Cikuvai66

Cikuvai66 people for people.For life, you are for me, I am for you.

13/04/2025

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক দৃশ্য— যেখানে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, প্রতিবাদ করছেন। ব্যানারে লেখা—
“BIASED JOURNALISM IS NOT ALLOWED IN CHT"

এটা কি হঠাৎ কোনো রাগ?
না, এটা হঠাৎ নয়। এটা কোন একদিনের ক্ষোভ নয়।
এটা বছরের পর বছর জমে থাকা হতাশা, অবজ্ঞা আর বৈষম্যের বিরুদ্ধে এক কঠিন প্রতিবাদ।

আমরা দেখে আসছি, এই তথাকথিত মূলধারার মিডিয়ার কাছে ‘উৎসব’ আছে, কিন্তু আদিবাসী বাস্তবতা নেই।
‘সম্প্রীতির মুখোশ’ আছে, কিন্তু ন্যায়ের ভাষা নেই।

১৯৯২ সালের লোগাং গণহত্যা থেকে শুরু করে এখনও প্রতিনিয়ত ঘটে চলা মানবাধিকার লঙ্ঘন, ভূমি দখল কিংবা সম্প্রদায়িক হামলার মতো ভয়াবহ ঘটনা যখন চাপা পড়ে যায় উৎসবের ছবি আর ‘সম্প্রীতির ব্যানার’-এর নিচে, তখন আদিবাসীরা প্রশ্ন তুলতেই পারেন— এই মিডিয়া আসলে কাদের?

যেখানে কিছুদিন আগেও দিনের আলোতে প্রাণ গেছে আদিবাসীদের, আহত হয়েছেন অনেকেই, যেগুলো বেশিরভাগ মিডিয়া চোখ বুজে দেখেছে, সেখানে আজ শুধু ফুলময় মুহূর্তেই ক্যামেরা সচল কেন?

এবার পাহাড়ের মানুষ চুপ নেই।
এবার তারা নিজেরাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন—
“আমরা আর তোমাদের এই পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা চাই না।
আমাদের জীবন শুধুই উৎসব নয়— আমাদের কান্নাও দেখাও, আমাদের রক্তের বুঁদবুঁদের শব্দও শোনাও।”

এটা শুধু সাংবাদিকদের বিরুদ্ধে নয়—
এটা পুরো একপেশে ব্যবস্থার বিরুদ্ধে পাহাড়ের গর্জন।
এই প্রতিবাদ শুধু বঞ্চিতের নয়—
এটা টিকে থাকার, লড়াইয়ের, মর্যাদার, এবং আত্মপরিচয়ের দাবি।

good morning to all
28/02/2025

good morning to all

19/02/2025

good afternoon everyone

19/02/2025

Hello

Address

Khagrachari

Alerts

Be the first to know and let us send you an email when Cikuvai66 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cikuvai66:

Share