NS's Story

NS's Story Finding joy in your work is the meaning of life.
(5)

❗️Update: উমেহ্লা এখনো আমাদের মাঝে আছে💜।কিছুক্ষণের জন্য তার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, তাই সবাই ভেবেছিল সে আর নেই। কিন্তু ঈ...
28/09/2025

❗️Update: উমেহ্লা এখনো আমাদের মাঝে আছে💜।

কিছুক্ষণের জন্য তার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, তাই সবাই ভেবেছিল সে আর নেই। কিন্তু ঈশ্বরের কৃপায় সে আবার ফিরে এসেছে🙏🏻।

English- Dogবাংলায়- কুকুরত্রিপুরা- সৈ বা সৈইLet's make a new sentence- কুকুরটি দেখতে খুবই সুন্দর- সৈ নাইথানি বারি মাচাং।...
27/09/2025

English- Dog
বাংলায়- কুকুর
ত্রিপুরা- সৈ বা সৈই

Let's make a new sentence-
কুকুরটি দেখতে খুবই সুন্দর- সৈ নাইথানি বারি মাচাং।

আমরা সাধারণত কাউকে গালি দিলে ”কুত্তার বাচ্চা” বলে গালি দিই। অন্যদিকে কাউকে প্রশংসা করলে বাঘের বাচ্চা বলে বাহবা দিই।

বাংলা সমাজে সম্মান, ভদ্রতা ও সৌজন্যকে খুব গুরুত্ব দেওয়া হয়। এই ধরনের গালি সেই মূল্যবোধকে লঙ্ঘন করে, যা মানুষকে ক্ষুব্ধ করে তোলে।

👉বাংলা সংস্কৃতিতে “কুকুর” শব্দটি সাধারণত নিচু, ঘৃণিত বা অবহেলিত প্রাণী হিসেবে দেখা হয়। যখন কাউকে “কুকুরের বাচ্চা” বলা হয়, তখন তাকে সেই নিচু অবস্থানের সঙ্গে তুলনা করা হয়—যেন সে সম্মানহীন, অমানবিক, বা অবজ্ঞার যোগ্য।

👉👉এই শব্দটি সাধারণত রাগ, হতাশা বা ঝগড়ার সময় ব্যবহার হয়। ফলে, যিনি শুনছেন, তিনি বুঝতে পারেন যে তাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হচ্ছে। এটা আত্মসম্মানে আঘাত করে, এবং প্রতিক্রিয়ায় রাগ জন্মায়।

👉অন্যদিকে কুকুর কিন্তু খুবই নিরীহ ও বিশ্বস্ত জন্তু। তাহলে কেন কুত্তার বাচ্চা বললে রাগ হয়। কমেন্টে বলে যাবেন আপনাদের মূল্যবান মতামত গুলো।

#কুত্তারবাচ্চা #কুকুর .

English- Tigerবাংলায়- বাঘত্রিপুরা- Mwsa/Masa/MsaLet's make a new sentence-তুমি একজন বাঘের বাচ্চা- নুং মৌসা বাসা। বি:দ্র:...
26/09/2025

English- Tiger

বাংলায়- বাঘ

ত্রিপুরা- Mwsa/Masa/Msa

Let's make a new sentence-
তুমি একজন বাঘের বাচ্চা- নুং মৌসা বাসা।

বি:দ্র: অঞ্চল ও গোত্রভেদে উচ্চারণ ভিন্ন হতে পারে।

👉বাংলায় "বাঘের বাচ্চা" বলতে বোঝানো হয় সাহসী, দুর্ধর্ষ, ভয়হীন একজন মানুষ বা শিশু।

👉সাহসী বা দুর্দান্ত কিছু করলে মানুষ বলে "বাঘের বাচ্চা!"

👉কারও সাহসী বক্তব্য বা কাজকে প্রশংসা করতে এই শব্দটি ব্যবহার হয়।

#বাঘ #বাঘেরবাচ্চা #টাইগার

👉নেতৃত্ব বনাম অযোগ্যতা 👈একদা বৃক্ষগণ আপনাদের উপরে অভিষেক করণার্থে রাজার অন্বেষণে গমন করিল। তাহারা জলপাইবৃক্ষকে কহিল, তুম...
25/09/2025

👉নেতৃত্ব বনাম অযোগ্যতা 👈

একদা বৃক্ষগণ আপনাদের উপরে অভিষেক করণার্থে রাজার অন্বেষণে গমন করিল। তাহারা জলপাইবৃক্ষকে কহিল, তুমি আমাদের উপরে রাজত্ব কর। জলপাইবৃক্ষ তাহাদিগকে কহিল, আমার যে তৈলের নিমিত্ত ঈশ্বর ও মনুষ্যগণ আমার গৌরব করেন, তাহা ত্যাগ করিয়া আমি কি বৃক্ষগণের উপরে দুলিতে থাকিব? পরে বৃক্ষগণ ডুমুরবৃক্ষকে বলিল, তুমি আসিয়া আমাদের উপরে রাজত্ব কর। ডুমুরবৃক্ষ তাহাদিগকে কহিল, আমি কি আপন মিষ্টতা ও উত্তম ফল ত্যাগ করিয়া বৃক্ষগণের উপরে দুলিতে থাকিব? পরে বৃক্ষগণ দ্রাক্ষালতাকে বলিল, তুমি আসিয়া আমাদের উপরে রাজত্ব কর। দ্রাক্ষালতা তাহাদিগকে কহিল, আমার যে রস ঈশ্বর ও মনুষ্যগণকে প্রসন্ন করে, তাহা ত্যাগ করিয়া আমি কি বৃক্ষগণের উপরে দুলিতে থাকিব? পরে সমস্ত বৃক্ষ কণ্টকবৃক্ষকে বলিল, তুমি আসিয়া আমাদের উপরে রাজত্ব কর। কণ্টকবৃক্ষ সেই বৃক্ষগণকে কহিল, তোমরা যদি আপনাদের উপরে বাস্তবিক আমাকে রাজা বলিয়া অভিষেক কর, তবে আসিয়া আমার ছায়ার শরণ লও; যদি না লও, তবে এই কণ্টকবৃক্ষ হইতে অগ্নি নির্গত হইয়া লিবানোনের এরস বৃক্ষগণকে গ্রাস করুক।
-----বিচারকর্তৃগণ 9:8-15

📖 গল্পের সারাংশ:

বিভিন্ন ফলদ বৃক্ষকে রাজা হওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তারা প্রত্যেকে তাদের নিজ নিজ গুণ ও দায়িত্ব ত্যাগ করতে রাজি নয়। শেষে কণ্টকবৃক্ষ (ঝোপ বা কাঁটাযুক্ত গাছ) রাজত্ব গ্রহণ করে এবং হুমকি দেয়—যদি তাকে সত্যিকারের রাজা না করা হয়, তবে আগুনে সবকিছু ধ্বংস হবে।



🌿 এই গল্পের অর্থ:

এই রূপকটি একটি রাজনৈতিক উপদেশ। এটি বোঝায় যে:

সত্যিকারের যোগ্য ও গুণবান নেতারা সাধারণত নেতৃত্বের লোভে পড়ে না, কারণ তারা ইতিমধ্যে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অযোগ্য বা ক্ষতিকর ব্যক্তিরা (যেমন কণ্টকবৃক্ষ) নেতৃত্ব পেলে, তারা সমাজে ভয়, হুমকি ও ধ্বংস ডেকে আনতে পারে।



📚 শিক্ষনীয় বিষয়সমূহ:

নেতৃত্বের যোগ্যতা: নেতৃত্বের আসনে বসার আগে ব্যক্তির গুণাবলি, নৈতিকতা ও উদ্দেশ্য যাচাই করা উচিত।

গুণবানদের দায়িত্ব: যারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখেন, তাদের উচিত নেতৃত্বের দায়িত্ব এড়িয়ে না যাওয়া।

অযোগ্য নেতৃত্বের বিপদ: যদি সমাজ অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেয়, তবে তা ধ্বংসের দিকে যেতে পারে।

বিচারবোধ ও সতর্কতা: জনগণকে তাদের নেতা নির্বাচনের সময় সতর্ক ও বিচক্ষণ হতে হবে।

👉আধুনিক সমাজে প্রাসঙ্গিকতা

1. যোগ্য নেতৃত্বের অনাগ্রহ

আজকের দিনে অনেক গুণী, সৎ ও দক্ষ ব্যক্তি রাজনীতিতে আসতে চান না। তারা মনে করেন, তাদের কাজ বা নৈতিকতা রাজনীতির পরিবেশে টিকে থাকবে না। যেমন জলপাই, ডুমুর ও দ্রাক্ষালতা তাদের গুণ ত্যাগ করতে চায় না।

➡️ বার্তা: সমাজের ভালো মানুষদের নেতৃত্বে আসার সাহস ও দায়িত্ব নেওয়া উচিত।

2. অযোগ্যদের ক্ষমতা গ্রহণ

যখন যোগ্যরা নেতৃত্বে আসতে অস্বীকৃতি জানায়, তখন অযোগ্য বা স্বার্থপর ব্যক্তিরা (যেমন কণ্টকবৃক্ষ) ক্ষমতা গ্রহণ করে। তারা হুমকি, ভয় ও বিভাজনের মাধ্যমে শাসন করে।

➡️ বার্তা: অযোগ্য নেতৃত্ব সমাজে অস্থিরতা, দুর্নীতি ও ধ্বংস ডেকে আনে।

3. জনগণের দায়িত্ব

গল্পটি জনগণকে সতর্ক করে দেয়—তারা যদি ভুলভাবে নেতা নির্বাচন করে, তবে তার পরিণতি ভয়াবহ হতে পারে। কণ্টকবৃক্ষের আগুনের হুমকি তারই প্রতীক।

➡️ বার্তা: সচেতন, শিক্ষিত ও নৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া জনগণের দায়িত্ব।



4. নেতৃত্ব মানে সেবা, না ক্ষমতা

গুণী বৃক্ষরা রাজত্ব করতে চায় না, কারণ তারা সেবামূলক কাজেই ব্যস্ত। এটি বোঝায়, সত্যিকারের নেতৃত্ব মানে ক্ষমতা নয়, বরং সেবা ও ত্যাগ।

➡️ বার্তা: নেতা হওয়া মানে জনগণের কল্যাণে কাজ করা, নিজের স্বার্থে নয়।

#নেতা #নেতৃত্ব #রাজা #কারবারী

ইংরেজীতে - Wild cucumber বা Jungle gourdবৈজ্ঞানিক নাম: Cucumis anguriaবাংলায় - চিনারগুলা(চটগ্রামের আঞ্চলিক ভাষায়) ত্রিপু...
24/09/2025

ইংরেজীতে - Wild cucumber বা Jungle gourd

বৈজ্ঞানিক নাম: Cucumis anguria

বাংলায় - চিনারগুলা(চটগ্রামের আঞ্চলিক ভাষায়)

ত্রিপুরা - থাইচুমু/থাইস্মু

এটি সাধারণত পাহাড়ি এলাকায় হয়ে থাকে। জুমের ধান রোপনের সময় এটি রোপন করা হয়।

কাঁচা খাওয়া যায়। রান্না করেও খাওয়া যায়। খেতে সুস্বাদু ও মিস্টি। তবে অনেকে পাকলে তরমুজের মত কেটে খাওয়া সাচ্ছন্দ্য বোধ করেন।

দেখতে ভাংগীর মতো, ও পাকলে রঙে হলুদ-কমলা ধরনের হয়।

এই 'থাইচুমু/থাইস্মু' ও জুমকে নিয়ে ত্রিপুরা সমাজে অনেক লোক সংস্কৃতি ও সাহিত্য রয়েছে। ত্রিপুরা ছাড়াও পাহাড়ে বসবাসরত অন্যান্য পাহাড়ী জনগোষ্ঠী এই থাইচুমু চাষ করে থাকেন।
এখন এই থাইচুমু মৌসুম।

#থাইচুমু

ইংরেজিতে - Banana blossom or Banana flowerবাংলায় - কলার মোচা বা কলার থুড়ত্রিপুরা - মৈখুম-বাথাই🩺 কলার মোচার স্বাস্থ্য উপক...
23/09/2025

ইংরেজিতে - Banana blossom or Banana flower

বাংলায় - কলার মোচা বা কলার থুড়
ত্রিপুরা - মৈখুম-বাথাই

🩺 কলার মোচার স্বাস্থ্য উপকারিতা

👉হৃদযন্ত্রের সুরক্ষা
এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।

👉রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক
কলার মোচা ফাইবারে সমৃদ্ধ এবং এতে প্রাকৃতিক চিনি কম থাকে, যা রক্তে গ্লুকোজ শোষণ ধীর করে দেয়। এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

👉রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক
এতে রয়েছে উচ্চমাত্রার আয়রন, যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং ক্লান্তি, দুর্বলতা দূর করে।

👉হজমে সহায়ক
ফাইবার থাকার কারণে এটি কবজি ও হজমের সমস্যা দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।

👉মেজাজ ভালো রাখে ও উদ্বেগ কমায়
এতে থাকা ম্যাগনেশিয়াম স্নায়ুর কার্যকারিতা ও মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা উদ্বেগ ও ঘুমের সমস্যা কমাতে পারে।

👉প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি
এতে রয়েছে ফ্ল্যাভোনয়েড ও ফেনলিক অ্যাসিড, যা প্রদাহ কমাতে সাহায্য করে এবং বাত বা জয়েন্টের ব্যথা উপশমে সহায়ক।

👉ওজন নিয়ন্ত্রণে সহায়ক
কম ক্যালোরি ও উচ্চ ফাইবারযুক্ত হওয়ায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ওজন কমাতে সাহায্য করে।

👉মাসিকের সমস্যা উপশমে কার্যকর
কলার মোচা মাসিকের সময় পেট ব্যথা ও অতিরিক্ত রক্তপাত কমাতে সাহায্য করে, বিশেষ করে দইয়ের সঙ্গে খেলে প্রোজেস্টেরন হরমোন বাড়ায়।

👉দুধ উৎপাদন বাড়ায়
এটি গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য উপকারী, কারণ এটি দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে।

👉বয়সের ছাপ কমায়
এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্যজনিত ক্ষয় প্রতিরোধ করে এবং ত্বক ও শরীরকে তরুণ রাখে।



#কলারমোচা

একটা শুকনো, ক্ষয়িষ্ণু সবজির খোল—যেটা একসময় রান্নার পর ফেলে দেওয়া হয়েছিল—আজ নতুন প্রাণের আশ্রয়স্থল। তার ভেতর জমে থাক...
22/09/2025

একটা শুকনো, ক্ষয়িষ্ণু সবজির খোল—যেটা একসময় রান্নার পর ফেলে দেওয়া হয়েছিল—আজ নতুন প্রাণের আশ্রয়স্থল। তার ভেতর জমে থাকা মাটিতে গজিয়ে উঠেছে ছোট ছোট গাছ, সবুজের স্পর্শে ভরে উঠেছে এক মৃতপ্রায় খোল। এই দৃশ্য শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, জীবনের গভীরতম সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

🪴 জীবনের পথে বাধা আসবেই। কখনো আমরা ভেঙে পড়ি, কখনো হারিয়ে ফেলি নিজের গুরুত্ব। চারপাশের মানুষ, পরিস্থিতি, ব্যর্থতা—সব মিলিয়ে মনে হয়, আমাদের আর কোনো মূল্য নেই। ঠিক যেমন রান্নার পর ফেলে দেওয়া একখানা পরোল।

কিন্তু প্রকৃতি বলে, যেখানে একটু মাটি আছে, সেখানে প্রাণও আছে। যেখানে একটু আলো পড়ে, সেখানে আশাও জন্মায়। যেখানে একটু যত্ন থাকে, সেখানে পুনর্জন্ম সম্ভব।

এই পরোলের ভেতর থেকে গজিয়ে ওঠা গাছগুলো আমাদের শেখায়—
👉 জীবন কখনো পুরোপুরি শেষ হয় না।
👉 যে ঘুরে দাঁড়াতে জানে, সেই-ই সত্যিকারের জীবন্ত।
👉 ভাঙা অবস্থাও একদিন আশার পাত্র হয়ে উঠতে পারে।

আমাদের জীবনের অনেক অধ্যায়ই এমন পরিত্যক্ত খোলের মতো। কিন্তু যদি আমরা নিজের ভিতরের মাটিকে যত্ন করি, নিজের ভেতরের আলোকে বিশ্বাস করি, তাহলে ঠিক একদিন সবুজ গাছ গজাবে— নতুন প্রাণ, নতুন সম্ভাবনা, নতুন গল্প।

🌱 তাই, যদি কখনো নিজেকে পরিত্যক্ত মনে হয়, মনে রেখো—তোমার ভেতরেও জন্ম নিতে পারে নতুন জীবন।

🌀 শুধু অপেক্ষা করো, বিশ্বাস রাখো, আর নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো।

#জীবনেরপাঠ #আশারবীজ #ঘুরেদাঁড়ানো #প্রকৃতিরশিক্ষা
#আত্মবিশ্বাস

👉Tripura- Batima/Chatang👉বাংলা নাম: ওল / ওলকচু / সুরণ👉ইংরেজি নাম: Elephant Foot Yam👉বৈজ্ঞানিক নাম: Amorphophallus paeoni...
21/09/2025

👉Tripura- Batima/Chatang

👉বাংলা নাম: ওল / ওলকচু / সুরণ

👉ইংরেজি নাম: Elephant Foot Yam

👉বৈজ্ঞানিক নাম: Amorphophallus paeoniifolius

Let's make a new sentence-
kochu khele gola dhore- Batima chakhai kutuk matogo.

বি: দ্র: অঞ্চলভেদে উচ্চারণ ভিন্ন হতে পারে। ছবিতে দেখানো ওল কচু কিন্তু চাষ করা নয়। পাহাড়ে প্রাকৃতিকভাবে উৎপন্ন খাঁটিঁ ‍ওলকচু।

আমরা যারা {ত্রিপুরা জনগোষ্ঠী), আমাদের সাধারণ একটা গালি থাকে, সেটা হচ্ছে- “মাখ্রা”। কাউকে দুষ্টুমির ছলে বা রাগের বশবত: হয়...
20/09/2025

আমরা যারা {ত্রিপুরা জনগোষ্ঠী), আমাদের সাধারণ একটা গালি থাকে, সেটা হচ্ছে- “মাখ্রা”। কাউকে দুষ্টুমির ছলে বা রাগের বশবত: হয়ে আমরা অন্যকে গালি দিয়ে থাকি। যেটা আমাদের সমাজে চরম গালি বা অবমাননা। এই গালি শুনার পর কারো সেন্টিমেন্টাল বা হিতাহিত জ্ঞান ঠিক থাকে না।

তাই আসুন জেনে নিই-

English- Monkey
বাংলায়- বানর/বান্দর
ত্রিপুরায়- মাখ্রা/মৌখ্রা

Let's us make a new sentence-
বানরটি বসে আছে- মাখ্রা আচুক-জাক।

বি:দ্র: গোত্র ও অঞ্চলভেদে উচ্চারণ ভিন্ন হতে পারে।

#বানর

English- Bridgeবাংলায়- সেতু ত্রিপুরা- য়াখারাই ”য়াখারাই” দিয়ে কোন বাক্যটি গঠন করতে চাও? দয়াকরে কমেন্ট বক্সে লিখে দিন।  #স...
19/09/2025

English- Bridge
বাংলায়- সেতু
ত্রিপুরা- য়াখারাই

”য়াখারাই” দিয়ে কোন বাক্যটি গঠন করতে চাও? দয়াকরে কমেন্ট বক্সে লিখে দিন।

#সেতু

English- CloudBangla- মেঘTripura- ChwmwiLet's make a new sentence-নীল আকাশে সাদা মেঘ উড়ে বেড়াই- Nokha sakao chwmwi kuful...
18/09/2025

English- Cloud
Bangla- মেঘ
Tripura- Chwmwi

Let's make a new sentence-
নীল আকাশে সাদা মেঘ উড়ে বেড়াই- Nokha sakao chwmwi kuful thangdwk.

বি:দ্র: গোত্রভেদে ভিন্ন হতে পারে।

#মেঘ

Address

Khagrachhari Sadar
Khagrachari

Telephone

+8801716024725

Website

Alerts

Be the first to know and let us send you an email when NS's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NS's Story:

Share