Chinghla Mong Marma

Chinghla Mong Marma ❤️‍🩹

31/05/2023

ফুল গাছে সুন্দর দেখালেও এটা নিজের নয়। তাই মানুষ ফুলটিকে ছিড়ে নিজের করে পেতে চায়।

আর যে ফুল ছিড়ে মজা পেতে চায় সে কেবল ফুল ছিড়ে ফেলার জন্যে ছটফট করবে। কিন্তু সব ফুল ছিড়তে পারবে না।🙂

24/05/2023

আমাকে নামতে হবে পরের স্টেশনেই;
দূরে যাবে তুমি,
দেখা হবে না আর কোনোদিনই।
তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
শুনব তোমার মুখে।
সত্য করে বলবে তো?

আমি বললেম, “বলব।”
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
“আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে,
কিছুই কি নেই বাকি।”

হঠাৎ দেখা কবিতা থেকে।😊

18/05/2023

অবচেতন মনে কারোর প্রতি দুর্বলতা হওয়া তা কি দিনক্ষণ দেখে আসে?
সময় চলে গেলে এই ভাবনাতেই রোমাঞ্চিত হয় হৃদয়।
প্রেম বারবার ফিরে আসে.....নতুন সুবাসে...!!❤️❤️‍🩹

17/05/2023

কাছাকাছি থেকেও পাশাপাশি না থাকা আর মুখ ফুটে মনের কথা পছন্দের মানুষকে বলতে না পারা। গোপনে ভালোবেসে যাওয়ার এমন অনেক গল্প হয়তো আজীবন রয়ে যায় অজানায়।😊❤️

15/05/2023

প্রথম প্রথম প্রেমে পড়ার অনুভূতি এক প্রেমিকের কাছে প্রকৃতিতে বসন্তের আগমনের মতো মনে হয়।
বাড়ির পাশে অনাদরে বেড়ে ‍উঠা ভুইচাঁপা ফুলকেও তখন অনেক বেশি মায়াবী মনে হতে থাকে। রঙে গন্ধে সারা পরিবেশটা তখন সবকিছু আলোকিত করে। প্রেমানুভূতি অতলান্তে ডুবে থাকা এক প্রেমিক তখন প্রকৃতিকে ভালোবেসে কবিতা লেখা শুরু করে।
এ অনুভূতি তুলনাহীন।🥰 🦋🌸

14/05/2023

মানবপ্রেম কি বয়সের সীমারেখা মানে? কৈশোরের এমনই কোনো অসম একতরফা প্রেম পরিণত বয়সেও মানুষকে স্মৃতিকাতর করে,
করে অভিমানী। ❤️

পৃথিবীর যত কাঠগোলাপ আছে তার কিছুটা হলেও আমার ফুল বাগানে ঠাঁই চাই। সে কাঠগোলাপের বাগানে আমি তোমাকে প্রেমের নিবেদন করব।😊
12/05/2023

পৃথিবীর যত কাঠগোলাপ আছে তার কিছুটা হলেও আমার ফুল বাগানে ঠাঁই চাই। সে কাঠগোলাপের বাগানে আমি তোমাকে প্রেমের নিবেদন করব।😊

19/01/2023

পরী হয়তো হারিয়ে গেছে।
কিন্তু সবক্ষেত্রে তাকে হারানোর পরেও নিজেই না হারিয়ে বেঁচে থাকি।

এক বিশাল বুকের পাথর নিয়ে সামনে এগুতে চাই।🙂

জীবনটা রুপকথা গল্প নয়, বাস্তবটা অনেক কঠিন।আর একদিন তুমি আর তাকে ভালোবাসবে না,আর নিঃসন্দেহে আমিও আর তোমাকে ভালোবাসবো না।এ...
20/12/2022

জীবনটা রুপকথা গল্প নয়, বাস্তবটা অনেক কঠিন।

আর একদিন তুমি আর তাকে ভালোবাসবে না,
আর নিঃসন্দেহে আমিও আর তোমাকে ভালোবাসবো না।
এভাবে আমরা আলাদা হয়ে যাবো,
এভাবে আর একটা বছর কেটে যাবে একা একা।
আমি জানি- Josses

আমাদের পাখি হওয়ার কথা ছিল।দুজনেই খোলা আকাশে উড়ার,অথচ বিচ্ছেদের খাঁচায় বন্দি করে নিলাম নিজেদের।😊Chinghla Mong Marma
18/12/2022

আমাদের পাখি হওয়ার কথা ছিল।
দুজনেই খোলা আকাশে উড়ার,
অথচ বিচ্ছেদের খাঁচায় বন্দি করে নিলাম নিজেদের।😊
Chinghla Mong Marma

Address

Khagrachari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chinghla Mong Marma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category