Suima Marma

Suima Marma ❣️
(12)

14/11/2023

প্রতারনাপূর্ণ একজন লোক বিজয়ী হওয়ার ভান করে কিন্তু হেরে যায়।
অনেকে আছে যে কাউকে ঠকাতে গিয়ে সে নিজেই ঠকে যায়।
সংগৃহীত

Good morning 🌞 Everyone
11/11/2023

Good morning 🌞 Everyone

পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে।❤️ব্যর্থ হলে ভেঙে পড়বেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনি পার...
21/09/2023

পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে।❤️
ব্যর্থ হলে ভেঙে পড়বেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনি পারবেন।💞
- হযরত আলী

কাউকে এতোটা আপন করতে নেই,যতটা আপন করলে নিজেকে ভূলে যাই। 😔
12/09/2023

কাউকে এতোটা আপন করতে নেই,
যতটা আপন করলে নিজেকে ভূলে যাই। 😔

গতকাল আমি চালাক ছিলাম তাই পুরো পৃথিবীটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম।                আজ আমি জ্ঞানী তাই              নিজেকে...
31/07/2023

গতকাল আমি চালাক ছিলাম তাই
পুরো পৃথিবীটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম।
আজ আমি জ্ঞানী তাই
নিজেকে পরিবর্তন করছি।
‌- রুমি

কেউ যদি তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়,              তাহলে অভিযোগ করা বন্ধ করে দাও।😉            আর চুপচাপ থেকে যান।...
07/07/2023

কেউ যদি তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়,
তাহলে অভিযোগ করা বন্ধ করে দাও।😉
আর চুপচাপ থেকে যান।🤫
সবসময় অভিযোগ করলে গুরুত্ব কমে যায়।
ভিক্ষায় দান পাওয়া যায়,
মযার্দা আর সম্মান পাওয়া যায় না ।

সম্পর্ক রাখতে না চাইলে কাউকে ছেড়ে যাওয়াটা অপরাধ নয়; অপরাধ হলো কারো সঙ্গে সম্পর্ক না ভেঙেই কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে...
07/06/2023

সম্পর্ক রাখতে না চাইলে কাউকে ছেড়ে যাওয়াটা অপরাধ নয়; অপরাধ হলো কারো সঙ্গে সম্পর্ক না ভেঙেই কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়া।

03/06/2023

#আলিপুরজেলমিউজিয়াম #মিউজিয়াম

Good morning everyone ❤️❤️❤️
02/06/2023

Good morning everyone ❤️❤️❤️

নিজেকে নিয়ে ভালো লাগার অনুভূত হওয়ার একটি উপায় হলো নিজেকে ভালোবাসা এবং নিজের খেয়াল রাখা,যত্ন নেয়া।                  ...
31/05/2023

নিজেকে নিয়ে ভালো লাগার অনুভূত হওয়ার একটি উপায় হলো নিজেকে ভালোবাসা এবং নিজের খেয়াল রাখা,যত্ন নেয়া।
- গোল্ডি হোন

মৌমাছি যেমন ফুলের কাছে বারবার ছোটে আসে ফুলের মধুর টানে, তেমনি আমি ছোটে যাই তোর কাছে ভালোবাসার কারণে।
29/05/2023

মৌমাছি যেমন ফুলের কাছে বারবার ছোটে আসে
ফুলের মধুর টানে, তেমনি আমি ছোটে যাই তোর কাছে ভালোবাসার কারণে।

29/05/2023

#জীবনেরহিসাব

আমরা প্রায় সকলেই বলে থাকি যে সময় নেই, সময়ের খুব অভাব। কিন্তু সারাদিন রাতের এই চব্বিশ ঘন্টা সময় নষ্ট না করে ঠিকমতো কা...
26/05/2023

আমরা প্রায় সকলেই বলে থাকি যে সময় নেই, সময়ের খুব অভাব। কিন্তু সারাদিন রাতের এই চব্বিশ ঘন্টা সময় নষ্ট না করে ঠিকমতো কাজে লাগানোই হল আসল কথা।

I've just reached 1.5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. ...
26/05/2023

I've just reached 1.5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

আমার ঢেউ এর দোলায় তোমার করলো না কূল ক্ষয়,কূল ভেঙেছে আমার ধারে - তোমার ধারে নয়!
23/05/2023

আমার ঢেউ এর দোলায় তোমার করলো না কূল ক্ষয়,
কূল ভেঙেছে আমার ধারে - তোমার ধারে নয়!

20/05/2023

নিজেকে প্রশ্নকরো যে সম্পর্ক বাচিঁয়ে রাখার জন্য তোমাকেেই সবর্দা মাথা নিচু রাখতে হয়...

কলমেঃAmit Duttuu
কন্ঠেঃ Suima Marma


শুভ সন্ধ্যা
19/05/2023

শুভ সন্ধ্যা

Good morning
18/05/2023

Good morning

একটু আদরে এত অভিমানে ফুলে ওঠা,এত আঁখি জল, কোথা পেলি ওরে কার অনাদৃতা ওরে মোর ভিখারিনী                                    ...
16/05/2023

একটু আদরে এত অভিমানে ফুলে ওঠা,এত আঁখি জল, কোথা পেলি ওরে কার অনাদৃতা ওরে মোর ভিখারিনী
বল মোরে বল।

16/05/2023

শক্ত হও। এমনভাবে হও, যাতে আর কখনও তোমার আশ্রয়ের প্রয়োজন না পড়ে।

কলমেঃ Amit Duttuu
কন্ঠেঃ Suima Marma

13/05/2023

অকৃতজ্ঞতার কোন জেন্ডার ডিস্ক্রিমেনেশন হয় না। ছলনার কোন জেন্ডার ডিস্ক্রিমেনেশন হয় না। যে করার সে করে...

কলমেঃ Amit Duttuu
কন্ঠেঃ Suima Marma








12/05/2023

নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন। ক্লান্ত হলে হাতবেন তবুও অন্যের পা ধরে তেল মেরে চলার কথা চিন্তা করবেন না.
লেখাঃ সংগৃতীত
কন্ঠেঃ Suima Marma

10/05/2023

আমাকে একবার হারিয়ে ফেললে ফের খুজেঁ পাওয়া দুষ্কর হয়ে ওঠে...

কলমেঃ Amit Dittuu
কন্ঠেঃ Suima Marma

নিজের মতো করে থাকতে কেই বা চাই না। আমিতো আমার মতো করে থাকতে খুব বেশি পছন্দ করি।
08/05/2023

নিজের মতো করে থাকতে কেই বা চাই না। আমিতো আমার মতো করে থাকতে খুব বেশি পছন্দ করি।

খোলা আকাশের চন্দ্র তারা, পুরানো গান, নদীর ধার, খোলার মাঠ, পাহাড়ের টান এসব আমার ব্যক্তিগত ভালো লাগার। #সুইমা_মারমা  #চন্...
05/05/2023

খোলা আকাশের চন্দ্র তারা, পুরানো গান, নদীর ধার, খোলার মাঠ, পাহাড়ের টান এসব আমার ব্যক্তিগত ভালো লাগার।

#সুইমা_মারমা #চন্দ্র #তারা #পুরানো_গান #নদীরধার #খোলারমাঠ #পাহাড়েরটান

02/05/2023

তুমি তোমার মত করে নিজের গতিতে হাঁটো, তোমার হাতার রাস্তা কতটা এবড়ো থেবড়ো তার খবর তুমি ছাড়া আর কেউ রাখে না, রাখেনি, রাখবেও না কোনদিন..............
কলমে : Amit Dittuu
কন্ঠে : Suima Marma

 #মানুষ তার  #স্বভাবের কারণেই  #মন থেকে উঠে যায়।                যার  #স্বভাব  #প্রতারণা এবং  #মিথ্যায় ভরা ।      সে কা...
01/05/2023

#মানুষ তার #স্বভাবের কারণেই #মন থেকে উঠে যায়। যার #স্বভাব #প্রতারণা এবং #মিথ্যায় ভরা ।
সে কারোর মনে জায়গা পেতে পারেনা।

যে মানুষটা ভীষণ  #জেদি, কারোর কথা মানে না,  #দিনশেষে খোঁজ নিয়ে দেখো, তার থেকে বেশি কেউ  #ভাঙে না।
28/04/2023

যে মানুষটা ভীষণ #জেদি, কারোর কথা মানে না, #দিনশেষে খোঁজ নিয়ে দেখো, তার থেকে বেশি কেউ #ভাঙে না।

💝পৃথিবীতে সবচেয়ে দামী জিনিস হলো               বিশ্বাস ও ভরসা        যাকে তৈরি করতে বহু সময়              পার হয়ে যায় ...
19/04/2023

💝পৃথিবীতে সবচেয়ে দামী জিনিস হলো
বিশ্বাস ও ভরসা
যাকে তৈরি করতে বহু সময়
পার হয়ে যায় আর
হারাতে এক মিনিটও সময় লাগে না।💝

নিজেকে হারিয়ে ফেলা হচ্ছে সবচেয়ে ভয়ংকর ব্যাপার!অথচ মানুষ বেশি ভয় পায় অন্যকে হারিয়ে ফেলার।😜
02/03/2023

নিজেকে হারিয়ে ফেলা হচ্ছে সবচেয়ে ভয়ংকর ব্যাপার!
অথচ মানুষ বেশি ভয় পায় অন্যকে হারিয়ে ফেলার।😜

🌹কি হবে তা নিয়ে ভেবো না, শুরু করে দাও।🌹💕প্রতিশ্রুতি দিওনা, প্রমান করে দাও।💕🌺শুধু মুখে বলো না, করে দেখিয়ে দাও।🌺
27/02/2023

🌹কি হবে তা নিয়ে ভেবো না, শুরু করে দাও।🌹
💕প্রতিশ্রুতি দিওনা, প্রমান করে দাও।💕
🌺শুধু মুখে বলো না, করে দেখিয়ে দাও।🌺

🌺তর্কে না জিতে সততা কে সামনে রেখে                জেতার চেষ্টা করুন, সফলতা না পেলেও গর্ব করে বলতে পারেন              মিথ্...
06/02/2023

🌺তর্কে না জিতে সততা কে সামনে রেখে
জেতার চেষ্টা করুন,
সফলতা না পেলেও গর্ব করে বলতে পারেন
মিথ্যা কে আঁকড়ে ধরো নি 🌺

অন্যর জন্য নিজেকে কখনো বদলাবেন না।🤗নয়তো নিজের অস্তিত্ব খুঁজে পাবেন না।🤔যদি বদলানোর প্রয়োজন হয় তবে নিজের জন্য নিজেকে ব...
05/02/2023

অন্যর জন্য নিজেকে কখনো বদলাবেন না।🤗
নয়তো নিজের অস্তিত্ব খুঁজে পাবেন না।🤔
যদি বদলানোর প্রয়োজন হয় তবে নিজের জন্য নিজেকে বদলে ফেলুন ।👑💕

প্রতিদিন অন্তত পছন্দের এমন একটি  কাজ করুন যা আপনার কাছে ভালো লাগে 💕💕💕
31/01/2023

প্রতিদিন অন্তত পছন্দের এমন একটি কাজ করুন যা আপনার কাছে ভালো লাগে 💕💕💕

খাগড়াছড়ি   #কুটিরশিল্প মেলায়
08/11/2022

খাগড়াছড়ি #কুটিরশিল্প মেলায়

08/11/2022

#খাগড়াছড়িকুটিরশিল্পমেলায়

30/10/2022

Success comes from failure so failure is the first step to success

Address

Khagrachari
Khagrachari
4400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suima Marma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Khagrachari media companies

Show All