22/10/2025
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদীরা কই???
মাটিরাঙ্গায় এক পাহাড়ি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে চারজন পাহাড়ি তরুণ ধর্ষণ করেছে। আজ বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে অভিযুক্ত চারজনের মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। ধর্ষণের ঘটনা গত সোমবার রাত সাড়ে ১০টায়, খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকায়।
জানতে পেরেছি, ভিকটিম স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে যায়। ওই সময় চারজন পাহাড়ি যুবক তাকে কথা বলার ছলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে স্থানীয়রা দুইজন আসামীকে আটক করে থানায় খবর দেয়।
ভিকটিমসহ আটককৃত দুইজন বর্তমানে থানা হেফাজতে আছে, বাকি দুইজন আসামী পলাতক রয়েছে, এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
আটক আসামীদের নাম ও ঠিকানা :
১। রনি বিকাশ ত্রিপুরা (৩২), পিতাঃ অরুন বিকাশ রোয়াজা, মাতাঃ শ্যামলী দেবী ত্রিপুরা। ঠিকানা : চোংড়াগোপা, হেমন্ত হেডম্যান পাড়া, ৬ নম্বর ওয়ার্ড, বেলছড়ি ইউনিয়ন, মাটিরাঙ্গা।
২। ডেটল বাবু (১৭), পিতাঃ আনি রঞ্জন ত্রিপুরা, মাতাঃ চমশ্রী ত্রিপুরা। ঠিকানা : উদয় কুমার পাড়া, গোমতি ইউনিয়ন, মাটিরাঙ্গা।
পলাতক আসামীদের নাম ও ঠিকানা :
১। সুমন বিকাশ ত্রিপুরা (১৮), পিতাঃ যুদ্ধ কুমার ত্রিপুরা, মাতাঃ সিখাতি ত্রিপুরা। ঠিকানা : উদয় কুমার পাড়া, গোমতি ইউনিয়ন, মাটিরাঙ্গা।
২। রিমন ত্রিপুরা (২২), পিতাঃ হেয়াসা ত্রিপুরা, মাতাঃ কুসুমলতা ত্রিপুরা। ঠিকানা : উদয় কুমার পাড়া, গোমতি ইউনিয়ন, মাটিরাঙ্গা।