ইতিহাস ও সংস্কৃতির প্রতীক। তাদের পরিচয়কে প্রশ্নবিদ্ধ করা মানে আমাদের বহুত্ববাদী ঐতিহ্যকে অবজ্ঞা করা।
আমরা প্রত্যাশা করি, রাজনৈতিক নেতারা জাতিকে বিভক্ত নয়, বরং ঐক্যবদ্ধ করার বার্তা দেবেন। এ ধরনের বক্তব্য বন্ধ হওয়া জরুরি।
#আদিবাসীদের_অধিকার #জাতিগত_সম্প্রীতি #সম্প্রীতির_বাংলাদেশ

গত ২২/০১/২৫তারিখে রোজ বুধবার  দূপুর দুইটা দিকে বান্দরবান জেলা রুমা উপজেলা  কোওয়াসে নামে  মারমাপড়ায় বাসিন্দাদূইটি পরিবার ...
23/01/2025

গত ২২/০১/২৫তারিখে রোজ বুধবার দূপুর দুইটা দিকে বান্দরবান জেলা রুমা উপজেলা কোওয়াসে নামে মারমাপড়ায় বাসিন্দা
দূইটি পরিবার ঘর পুড়ে ছাই
হয়ে যায়।
যারা এই দূই দুঃখী পরিবার প্রতি
আর্থিক সহযোগিতায় দিতে চান
তাঁরা নিচে ভান্তে ফোন নম্বরে কল করে
যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
ফোন নম্বর ০১৮৬৮৪৬২৮০৭

বাংলাদেশের নারী ফুটবলে একসময়কার উজ্জ্বল তারকা আনুচিং মগিনী হঠাৎ করেই ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। জাতীয় দলের ক্...
23/01/2025

বাংলাদেশের নারী ফুটবলে একসময়কার উজ্জ্বল তারকা আনুচিং মগিনী হঠাৎ করেই ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়ার পরই তিনি এই সিদ্ধান্ত নেন।
আনুচিং বলেন, “আমি খেলা ছেড়ে দিয়েছি। আর ফুটবল খেলব না।” তার এই ঘোষণা দেশের নারী ফুটবল অঙ্গনে হতাশা সৃষ্টি করেছে।
জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, পারফরম্যান্সের অবনতির কারণে আনুচিংকে ক্যাম্প থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি বলেন, “এখানে টিকে থাকতে হলে প্রতিযোগিতা করতে হবে। পারফরম্যান্স দেখাতে হবে।”
জীবনের নতুন অধ্যায়
ফুটবল ছেড়ে আনুচিং এখন খাগড়াছড়িতে একটি দোকান পরিচালনা করছেন। তার সঙ্গে তার বোন আনাই মগিনীও অভিমানে ফুটবল থেকে সরে দাঁড়িয়েছেন এবং ব্যবসায় যোগ দিয়েছেন।
স্মরণীয় অবদান
আনুচিং ও আনাই মগিনী দেশের নারী ফুটবলে তাদের অসাধারণ পারফরম্যান্স দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন। তাদের হঠাৎ অবসরে দেশের নারী ফুটবল অঙ্গন একটি বড় ধাক্কা খেয়েছে।
তাদের এই সরে যাওয়া শুধুমাত্র ফুটবলেই নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি ক্ষতি। অনেকেই আশা করছেন, হয়তো তারা আবারও মাঠে ফিরবেন। তবে আপাতত তাদের জীবনের নতুন যাত্রা শুরু হয়েছে ব্যবসার মাধ্যমে।
নারী ফুটবলে তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে, এবং তাদের অভাব পূরণ করা সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








20/01/2025

Copy Post

গত রাত ১২টায় চট্টগ্রাম শহরের কালুরঘাট বাহির সিগন্যাল এলাকায় গার্মেন্টস চাকুরিজীবী, স্বামীহারা অসহায় মিসেস গরিলতা চাকমার কন্যা হঠাৎ পেটের যন্ত্রনায় বেহুঁশ হয়ে পড়ে। রোগীর বিপদজনক অবস্থা দেখে পাশের ভাড়াটিয়া জুম্মরা তাকে দ্রুত চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর শারীরিক জটিলতা শনাক্ত করেন। তার কিডনিতে পাথর ও অ্যাপেনডিসাইটিস (ফুসফুসে প্রদাহ) ধরা পড়ে। দ্রুত অপারেশনের প্রয়োজন। বর্তমানে অর্থ অভাবে অপারেশন করতে পারছেনা।
যে কেউ সাহায্য করতে আগ্রহী, তারা নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন:
বিকাশ: 01854466622 (রোগীর আপন মামা)
নগদ: 0187 1975012 (রোগীর আপন মামা)
রোগীর স্থায়ী ঠিকানা
রোগীর নাম ; জীবন্তি চাকমা
পিতা মৃত : সত্য বর্ণ চাকমা
মাতা : গরিলতা চাকমা
সাং: রাঙ্গামাটি কুতুকছড়ি, ভূয়া আদাম।
বিঃদ্রঃ সাহায্যের এগিয়ে আসতে না পারলেও অন্তত একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করছি।।।





আগামী ২ বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব...
20/01/2025

আগামী ২ বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব) অনুপ কুমার চাকমা এনডিসি পিএসসি। সরকারের সচিব পদমর্যাদায় এই নিয়োগ প্রদান করা হয়েছে বলে এক চিঠিতে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মোঃ রফিক।






16/01/2025

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩ জন আদিবাসী শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে,,,
বি"ক্ষো"ভ সমাবেশ।




16/01/2025

পাঠ্যপুস্তক ভবনের সামনে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র কর্মীদের হামলায় আহত রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা এখন হাসপাতালে ভর্তি।


#আদিবাসী



Address

Khagrachari Chittagong
Khagrachari
4400

Alerts

Be the first to know and let us send you an email when KGC MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share