26/09/2025
আলুটিলায় ভ্রমণে আসো, রাখো মনের টান,
পরিচ্ছন্ন পরিবেশে জাগে সৌন্দর্যের প্রাণ।
আবর্জনা নয় এখানে, দাও প্রকৃতির মান,
সুন্দর আলুটিলা হবে গর্বিত স্থান।
"সুন্দর বলেই ঘুরতে এসেছেন -
দয়া করে নোংরা করবেন না "
আজকের এই মহৎ আয়োজন—বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে আলুটিলা পর্যটন কেন্দ্রের দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান—সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা গর্বিত। এই কর্মসূচি শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং খাগড়াছড়িকে একটি টেকসই ও পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার এক দৃঢ় পদক্ষেপ।
সর্বপ্রথম আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই
জনাব #ইফতেখারুল_ইসলাম_খন্দকার
মাননীয় জেলা প্রশাসক, খাগড়াছড়ি মহোদয়কে।
শুধু আলুটিলা পর্যটন কেন্দ্র পরিচালনাতেই নয়, সমগ্র খাগড়াছড়িকে একটি আধুনিক ও পর্যটনবান্ধব নগরীতে রূপান্তরিত করার যে স্বপ্ন তিনি ধারণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। শহরের বিভিন্ন জায়গায় তাঁর উদ্যোগে দামি ফুলের চারা রোপণ শুধু শহরের সৌন্দর্যকেই বর্ধিত করছে না, বরং খাগড়াছড়িকে করে তুলছে এক মনোমুগ্ধকর পর্যটন নগরী। তাঁর এই সুদূরপ্রসারী চিন্তা ও উন্নয়নমূলক পদক্ষেপ আমাদের সকলের জন্য এক অমূল্য অনুপ্রেরণা।
একই সাথে গভীর কৃতজ্ঞতা জানাই বিডি ক্লিন খাগড়াছড়ি পরিবারের নিবেদিত সদস্যদের, বিশেষত—
বিডি ক্লিন দীঘিনালা
বিডি ক্লিন মাটিরাঙ্গা
বিডি ক্লিন গুইমারা
বিডি ক্লিন খাগড়াছড়ি সদর
আপনাদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টা ছাড়া আজকের এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। আপনাদের নিঃস্বার্থ শ্রম ও ত্যাগ খাগড়াছড়ির প্রতিটি মানুষকে পরিচ্ছন্নতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
আজকের এই আয়োজন প্রমাণ করেছে ঐক্য থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়।
আমরা বিশ্বাস করি, জেলা প্রশাসনের দূরদর্শী নেতৃত্ব ও বিডি ক্লিন পরিবারের নিবেদিত প্রচেষ্টায় খাগড়াছড়ি একদিন সত্যিকারের “পরিচ্ছন্ন পর্যটন নগরী” হিসেবে বিশ্বদরবারে অনন্য স্থান করে নেবে।
আসুন, আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই
“পরিচ্ছন্ন প্রকৃতি, টেকসই পর্যটন, সুন্দর খাগড়াছড়ি।”
#বিডিক্লিন
#বিডিক্লিনখাগড়াছড়ি
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে