23/07/2025
সেই ১৯৬০-এর কাপ্তাই বাঁধের সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত নিজের ভিটেমাটি থেকে উচ্ছেদ হতে হতে আজ আদিবাসীদের শিকড় বড্ড নড়েবড়ে। কখনও উন্নয়ন, কখনও অবৈধ পূনর্বাসন, কখনও সাম্প্রদায়িক হামলা, কখনও বা পর্যটনের বলী হয়ে এযাবৎকাল ধরে অগণিত আদিবাসী পরিবার থেকে তাদের ঐতিহ্যবাহী ভূমি কেড়ে নেওয়া হয়েছে।
বাস্তুচ্যুত হতে হতে আদিবাসীদের নিজস্ব ঐতিহ্যবাহী জীবনপ্রথা, সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, ভাষা সর্বোপরি পুরো অস্তিত্বই আজ হুমকির মুখে।
তবুও, এক সুদিনের প্রতীক্ষায় কোনোমতে আঁকড়ে ধরে বেঁচে থাকার আপ্রাণ প্রচেষ্টা!
Since the time of the Kaptai Dam in the 1960s, Indigenous people have been repeatedly displaced from their ancestral lands, leaving their roots precariously unsettled. Whether due to development projects, illegal resettlements, communal attacks, or even sacrifices made in the name of tourism, countless Indigenous families have been stripped of their traditional lands over the years.
As a result of this ongoing displacement, their unique way of life, cultural heritage, traditional attire, language, and, ultimately, their very existence, now face grave threats.
Yet, clinging desperately to hope, they continue their relentless struggle for survival, awaiting a brighter day.