Rangapani Chara Bana Vihar

Rangapani Chara Bana Vihar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rangapani Chara Bana Vihar, Video Creator, Khagrachari.

✍️ রাজগৃহবাসী এক রাখাল  সকালে খাওয়ার জন্য যব দিয়ে বানানো খাদ্য মালিকের কাছ থেকে পেয়েছিলেন। সেই খাদ্য সাথে করে গাভি নিয়ে ...
15/03/2024

✍️ রাজগৃহবাসী এক রাখাল

সকালে
খাওয়ার জন্য যব দিয়ে বানানো খাদ্য মালিকের কাছ থেকে পেয়েছিলেন। সেই খাদ্য সাথে করে গাভি নিয়ে মাঠে গিয়ে অরহৎ মোদ্গল্লায়ন ভিক্ষুকে মাঠের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যেতে দেখলেন।
ভিক্ষুকে দেখে তার নিজের ভাগে পাওয়া যবখাদ্য দান দেওয়ার ইচ্ছা জাগলো।এমন সময় সে দেখলো তার গাভিগুলো অন্যর ক্ষেতে প্রবেশ করেছে।
তখন সে চিন্তা করলো--এখন কী করি?
ভিক্ষুকে আগে যবখাদ্য দান দেবো? নাকি গাভিগুলো ক্ষেত খেকে বের করে আনবো?
যদি ভিক্ষুটি দূরে চলে যায়, তহলে আমার দান করা সম্ভব হবে না।
কাজেই আমার প্রথমে দান করা কর্তব্য।ক্ষেতের মালিক ক্ষেত নষ্ট হওয়ার কারণে আমাকে যা ইচ্ছা তা করুক --- এই ভেবে মোদগল্লায়ন ভিক্ষুর নিকট উপস্থিত হয়ে প্রথমে তার যবখাদ্য দান করলেন।
তারপর গাভিগুলেো ক্ষেত থেকে বের করার জন্য দ্রুতবেগে যাওয়ার সময় এক বিষধর সাপের কামড়ে তার মরন হয় এবং যবখাদ্য দানের পুণ্যর ফলে মরণের পর তিনি তাবতিংস স্বর্গে উৎপন্ন হন

✍️ ধন-ধান্য মানিক্য,অর্থ বিত্ত আর,✍️ দাস কর্মচারী যত,আশ্রিত আমার, ✍️ সবকিছু ফেলে রেখে, চলে যেতে হবে, ✍️ শুধু  যাবে কর্মফ...
15/03/2024

✍️ ধন-ধান্য মানিক্য,অর্থ বিত্ত আর,
✍️ দাস কর্মচারী যত,আশ্রিত আমার,
✍️ সবকিছু ফেলে রেখে, চলে যেতে হবে,
✍️ শুধু যাবে কর্মফল, কায়-মনো- বাক্য,
✍️ পাপীর গমন হবে,অবীচি নরকে,
✍️ স্বর্গগামী হয় সে,পুণ্যকামী যে।

👉আপনি যেখানে যেভাবে সময় কাটান না কেন,
আয়ু কিন্তু ক্ষয় হয়ে যাছে।
পরিশ্রম করে ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার সময় যদি ভাবেন--ক্ষয় না হয় মতো আয়ুটাকেও একটু বন্ধ রাখি।
আয়ুটাকে বন্ধ করে রাখতে পারাবেন কি?
পারাবেন না।
আয়ুকে বন্ধ রাখার বা ধরে রাখার মতো ক্ষমতা কারোর নেই।

নমো: ত্রিরত্নায়শ্রদ্ধাবান উপাসক- উপাসিকা ও বৌদ্ধ নর- নারীবৃন্দ,                                                         ...
15/03/2024

নমো: ত্রিরত্নায়
শ্রদ্ধাবান উপাসক- উপাসিকা ও বৌদ্ধ নর- নারীবৃন্দ,
আপনার জেনে সত্যিই আনন্দিত হবেন যে, দ্বিতীয় বারের মত এ বছরের ও চৈত্র সংত্রুন্তি/বিঝু উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় রীতিনীতি অনুসারে আসছে ৬ই এপ্রিল ২০২৪ইং তারিখ রোজ- শনিবার দুপুর ১:০০টায়. রাঙ্গাপানি ছড়া বন বিহারে(কার্বারী টিলা )গণশ্রামণ/গণপ্রব্রজ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত গণপ্রব্রজ্যা প্রদান অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন অত্র বিহারের সুয্যেগ্য বিহার অধিপতি পরম শ্রদ্ধেয় শ্রীমৎ শ্রদ্ধারত্ন মহাস্থবির মহোদয় তথা অনুত্তর পূণ্য ক্ষেত্র ভিক্ষু সংঘ এবং সপ্তাহ ব্যাপি প্রব্রজিতদের নিয়ে বিভিন্ন এলাকায় পরি ভ্রমণ পূর্বক পিন্ডুচরণ করবেন।সেই সাথে নব প্রব্রজিতদের বিদর্শন ভাবনা ও কায়গত স্মৃতি ভাবনা প্রশিক্ষণ সহ বুদ্ধের অমৃতময় ধর্ম দেশনা প্রদান করবেন। নানান ধরনের ধর্মীয় আলোচনা সভা করা হবে।

আমরা জানি,
মানব জীবনের সাথে ধর্ম অঙ্গাঅঙ্গিভাবে জরিত।তাই অধিকাংশ এলাকায় কোন না কোন ভাবে ধর্ম বিশ্বাসী শীল,সমাধি,প্রজ্ঞা অনুশীলন করেন।ভগবান বুদ্ধ বলেছেন শীল,সমাধি,প্রজ্ঞা অনুশীলন ব্যতিত এ জীবন মূল্যহীন।তাই মুক্তি পিপাসু সাধু সত্ত্বগণ ভোগ বিলাস পরিহার করে আপন মুক্তির পথ আবিষ্কার করে থাকেন।

আমরা জানি,
গৃহী জীবনে আত্মশুদ্ধি করা বড়ই দুষ্কর।আমাদের দৈনন্দিন জীবনের চলার পথে নানা অপরাধ হয়ে থাকে যা ইহলোকে জীবনে অন্তত ০১ (এক) বার হলেও প্রব্রজ্যা দীক্ষায় দীক্ষিত হয়ে নির্বানের হেতু উৎপন্ন করুন এবং আর্থিক সমর্থবান ব্যক্তি/ব্যক্তিনী নিজে সম্ভব না হলেও গরীব মেহনতী মানুষদের আর্থিক সহায়তা প্রদানের প্রব্রজ্যা গ্রহনের সুযোগ প্রদানে পূন্যের অংশী দায়িত্ব গ্রহন করুন।

সুতরাং,
সকল ধনী,গরীব,ইতর,ভদ্র সর্বসাধারণকে গণশ্রামণ/গণ প্রব্রজ্যা গ্রহণ করার একান্ত আহ্বান করা হল।
🙏🙏🙏🙏জগতের সকল প্রাণী সুখী হোক।🙏🙏🙏🙏

কপি পোস্ট

Address

Khagrachari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangapani Chara Bana Vihar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category