04/08/2025
আমার মনে হয়, আধুনিক এই সময়টাতে নিজেকে লয়াল রাখাটা হচ্ছে নিজের সাথে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারন - যেখানে ফোন হাতে নিয়েই আপনি অনায়াসে অন্য কারো সাথে কথা বলতে পারছেন, চ্যাট করতে পারছেন ইত্যাদি। সেখানে আপনি একটা মানুষের জন্য নিদিষ্ট একটা সময়ের অপেক্ষায় আছেন যে কখন সে ফ্রী হবে, আপনাকে কল দিবে।
লয়ালিটির ব্যপার টা হয়তো আল্লাহ প্রদত্ত। আল্লাহ দেখছেন এই ভয় আপনার মধ্যে কাজ করে। বা revenge of nature এর ভয় পেলেন এটাও কিন্তু আল্লাহ প্রদত্ত। আসল কথা হলো আল্লাহ কে ভয় না পেলে হয়তো অনেক কিছুই করা যায়।
তাই মনে হলো - লয়াল থাকা এতো সহজ না।