
09/10/2025
রামগড় পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরে ৭২ কোটি টাকার বাজেট ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সময়ের রামগড় ডেস্ক:রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
রামগড় পৌর শহরের সার্বিক উন্নয়ন, দীর্ঘমেয়াদী টেকসই প্রকল্প গ্রহণ ও সঠিক বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭২ কোটি ৪১ লক্ষ ৪৮ হাজার ৪২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণার সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম।
সভায় পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন, সড়ক সংস্কার, শিক্ষা ও জনসেবামূলক খাতে বরাদ্দ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
প্রশাসক কাজী শামীম বলেন,
> “রামগড় পৌরসভার উন্নয়ন কার্যক্রম যেন জনগণের প্রত্যাশা পূরণ করে এবং প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত হয়—এটাই আমাদের মূল লক্ষ্য।”
সভায় পৌর কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।