
15/03/2024
✍️ রাজগৃহবাসী এক রাখাল
সকালে
খাওয়ার জন্য যব দিয়ে বানানো খাদ্য মালিকের কাছ থেকে পেয়েছিলেন। সেই খাদ্য সাথে করে গাভি নিয়ে মাঠে গিয়ে অরহৎ মোদ্গল্লায়ন ভিক্ষুকে মাঠের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যেতে দেখলেন।
ভিক্ষুকে দেখে তার নিজের ভাগে পাওয়া যবখাদ্য দান দেওয়ার ইচ্ছা জাগলো।এমন সময় সে দেখলো তার গাভিগুলো অন্যর ক্ষেতে প্রবেশ করেছে।
তখন সে চিন্তা করলো--এখন কী করি?
ভিক্ষুকে আগে যবখাদ্য দান দেবো? নাকি গাভিগুলো ক্ষেত খেকে বের করে আনবো?
যদি ভিক্ষুটি দূরে চলে যায়, তহলে আমার দান করা সম্ভব হবে না।
কাজেই আমার প্রথমে দান করা কর্তব্য।ক্ষেতের মালিক ক্ষেত নষ্ট হওয়ার কারণে আমাকে যা ইচ্ছা তা করুক --- এই ভেবে মোদগল্লায়ন ভিক্ষুর নিকট উপস্থিত হয়ে প্রথমে তার যবখাদ্য দান করলেন।
তারপর গাভিগুলেো ক্ষেত থেকে বের করার জন্য দ্রুতবেগে যাওয়ার সময় এক বিষধর সাপের কামড়ে তার মরন হয় এবং যবখাদ্য দানের পুণ্যর ফলে মরণের পর তিনি তাবতিংস স্বর্গে উৎপন্ন হন