11/03/2023
চাকমা শিশুদের কয়েকটি জনপ্রিয় খেলাঃ-
(১) কভাজাং খারাঃ-
কভাজাং খারায় দুই বা ততোধিক শিশু পরস্পর হাতের চামড়ার ওপর হাত ধরে ধীরে ধীরে দুলাতে দুলাতে বলতে থাকে....
"কভাজাং... কভাজাং
মনো উরে ভা জাং....
ইক্কো বদা পেলে ভাগ গোরি খাং
আঃ বাঃ বাঃ....
এই বলে মুখে হাত দিয়ে চাপড়াতে থাকে!
(২) পল্লাপোল্লি খারাঃ-
চাকমা ভাষায় পল্লাপোল্লি মানে লুকোছরি খেলা। এতে শিশুগণ সমান দুই ভাগে ভাগ করে একদল কোনো নির্দিষ্ট সীমার মধ্যে সুবিধাজনক স্থানে লুকে থাকে। তারপর অপর দলপতি জিজ্ঞেস করে, - তোমরা সবাই পলাইছ? এখন আমরা খুজতে পারি? এতে যদি কুক করে সম্মতি পাওয়া যায় তাহলে অপর দল খুজতে থাকে। এভাবে যদি খুজে পাওয়া যায় তাহলে অপর দল হেরে যায়, আর যদি পাওয়া না যায় তাহলে যাদের পাওয়া গেছে তাদের মধ্যে থেকে যদি অন্যরা কোথায় আছে বলে দেয় তাহলে বিপক্ষ দল হার মেনে ''পির'' খায়!
এছাড়া পুৎপুৎ খারা, বুদ্ধিমান খারা, নাদেং খারা, ঘর চাক বাহির চাক খারা, ইজিবিজি খারা, পতি খারা, গুদু খারা, পোর খারা, আরি খারা ইত্যাদি চাকমা সমাজে প্রচলিত আছে।