19/03/2023
বৃষ্টির পরে মাটিতে একরকম নস্টালজিক গন্ধ পাওয়া যায়, খেয়াল করেছেন? জানেন কি এটা কেন হয়?
শুষ্ক উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া থেকে তেল এবং রাসায়নিক পদার্থের নিঃসরণ, শিলা এবং মাটি দ্বারা আর্দ্রতা শোষণ এবং নির্দিষ্ট ধরণের মাটিতে থাকা ব্যাকটেরিয়া সহ বিভিন্ন কারন মিলিয়ে এই প্রশান্তিদায়ক ঘ্রান সৃষ্টি করে।
বৃ্ষ্টির ফোটা মাটিতে পরার পর , ছোট বায়ু বুদবুদ তৈরি হয়, যার ফলে এই সুগন্ধযুক্ত যৌগগুলির কিছু অংশ বাতাসে মিশে যায়। আবার বৃষ্টির ফলে হওয়া বাতাসের আর্দ্রতা এই সুগন্ধ ছড়াতে সাহায্য করে, আদ্রতার কারণে গন্ধ টা আরো সতেজ হয়।
আমার কাছে মাটির এই গন্ধকে প্রশান্তিদায়ক এবং নস্টালজিক মনে হয়। ❤️
ভিডিও তে স্থান- নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, খাগড়াছড়ি