পার্বত্য নিউজ

পার্বত্য নিউজ 💝💝💝আসসালামু আলাইকুম 🥰🥰🥰

25/10/2025
এই বর্মাছড়িতে হলো ইউপিডিএফের ঘাটি..এখান থেকেই সশস্ত্র হামলা পরিচালনা করে ইউপিডিএফ। তাই সেখানে একটি চেকপোস্ট  বসাতে গেলে ...
24/10/2025

এই বর্মাছড়িতে হলো ইউপিডিএফের ঘাটি..
এখান থেকেই সশস্ত্র হামলা পরিচালনা করে ইউপিডিএফ। তাই সেখানে একটি চেকপোস্ট বসাতে গেলে বাঁধা দেয় পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ।
রাষ্ট্রের যে কোন স্থানে সেনাক্যাম্প ও চেকপোস্ট হবে এখানে সন্ত্রাসীদের বাঁধা দেওয়ার কোন অধিকার নেই।

খাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজির সময় ইউপিডিএফ সদস্যকে সেনাবাহীনির হাতে তুলে দিল জনতানিজস্ব প্রতিবেদকঃখাগড়াছড়ি পার্বত্য জেলার ...
23/10/2025

খাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজির সময় ইউপিডিএফ সদস্যকে সেনাবাহীনির হাতে তুলে দিল জনতা

নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় চাঁদা আদায়কালে হাতেনাতে এক ইউপিডিএফ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর, ২০১৫) বিকাল ৩.৩০ ঘটিকায় এই ঘটনা ঘটে। পরে আটককৃত ব্যক্তিকে গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের সেনাসদস্যদের কাছে সোপর্দ করা হয়।

আটককৃত ইউপিডিএফ সদস্যের নাম বাত্যা রাম চাকমা।

জানা যায়, বাত্যা রাম চাকমা এদিন সকালে স্থানীয় ব্যবসায়ী মো. জাহাঙ্গীরের কচু ক্ষেতের ফসল তোলার সময় তার নিকট ২০০০ টাকা চাঁদা দাবি করেন। বিকালে চাঁদা সংগ্রহের জন্য আসলে খাগড়াবিলের এলাকাবাসী একত্রিত হয়ে তাকে ধরে ফেলেন।

স্থানীয় এলাকাবাসির সাথে কথা বলে জানা যায়, উক্ত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে আসছিলেন। তাকে আটক করতে পেরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে, বাত্যা রাম চাকমাকে আটক করার ফলে কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা ও জিওন চাকমা ব্যবসায়ী মো. জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সেনাবাহিনী আটককৃত চাঁদাবাজকে রামগড় থানায় সোপর্দ করেছে। পুলিশ কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি চাঁদা আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়াও রামগড়ের কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা, জিয়ন চাকমা, জয়ন্ত চাকমা এবং রয়েল চাকমার নির্দেশেই তিনি এলাকায় চাঁদাবাজি করতেন বলে পুলিশকে জানিয়েছেন।

এখন নিরব কেন,হরতাল-অবরোধ হবে না? জানি গণগালি খাবো। তারপরও প্রশ্ন রাখলাম।
23/10/2025

এখন নিরব কেন,হরতাল-অবরোধ হবে না? জানি গণগালি খাবো। তারপরও প্রশ্ন রাখলাম।

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদীরা কই???মাটিরাঙ্গায় এক পাহাড়ি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে চারজন পাহাড়ি তরুণ ধর্ষণ করেছে। আজ বিকেল আনু...
22/10/2025

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদীরা কই???

মাটিরাঙ্গায় এক পাহাড়ি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে চারজন পাহাড়ি তরুণ ধর্ষণ করেছে। আজ বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে অভিযুক্ত চারজনের মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। ধর্ষণের ঘটনা গত সোমবার রাত সাড়ে ১০টায়, খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকায়।

জানতে পেরেছি, ভিকটিম স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে যায়। ওই সময় চারজন পাহাড়ি যুবক তাকে কথা বলার ছলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে স্থানীয়রা দুইজন আসামীকে আটক করে থানায় খবর দেয়।

ভিকটিমসহ আটককৃত দুইজন বর্তমানে থানা হেফাজতে আছে, বাকি দুইজন আসামী পলাতক রয়েছে, এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আটক আসামীদের নাম ও ঠিকানা :

১। রনি বিকাশ ত্রিপুরা (৩২), পিতাঃ অরুন বিকাশ রোয়াজা, মাতাঃ শ্যামলী দেবী ত্রিপুরা। ঠিকানা : চোংড়াগোপা, হেমন্ত হেডম্যান পাড়া, ৬ নম্বর ওয়ার্ড, বেলছড়ি ইউনিয়ন, মাটিরাঙ্গা।

২। ডেটল বাবু (১৭), পিতাঃ আনি রঞ্জন ত্রিপুরা, মাতাঃ চমশ্রী ত্রিপুরা। ঠিকানা : উদয় কুমার পাড়া, গোমতি ইউনিয়ন, মাটিরাঙ্গা।

পলাতক আসামীদের নাম ও ঠিকানা :

১। সুমন বিকাশ ত্রিপুরা (১৮), পিতাঃ যুদ্ধ কুমার ত্রিপুরা, মাতাঃ সিখাতি ত্রিপুরা। ঠিকানা : উদয় কুমার পাড়া, গোমতি ইউনিয়ন, মাটিরাঙ্গা।

২। রিমন ত্রিপুরা (২২), পিতাঃ হেয়াসা ত্রিপুরা, মাতাঃ কুসুমলতা ত্রিপুরা। ঠিকানা : উদয় কুমার পাড়া, গোমতি ইউনিয়ন, মাটিরাঙ্গা।

Address

Khagrachari

Alerts

Be the first to know and let us send you an email when পার্বত্য নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share