
14/06/2025
👉👉ইদানিং নাকি এ-আই(Ai) দিয়ে সাধারণ মানুষদের P°*র্ণ ভিডিও বানানো হচ্ছে। শুনলাম, P°*র্ণ অভিনেতার জায়গায় হুবহু একজন মানুষকে বসিয়ে এমনভাবে P°*র্ণ বানানো হচ্ছে, বুঝার উপায় নেই— এটা ইডিটেড। যদি সত্যি সত্যি এমন হয়ে থাকে, তাহলে বিষয়টা কতটা ভয়ানক, একটু কল্পনা করুন।
মা-বোনেরা সোশ্যাল মিডিয়াতে ছবি প্রকাশ করা থেকে সতর্ক হয়ে যান। এমন যেন না হয়, আপনি শালীন পোশাক পরিহিত ছবি আপলোড করলেন, কিন্তু আপনার এই ছবি Uল*ঙ্গ করে এমন ভিডিও বানানো হয়েছে—যা P°*র্ণ সাইটে ঘুরে বেড়াচ্ছে।
বিষয়টা ভাবতেই গা শিউরে উঠছে!