
21/04/2025
গোটা একটা জীবন আমি শুধু চেয়েই গেলাম।
পেলাম না তার অর্ধেকটুকুও, যতটা আশা নিয়ে
কারোর কাছে গিয়েছি ঠিক ততটাই হতাশা বুক
ভরা কষ্ট নিয়ে আবার ফিরে আসতে হয়েছে।
আমার মূলত আপন বলতে কেউ নেই। আমার
কারোর আপন হওয়ার হয়তো যোগ্যতাটুকু নেই।
যদি যোগ্য হতাম তাহলে কারোর না কারোর
আপন হয়ে যেতাম। আমি বরাবরই একজন
ব্যর্থ মানুষ। যাকে আমি আমার আপন ভাবি সে
কোনোদিন ও আমাকে তার আপন ভাবে নি। যার
কাছে গিয়ে চেয়েছি একটু সময় একটুখানি যত্ন
আর ভালোবাসা সেই মানুষটাই আমার সাথে দূরত্ব
বাড়িয়ে দিয়েছে অন্য সবার মতো।
হৃদয়ের চাপা কথা বেদনাদায়ক হয়ে উঠে
বুকের ভেতর যন্ত্রণারা হাহাকার করে উঠে
আমি শুধু মরুভূমিতে দাড়িয়ে খুঁজে চলেছি
একটা সবুজ বৃক্ষ। আমার তৃষ্ণার্ত হৃদয়ের জন্য
একফুটো জল। হয়তো কেউ আসবে কোনো
এক দিন আমার আপন মানুষ হয়ে যে আমাকে
ভালোবাসবে আমার যত্ন নিবে। আমি শুধু বসে
বসে তার আসার অপেক্ষার প্রহর গুনছি।
😊