Ahesan Mahamud

Ahesan Mahamud পার্বত্য অঞ্চলের সৌন্দর্য ফুটিয়ে তুলি !
- বাস্তবতাকে তুলে ধরি।
আমাদের পেজটা ফলো করুন ।
(2)

আমি কে,,,?
জানার দরকার নেই,আমি কোনো সাংবাদিক নয় আমি একজন পেজ কর্মকর্তা। স্বপ্ন প্রতিটা মানুষেরই থাকে সবাই কোনো না কোনো স্বপ্ন নিয়ে বেঁচে আছে।

আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম মধ্যবিত্তর সন্তান আমি খাগড়াছড়ি সন্তান ,বর্তমানে খাগড়াছড়িতে থাকি।
সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভালোবাসি হয়তো আমার কাছে সামর্থ্য অনুযায়ী নেই তার পড়েও চাই হাত বাড়িয়ে দিতে সাধারণ মানুষের পাশে থাকতে । আমি একা কখনোই প

ারব না যদি আপনারা পাসে না থাকেন আপনারা যদি থাকেন অবশ্যই পারবো।

আমাদের তিন পার্বত্য জেলার খবর দেওয়ার চেষ্টা করবো যেমন: আন্তর্জাতিক, বাংলাদেশর খবর,দুর্ঘটনা, পাহাড়ের দৃশ্য, উন্নয়নমূলক পোস্ট, অসহায় মানুষের পাশে থাকবো, অসুস্থ মানুষের সাহায্য মুলক পোস্ট ও সত্যটা তুলে ধরবো ইনশাআল্লাহ ।

আসা করি খাগড়াছড়ি পেজের সাথে থাকবেন আপনি চাইলে অসহায় মানুষের সাহায্য করতে পারবেন, না পারলেও শেয়ারের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে করতে পারে। এককথায় আপনি যে কোনো মাধ্যমে সাহায্য করতে পারবেন।
সাহায্য অনেক রকমের হয় যেমন শেয়ারের, পোস্ট, কাওকে কাউকে মেনশন করে, টাকার মাধ্যমে বা কারো মাধ্যমে আপনার যেভাবে ভালো লাগে ধন্যবাদ।

সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা পড়ার জন্য


খাগড়াছড়ির ইউটিউব চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ

ভিডিওটা ভালো লাগলে
like share subscribe
ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ
ভাল থাকবেন সুস্থ থাকবেন

YouTube: link https://youtube.com/channel/UCnWUjuPGYOrJ2isFt6FbCdQ

YouTube link: https://youtube.com/c/khagrachariHillDistrictbd

page link: https://www.facebook.com/Khagrachari-hill-district-bd-100488632644529/

page link: https://www.facebook.com/JOBAER24/

group link: https://www.facebook.com/groups/691796524774722/?ref=share


াগড়াছড়ি #রাঙ্গামাটি
ীঘিনালা #রিছাং ঝর্ণা
ালছড়ি
ানছড়ি
াটিরাঙ্গা
ানিকছড়ি
্ষীছড়ি
ামগড়
ুইমারা

26/09/2025

যে মেয়েটি ধ-র্ষি-ত হয়েছে তার মুখেই শুনুন! মিথ্যা কখনো গোপন থাকে না। যে বিষয় নিয়ে কয়েকদিন ধরে মিছিল মিটিং ও হরতাল চলছে। খাগড়াছড়ি ও বিভিন্ন উপজেলাতে !যে মেয়েটি ধর্ষিত হয়েছে সে কার কাছে হয়েছে ? তার মুখেই শুনুন!

#হরতাল

26/09/2025

স্কুলছাত্রী ধ~র্ষ~ণে~র প্রতিবাদে খাগড়াছড়িতে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
কমেন্টে দেখুন!

আলুটিলায় ভ্রমণে আসো, রাখো মনের টান,পরিচ্ছন্ন পরিবেশে জাগে সৌন্দর্যের প্রাণ।আবর্জনা নয় এখানে, দাও প্রকৃতির মান,সুন্দর আলু...
26/09/2025

আলুটিলায় ভ্রমণে আসো, রাখো মনের টান,
পরিচ্ছন্ন পরিবেশে জাগে সৌন্দর্যের প্রাণ।
আবর্জনা নয় এখানে, দাও প্রকৃতির মান,
সুন্দর আলুটিলা হবে গর্বিত স্থান।

"সুন্দর বলেই ঘুরতে এসেছেন -
দয়া করে নোংরা করবেন না "

আজকের এই মহৎ আয়োজন—বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে আলুটিলা পর্যটন কেন্দ্রের দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান—সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা গর্বিত। এই কর্মসূচি শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং খাগড়াছড়িকে একটি টেকসই ও পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার এক দৃঢ় পদক্ষেপ।

সর্বপ্রথম আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই
জনাব #ইফতেখারুল_ইসলাম_খন্দকার
মাননীয় জেলা প্রশাসক, খাগড়াছড়ি মহোদয়কে।

শুধু আলুটিলা পর্যটন কেন্দ্র পরিচালনাতেই নয়, সমগ্র খাগড়াছড়িকে একটি আধুনিক ও পর্যটনবান্ধব নগরীতে রূপান্তরিত করার যে স্বপ্ন তিনি ধারণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। শহরের বিভিন্ন জায়গায় তাঁর উদ্যোগে দামি ফুলের চারা রোপণ শুধু শহরের সৌন্দর্যকেই বর্ধিত করছে না, বরং খাগড়াছড়িকে করে তুলছে এক মনোমুগ্ধকর পর্যটন নগরী। তাঁর এই সুদূরপ্রসারী চিন্তা ও উন্নয়নমূলক পদক্ষেপ আমাদের সকলের জন্য এক অমূল্য অনুপ্রেরণা।

একই সাথে গভীর কৃতজ্ঞতা জানাই বিডি ক্লিন খাগড়াছড়ি পরিবারের নিবেদিত সদস্যদের, বিশেষত—
বিডি ক্লিন দীঘিনালা
বিডি ক্লিন মাটিরাঙ্গা
বিডি ক্লিন গুইমারা
বিডি ক্লিন খাগড়াছড়ি সদর

আপনাদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টা ছাড়া আজকের এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। আপনাদের নিঃস্বার্থ শ্রম ও ত্যাগ খাগড়াছড়ির প্রতিটি মানুষকে পরিচ্ছন্নতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

আজকের এই আয়োজন প্রমাণ করেছে ঐক্য থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়।

আমরা বিশ্বাস করি, জেলা প্রশাসনের দূরদর্শী নেতৃত্ব ও বিডি ক্লিন পরিবারের নিবেদিত প্রচেষ্টায় খাগড়াছড়ি একদিন সত্যিকারের “পরিচ্ছন্ন পর্যটন নগরী” হিসেবে বিশ্বদরবারে অনন্য স্থান করে নেবে।

আসুন, আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই
“পরিচ্ছন্ন প্রকৃতি, টেকসই পর্যটন, সুন্দর খাগড়াছড়ি।”

#বিডিক্লিন
#বিডিক্লিনখাগড়াছড়ি
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

26/09/2025

"আল্লাহ"আজ, আগামীকাল এবং সর্বদা আমায় দেখেন। যা আমি উপলব্ধি করতে পারি। আলহামদুলিল্লাহ

26/09/2025

উত্তাল খাগড়াছড়ি!

খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে হামলা ও ভাঙ'চুর চালিয়েছে জুম্ম ছাত্র জনতা ।
26/09/2025

খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে হামলা ও ভাঙ'চুর চালিয়েছে জুম্ম ছাত্র জনতা ।

26/09/2025
26/09/2025

যার গার্লফ্রেন্ড নেই সে গার্লফ্রেন্ড খোঁজে, যার গার্লফ্রেন্ড আছে সে বউ খোঁজে, আর যার বউ আছে সে শান্তি খোঁজে !😎

25/09/2025

রাতের বেলায় অবরোধ কর্মসূচি চালাচ্ছে।

25/09/2025

সৎ কর্মে যেমন টাকা কম, তেমনি সৎ লোকের বন্ধু কম !

এইমাত্র রাঙ্গামাটির মানিকছড়ি চেকপোস্টের আগে নামার সময় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে এতে কোনো হতাহতের খ...
25/09/2025

এইমাত্র রাঙ্গামাটির মানিকছড়ি চেকপোস্টের আগে নামার সময় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চালক ও শ্রমিকরা সবাই সুস্থ আছেন।

#রাঙ্গামাটি

A+ blood emergency মুত্রনালীর অপারেশন যোগাযোগ কিংসুক চাকমা +8801554645338পার্কসাইড হসপিটালমানুষ মানুষের জন্য ।
25/09/2025

A+ blood emergency

মুত্রনালীর অপারেশন
যোগাযোগ কিংসুক চাকমা
+8801554645338
পার্কসাইড হসপিটাল

মানুষ মানুষের জন্য ।

Address

খাগড়াছড়ি কোট বিল্ডিং
Khagrachari
4400

Alerts

Be the first to know and let us send you an email when Ahesan Mahamud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share