13/08/2022
"ভাইরাল হওয়া মহিলাটির সন্তানের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিলেন ৫ং ভাইবোনছড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সুজন চাকমা ও সংরক্ষিত মহিলা আসনের মাননীয় এমপি 'বাসন্তী চাকমা' প্রদান করেছেন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ নগদ অর্থ।"
-
সকালে বাড়িতে ছিলাম। হঠাৎ ০৯টা ৩০মিনিট নাগাদ আমাদের '৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ' এর সুযোগ্য চেয়ারম্যান আমার শ্রদ্ধাবর 'সুজন চাকমা' কাকার ফোন। রিসিভ করতেই বললেন, গতকাল ভাইরাল হওয়া যে মহিলাটি সন্তান বিক্রি করতে বাজারে গেছিলো তাঁর বাড়িতে যাবো। কাজ না থাকলে চলে এসো। আমি এক মুহূর্ত দেরি না করে রওনা দিলাম। ভাইবোনছড়া বাজারে পৌঁছামাত্র চেয়ারম্যান কাকা বিকাশে টাকা পাঠিয়ে বললেন, মহিলাটি(সোনালী চাকমা, ডাকনাম, রূপালী চাকমা) ও তাঁর সন্তান রামকৃষ্ণ চাকমার জন্য কিছু নতুন জামা কাপড় ও চাল এক বস্তা কিনে নিয়ে আসো। আমি তড়িঘড়ি বাজার হতে কিনে পাকুজ্যাছড়ি গ্রামে পৌঁছাতেই দেখলাম সেখানে চেয়ারম্যান কাকা অনেক আগেই উপস্থিত। অতঃপর চেয়ারম্যান কাকা, মংসানু মারমা দাদা, আমি ও গ্রামের কয়েকজন মুরুব্বি সাথে নিয়ে মহিলাটির বাড়িতে গেলাম।
ভাইবোনছড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহিলাটির বাড়ি ও বাড়ির আশপাশ সবকিছু ঘুরে ঘুরে দেখেন। মহিলাটির পারিবারিক অবস্থা অত্যান্ত নাজুক। বসবাস করেন গোয়াল ঘর সংলগ্ন বারান্দায়। তাও তাঁর ছোট ভাইয়ের দেয়া গোয়াল ঘরের বারান্দা। চেয়ারম্যান কাকা মহিলাটির জন্য নগদ অর্থ, চাল এক বস্তা, নতুন জামা, কাপড় দিয়ে সহায়তা প্রদান করেন। তাঁর সন্তানকে একটি সরকারি আবাসিক স্কুলে ভর্তি করিয়ে পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নেন। সেই সাথে চেয়ারম্যান কাকার মারফত খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারও সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন।
ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান 'সুজন চাকমা' মহিলাটির বাড়ি পরিদর্শের কিছু মুহূর্ত পরে আরো পরিদর্শন করতে আসেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য 'বাসন্তী চাকমা' এমপি। তিনি মহিলাটির পারিবারিক খোঁজখবর নেন। সেই সাথে চাল ০৬ বস্তা, ডাল, তেল, লবন, নতুন জামা কাপড়সহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া মাননীয় এমপি মহোদয় মহিলাটিকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের আশ্বাস।
লেখা ও তথ্য © Stalin Chakma
https://www.facebook.com/100009266308513/posts/3250793318572846/