ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা

  • Home
  • Bangladesh
  • Khagrachari
  • ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা Others Page

👉 Matiranga TV
👉 Matiranga News 24
👉 Md.

Sohidul Islam - মোঃ সহিদুল ইসলাম
👉 ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা
👉 Darul Uloom Muhiul Islam Madrasah দারুল উলূম মুহিউল ইসলাম মাদরাসা

17/06/2025
16/05/2025

পীর সাহেব চরমোনাই-এর সরল উক্তি!

পীর সাহেব চরমোনাই বলেন- আমরা সবাই একত্রিত হয়েছি ফ্যাসিবাদের পতনের জন্য। এখন যদি আমাদের নিজেদের কারণে ফ্যাসিবাদ সুযোগ পায় আর ঐক্য নষ্ট হয়। তাহলে এটা হবে নিজেদের পায়ে নিজেদের কুড়াল মারার মতো।

এ কথায় পীর সাহেব চরমোনাই সবাইকে জুলাই ঐক্য ধরে রাখার কথা স্মরণ করিয়ে দিলেন।

নিজেদের মধ্যে কামড়াকামড়ি বন্ধ করার উপদেশ দিলেন।

নিজেদের ভুলের কারণে ফ্যাসিবাদ সুযোগ পাইলে চরম ক্ষতির কারণ হবে তা স্পষ্ট করলেন।

আসলেই এখনই জুলাই ঐক্যকে নষ্ট করা কোনভাবেই ঠিক হবে না।

ভিতর ও বাহিরের শত্রুরা এখনও তৎপর ও কৌশলী। ছিদ্রান্বেষণ করতে সুযোগ তালাশ করছে।

দেখেন না! লাকিকে মাঠে নামাচ্ছে। নারী ইস্যুকে কাজে লাগিয়ে একটা গ্যাঞ্জাম বাঁধানোর চেষ্টা করছে।

তাই সবাই শান্ত হোন! সংযত হোন। নিজেদের মধ্যে মারামারি বন্ধ করুন।

Mahfuj Alam ভাইকে বলবো আপনি এখন সবার অভিভাবক তাই শব্দ চয়ন ও কথাবার্তায় সর্তকতা জরুরি। রাগ করলে রাজনীতি করতে পারবেন না।

আপনি যদি কোন কারণে থেমে যান বা যেতে হয় এতে জুলাই স্পিরিটের মেলা বড় ক্ষতি হয়ে যাবে।

আর বিভিন্ন সংগঠনের ভাইদের অনুরোধ করবো আর প্রতিক্রিয়া দেখানো ঠিক হবে না। এবার থামা উচিত।

আমরা ঐক্যবদ্ধ থাকলে নতুন কিছু হবে। নতুন রাজনীতি বাংলাদেশে দাঁড়াবে। আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি সবাই সে লক্ষ্যে কাজ করুন। আর ধাক্কাধাক্কি কইরেন না।

এবার মূল দুষমনের দিকে নজর দেন।

07/05/2025

আলহামদুলিল্লাহ 🤲🥰

06/05/2025

সাবেক এমপি মোস্তাফিজ ভাই বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।

৩০০ অধিক নেতাকর্মীসহ তিনি আজ চরমোনাই এসে পীর সাহেব চরমোনাই-এর হাতে ফরম পূরণ করেছেন।

মোস্তাফিজ ভাইয়ের যোগ দেওয়াটা আমার কাছে অবশ্যই তাৎপর্য!

কারণ তিনি বিএনপির রাজনীতি করতেন!

বিএনপি ছেড়ে এ মুহূর্তে অন্য দলে আসা খুবই সহজ ব্যাপার না।

বিএনপি এখন ভালো সময় পার করছে। বিএনপির নেতাকর্মীরা মনে করেম আগামীতে তাদের দল ক্ষমতায় যাবে।

এ মুহূর্তে মোস্তাফিজ ভাইয়ের আইএবিতে আসাটা অবশ্যই প্রশংসনীয়!

মোস্তাফিজ ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আকৃষ্ট হয়েছেন। এ দলের নীতি ও আদর্শ মোস্তাফিজ ভাইকে মুগ্ধ করেছে।

আমাদের নেতা পীর সাহেব চরমোনাই-এর নেতৃত্ব তাকে বিমোহিত করেছে।

আইএবি এর নীতি ও আদর্শের ওপর পাহাড়সম দৃঢ়তা। পীর সাহেব চরমোনাই-এর নেতৃত্বের বলিষ্ঠতা- মোস্তাফিজক ভাইকে বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে আসতে উৎসাহিত করেছে।

এরকম হাজারও মোস্তাফিজ ভাইদের জন্যই আমরা এ প্লাটফর্ম খুলে বসে আছি। যারা দিনশেষে ঠিকানা হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বেঁচে নিবে।

06/05/2025

আলহামদুলিল্লাহ 🤲🥰

বুঝলাম না 🤔আবারও সারাদেশে যোগদানের হিড়িক লেগে গেলো আলহামদুলিল্লাহ তবে কি আল্লাহ প্রিয় সংগঠন কে কবুল করে নিয়েছেন,শুকরিয়া রব🤲

28/04/2025

- জুলাই আন্দোলন কে যারা সমর্থন করেনি আজ তারা ক্ষমতার জন্য পাগল হয়েগেছে!

Address

Rasulpur. Matiranga. Khagrachari
Khagrachari
4450

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা:

Share