চাকমা জাতির পরিচয় বৃত্তান্ত

চাকমা জাতির পরিচয় বৃত্তান্ত চাকমা কবিতা,গান, নাটক, গেংহলি গীদ, ধাঁধাঁ, পালা, প্রবাদ বাক্য, ছড়া, গল্প, ইতিহাস, ঐতিহ্য, সংষ্কৃতি।

চাকমা জাতির ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের এই "বেইন শিল্প "। 🌼বেইন হলো চাকমাদের একপ্রকার হাতে বোনা তাঁত। প্রাচীনক...
06/07/2025

চাকমা জাতির ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের এই "বেইন শিল্প "। 🌼
বেইন হলো চাকমাদের একপ্রকার হাতে বোনা তাঁত। প্রাচীনকাল থেকে আমরা নিজেদের কাপড় নিজেরাই বুনে থাকি।মেয়েদের পিনোন-খাদি থেকে শুরু করে আত হাবর (শাল), বুর্গি, ব্যাগ, আলাম ইত্যাদি।
কিন্তু বেইন প্রস্তুত করতে কি কি সামগ্রীর প্রয়োজন সেগুলোর নাম কি জানি?

যাদের জানা নেই তাদের জন্যই এই ছবি।

30/09/2023
28/07/2023

২৬ টি চাকমা বানাহ্ (ধাঁধাঁ)
পছন্দ হলে অবশ্যই শেয়ার করে দিবেন।

22/06/2023

চাকমা রোমান্টিক নাটক
পর্বঃ ০১
চলবে.....

19/06/2023

কয়েকটি চাকমাদের দৈনন্দিন তৈজসপত্র....

চাকমা জাতির বিভিন্ন বইয়ের তালিকাঃ১। চাকমা জাতি - সতীশচন্দ্র ঘোষ২। চাকমা জাতির ইতিবৃত্ত - বিরাজ মোহন দেওয়ান৩। চাকমা জাতি ...
27/03/2023

চাকমা জাতির বিভিন্ন বইয়ের তালিকাঃ

১। চাকমা জাতি - সতীশচন্দ্র ঘোষ
২। চাকমা জাতির ইতিবৃত্ত - বিরাজ মোহন দেওয়ান
৩। চাকমা জাতি - দেবপ্রিয় চাকমা
৪। চাকমা পূরাণ - সরোয়ার হাসান
৫। চাকমা জাতির ইতিহাস - শরদিন্দু শেখর চাকমা
৬। কার্পাস মহল থেকে শান্তিচুক্তি - আনন্দ বিকাশ চাকমা
৭। চাকমা ভাষা সাহিত্য ও লিপিচর্চা - কুসুম চাকমা
৮। চাকমা জাতির ইতিহাস ও বিচার - অশোক কুমার দেওয়ান
৯। চাঙমা কধা ভান্ডাল - সি আর চাকমা
১০। চাকমা জাতি ও চাকমা রাজবংশের ইতিহাস - স্বর্গীয় প্রাণহরি তালুকদার
১১। চাকমা জাতির জাতীয় চিত্র ও ইতিবৃত্ত - রঞ্জিত সেন
১২। চাকমা গেঙখুলী পালার স্বরুপ বিশ্লেষণ - নাদিরা ইসলাম
১৩। জুম-২ - সব্যচাষী চাকমা
১৪। ৯। কল্পনা চাকমা ও রাজার সেপাই- জাকির তালুকদার
১৫। জেনারেল উদয় কুমার চাকমা ও তিন ডাক্তার - বিপ্রদাশ বড়ুয়া
১৬। মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রাম - শরদিন্দু শেখর চাকমা
১৭। চাকমা শব্দ ভান্ডাল - আর্য্যমিত্র চাকমা
১৮। চাকমা সাহিত্য সমাজ ও সংস্কৃতি - ড. জাফার আহমাদ হানাফী
১৯। 'দাঘ- কধা' ( চাকমা প্রবাদ ও প্রবচন) - সুবেশ চন্দ্র চাকমা
২০। খাগড়াছড়ি পার্বত্য জেলার চাকমাদের আর্থসামাজিক অবস্থা - সুগত চাকমা
২১। চাকমা লোকসাহিত্য - নন্দলাল শর্মা
২২। চাকমা পূজা পার্বন - বঙ্কিম কৃষ্ণ দেওয়ান
২৩। চাকমা জাতিসত্তা - মুস্তাফা মজিদ
২৪। চাঙমা জাদর নানান নাঙ - ভদন্ত প্রজ্ঞাহিত ভান্তে
২৫। গিরিনির্ঝর - বঙ্কিম কৃষ্ণ দেওয়ান
২৬। বাংলাদেশের চাকমা ভাষা ও সাহিত্য - সুগত চাকমা
২৭। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক প্রথা ও রীতিনীতি (চাকমা, মারমা ও ত্রিপুরা) - সুগত চাকমা
২৮। চাকমা কবিতা - নন্দলাল শর্মা
২৯। চাকমা তালিক চিকিৎসা - ডাঃ ভগদত্ত খীসা
৩০। ফুলবারেঙ - আলোময় চাকমা
৩১। ওলি ওলি - দেবপ্রিয় চাকমা
৩২। সূর্য বংশ ও চাকমা রাজ বিজক - জীবনসার ভান্তে
৩৩। চাকমা জাদর গল্প ভান্ডার - জীবনসার ভান্তে
৩৪। চাঙমার ভাঙোনি - জ্ঞানসার ভান্তে
৩৫। ঝরা পাদা লগে মন ভাঙে - বাসুদেব চাকমা
৩৬। চাঙমা পচ্ছন - নিরঞ্জন চাকমা
৩৭। চাকমা পত্তম শিক্ষা - নোয়ারাম চাকমা
৩৮। মালেনাত্রা অর্থসার - আঙু ফুলচাঁন চাকমা
৩৯। চাকমা ভাষার লিপি ও বানানরীতির বৈজ্ঞানিক সমীক্ষা - ডাঃ সম্ভুনাথ চাকমা
৪০। শ্রী শ্রী রাজনামা ও চাকমা রাজবংশের ইতিহাস
৪১। চাকমাটারা - তনয় দেওয়ান
৪২। চান্দবী বারমাস
৪৩। গোজেনলামা
৪৪। দবাকাধি
৪৫। চাকমা ভাষার শব্দকোষ - অশোক কুমার দেওয়ান
৪৬। পার্বত্য চট্টগ্রাম ও চাকমা জাতি - জামাল উদ্দিন
৪৭। Changing Pattern of the Chakma Society in Chittagong Hill Tracts - সুধীন কুমার চাকমা
৪৮। Jum cultivation in Chittagong Hill Tracts, Bangladesh - চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশিষ রায়
৪৯। চাকমা তারা - কুমুদ বিকাশ চাকমা
৫০। শ্রী শ্রী রাজনামা - বিরাজ মোহন দেওয়ান
৫১। চম্পক নগরের সন্ধানে - সুপ্রিয় চাকমা
৫২। চাকমা জাতির ইতিহাস - মৃত্তিকা চাকমা
৫৩। চাকমা দর্পন - কামিনি মোদন দেওয়ান
৫৪। নৈরঞ্জনা পথে ধনপাদা - এস. এস চাকমা

চাকমা বলি খেলাঃ==============চাকমাদের মধ্যে বলি খেলা একটি খুবই জনপ্রিয় খেলা। প্রতিবছর বিঝু উৎসবের সময় এই বলি খেলা হয়ে থা...
26/03/2023

চাকমা বলি খেলাঃ
==============
চাকমাদের মধ্যে বলি খেলা একটি খুবই জনপ্রিয় খেলা। প্রতিবছর বিঝু উৎসবের সময় এই বলি খেলা হয়ে থাকে। আগের দিনে চাকমাদের মধ্যে অনেক বিখ্যাত বিখ্যাত বলি ছিল তাদের মধ্যে রাঙাচাঁন বলি অন্যতম। বর্তমানেও তিন পার্বত্য জেলায় কিছু কিছু বলি আছে। যেমন- সৃজন চাকমা (চ্যাম্পিয়নঃ ২০২২), তূষন মণি চাকমা ইত্যাদি। আশা রাখছি এবারের বিঝুমেলায় খুব জাঁকজমক পূর্ণভাবে এই বলিখেলা অনুষ্ঠিত হবে।

শান্তিবাহিনী, আদিবাসী ও উপজাতি নিয়ে বই :১।বাংলাদেশের উপজাতি - মাহমুদা জাহান২। পার্বত্য চট্টগ্রামের মুরুং উপজাতি - মমতাজ ...
17/03/2023

শান্তিবাহিনী, আদিবাসী ও উপজাতি নিয়ে বই :

১।বাংলাদেশের উপজাতি - মাহমুদা জাহান
২। পার্বত্য চট্টগ্রামের মুরুং উপজাতি - মমতাজ উদ্দিন আহমদ
৩।পার্বত্য চট্টগ্রামের উপজাতি প্রসঙ্গে - তপন কুমার দেবনাথ
৪।বাংলাদেশের আদিবাসী এবং জাতি ও উপজাতি - এবনে গোলাম সামাদ
৫।তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি - অনিল কুমার বন্দ্যোপাধ্যায়
৬।বাংলাদেশের আদিবাসী ও উপজাতি - রসময় মোহান্ত
৭।বাংলাদেশের উপজাতি - মহিবুল আলম
৮।বাংলাদেশের উপজাতি আদিবাসী - সুগত চাকমা
৯।মুক্তিযুদ্ধে আদিবাসী - আইয়ুব হোসেন
১০।আদিবাসী লোককথা - সালেক খোকন
১১।আদিবাসী -ঋত্বিক মল্লিক
১২।আদিবাসী জীবন আদিবাসী সংস্কৃতি - হাফিজ রশিদ খান
১৩।বাংলাদেশের আদিবাসী সংস্কৃতি - ড মাযহারুল ইসলাম তরু
১৪।আদিবাসী মুক্তিযোদ্ধা - তপন কুমার দে
১৫।আদিবাসী বিয়েকথা - সালেক খোকন
১৬।আদিবাসী লোকজীবন - ড মাযহারুল ইসলাম তরু
১৭।উত্তরবঙ্গের আদিবাসী - বিমেলেন্দু মজুমদার
১৮।আদিবাসী প্রসঙ্গ - সুমহান বন্দ্যোপাধ্যায়
১৯।আদিবাসী রুপকথা -দিব্যজ্যোতি মজুমদার
২০।আদিবাসী পশুকথা - দিব্যজ্যোতি মজুমদার
২১।আদিবাসী উৎসবকথা -সালেক খোকন
২২।গণমাধ্যম ও আদিবাসী - রোবায়েত ফেরদৌস
২৩।বাংলাদেশের আদিবাসী ভাষা -সৌরভ সিকদার
২৪।বাংলাদেশের আদিবাসী লোককথা - সব্যসাচী পাহাড়ী
২৫।বিদ্রোহ সংগ্রামে আদিবাসী -সালেক খোকন
২৬।বাংলাদেশের আদিবাসী মুক্তিযোদ্ধা - শফিউদ্দিন তালুকদার
২৭।ভারতীয় আদিবাসী -অমলকুমার মন্ডল
২৮।প্রেক্ষিত : পার্বত্য চট্টগ্রাম - মাহের ইসলাম
২৯।ভূস্বর্গ পার্বত্য চট্টগ্রাম - লিয়াকত হোসেন খোকন
৩০।মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রাম - শরদিন্দু শেখর চাকমা
৩১।বঙ্গবন্ধু ও পার্বত্য চট্টগ্রাম - শরদিন্দু শেখর চাকমা
৩২।পার্বত্য চট্টগ্রাম ও চাকমা জাতি - জামাল উদ্দিন
৩৩। পার্বত্য চট্টগ্রাম সমস্যা ও সম্ভাবনা - মেহেদী হাসান পলাশ
৩৪।সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম - এ জেড এম শামসুল আলম।
৩৫।পার্বত্য চট্টগ্রাম ও আমার জীবন - মেজর জেনারেল সৈয়দ মো ইব্রাহিম
৩৬।পার্বত্য চট্টগ্রাম ও আমার জীবন -শরদিন্দু শেখর চাকমা
৩৭।কার্পাস মহল থেকে শান্তিচুক্তি - আনন্দ বিকাশ চাকমা
৩৮।শান্তিচুক্তির দুই যুগ সম্প্রীতি ও উন্নয়ন - মাহফুজ পারভেজ
৩৯।পার্বত্য চট্টগ্রাম সমস্যা ও সমাধান - জিবলু রহমান
৪০।স্বাধীনতাত্তোর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম - শরদিন্দু শেখর চাকমা
৪১।শান্তিবাহিনী : গেরিলা জীবন - গোলাম মোর্তজা
৪২।শান্তিবাহিনী ও শান্তিচুক্তি - সালাম আজাদ
৪৩। পার্বত্য চট্টগ্রাম ও শান্তিবাহিনী - মহিউদ্দীন আহমদ
৪৪। ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচয় - মুস্তাফা মজিদ
৪৫। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন বৈচিত্র্য ও ইতিহাস - আসাদুজ্জামান আসাদ
৪৬। বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালা ৫ - আদিবাসী জনগোষ্ঠী - মেসবাহ কামাল
৪৭। বাংলাদেশের আদিবাসী এথনোগ্রাফিয় গবেষণা ৩ খণ্ড - মঙ্গল কুমার চাকমা, মেসবাহ কামাল
৪৮। চাকমা জাতির ইতিবৃত্ত - বিরাজ মোহন দেওয়ান

জানার আগ্রহ থেকেই পড়তে চায় বই। বইয়ের মাধ্যমে অজানাকে জানার অন্যতম মাধ্যম। কেউ যদি তার দেশের ইতিহাস না জানে তাহলে দায়টা তার নিজের।

বাংলাদেশ উপজাতি, আদিবাসী ও শান্তিবাহিনী নিয়ে জানার আগ্রহ অনেকের। তারমধ্যে আমিও আছি। শান্তিবাহিনী নিয়ে আগ্রহ থাকার কারণে প্রচুর বই পড়া হয়েছে এবং এখনও চলমান। এই তালিকায় আদিবাসী লেখক থেকে, সেনাবাহিনীর কর্মকর্তাও রয়েছে। মানে পক্ষ বিপক্ষের দুই পাশের মতামত বা বই রয়েছে।

চাকমা শিশুদের কয়েকটি জনপ্রিয় খেলাঃ-(১) কভাজাং খারাঃ-কভাজাং খারায় দুই বা ততোধিক শিশু পরস্পর হাতের চামড়ার ওপর হাত ধরে ধীরে...
11/03/2023

চাকমা শিশুদের কয়েকটি জনপ্রিয় খেলাঃ-
(১) কভাজাং খারাঃ-
কভাজাং খারায় দুই বা ততোধিক শিশু পরস্পর হাতের চামড়ার ওপর হাত ধরে ধীরে ধীরে দুলাতে দুলাতে বলতে থাকে....
"কভাজাং... কভাজাং
মনো উরে ভা জাং....
ইক্কো বদা পেলে ভাগ গোরি খাং
আঃ বাঃ বাঃ....
এই বলে মুখে হাত দিয়ে চাপড়াতে থাকে!

(২) পল্লাপোল্লি খারাঃ-
চাকমা ভাষায় পল্লাপোল্লি মানে লুকোছরি খেলা। এতে শিশুগণ সমান দুই ভাগে ভাগ করে একদল কোনো নির্দিষ্ট সীমার মধ্যে সুবিধাজনক স্থানে লুকে থাকে। তারপর অপর দলপতি জিজ্ঞেস করে, - তোমরা সবাই পলাইছ? এখন আমরা খুজতে পারি? এতে যদি কুক করে সম্মতি পাওয়া যায় তাহলে অপর দল খুজতে থাকে। এভাবে যদি খুজে পাওয়া যায় তাহলে অপর দল হেরে যায়, আর যদি পাওয়া না যায় তাহলে যাদের পাওয়া গেছে তাদের মধ্যে থেকে যদি অন্যরা কোথায় আছে বলে দেয় তাহলে বিপক্ষ দল হার মেনে ''পির'' খায়!

এছাড়া পুৎপুৎ খারা, বুদ্ধিমান খারা, নাদেং খারা, ঘর চাক বাহির চাক খারা, ইজিবিজি খারা, পতি খারা, গুদু খারা, পোর খারা, আরি খারা ইত্যাদি চাকমা সমাজে প্রচলিত আছে।

Address

Khagrachari

Telephone

+8801751227204

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাকমা জাতির পরিচয় বৃত্তান্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চাকমা জাতির পরিচয় বৃত্তান্ত:

Share