তৌসিফ

তৌসিফ 𝙱𝚘𝚛𝚗 𝚝𝚘 𝚎𝚡𝚙𝚛𝚎𝚜𝚜, 𝚗𝚘𝚝 𝚝𝚘 𝚒𝚖𝚙𝚛𝚎𝚜𝚜 !
(1)

কাছে থেকেও, তুমি অনেক দূরে চলে গেছো, বাবা। এই দূরত্বটা বড় কঠিন, কোথায় আছো কিভাবে আছো কেউ জানি না তোমার খবর😭।"..৭০.. দিন ...
03/08/2025

কাছে থেকেও, তুমি অনেক দূরে চলে গেছো, বাবা। এই দূরত্বটা বড় কঠিন, কোথায় আছো কিভাবে আছো কেউ জানি না তোমার খবর😭।"..৭০.. দিন পার হয়ে গেলো কোনো সন্ধ্যান মিলাইতে পারলাম না 😭 #হারানোর_ব্যথা

কাছে থেকেও, তুমি অনেক দূরে চলে গেছো, বাবা। এই দূরত্বটা বড় কঠিন, কোথায় আছো কিভাবে আছো কেউ জানি না তোমার খবর😭।".. ৬৩.. দিন...
27/07/2025

কাছে থেকেও, তুমি অনেক দূরে চলে গেছো, বাবা। এই দূরত্বটা বড় কঠিন, কোথায় আছো কিভাবে আছো কেউ জানি না তোমার খবর😭।".. ৬৩.. দিন পার হয়ে গেলো কোনো সন্ধ্যান মিলাইতে পারলাম না 😭 #হারানোর_ব্যথা ゚

22/07/2025

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”

নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী।

বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে।

শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

🔥যে মা সারাজীবন তার কলিজার টুকরাকে 👶চুলার আগুন থেকে ♨️ বাঁচিয়ে রেখেছিল,ভালোবাসা 🤱 আর মায়ার ছায়ায় 🌿 আগলে রেখেছিল —আজ সেই ...
22/07/2025

🔥
যে মা সারাজীবন তার কলিজার টুকরাকে 👶
চুলার আগুন থেকে ♨️ বাঁচিয়ে রেখেছিল,
ভালোবাসা 🤱 আর মায়ার ছায়ায় 🌿 আগলে রেখেছিল —
আজ সেই সন্তানই 🔥
বিমানের আগুনে দগ্ধ হলো ✈️💔

ভালোবাসা কিছুই করতে পারলো না…
আগুন সব ছিনিয়ে নিলো 😭
মায়ের কান্না ছাপিয়ে গেল ধোঁয়ার নিচে 🌫️

যেখানে আগুন শেষ করলো দেহ,
ভালোবাসা সেখানে রেখে গেল একটি অদৃশ্য কবর —
শুধু একজন মা জানে তার অবস্থান। 🕯️🥀

কয়েকটা মুখ আর কোনো ফিরবে না 😭

🕊️ #মায়ের_ভালোবাসা #বিমান_দুর্ঘটনা #কলিজারটুকরা #হারানোর_ব্যথা I

21/07/2025

একটা বোতাম। শুধু চাপ দিলেই প্যারাসুট খুলে যেত, জীবনটা বেঁ’চে যেত, ফিরতে পারতেন পরিবারের কাছে।
কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তা করেননি।

কারণ, তিনি শুধু নিজের প্রাণ নিয়ে ভাবেননি— ভেবেছিলেন নিচে থাকা মানুষদের কথা।
বিমানের ইমার্জেন্সি সিস্টেম সক্রিয় থাকলেও, তিনি সিট ত্যাগ করেননি।
শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বি’ধ্ব’’স্ত হওয়ার আগেই ফাঁ’’কা জায়গায় নিয়ে যেতে।
তিনি জানতেন, তার এই যু’দ্ধ’বি’মা’’ন যদি কোনো জ’ন’বহুল এলাকায় পড়ে— আরও অনেক প্রা’’ণ যা’’বে।
এই সাহসিকতা, এই আ’ত্ম’ত্যা’’গ— কোনো শব্দে সম্পূর্ণ বর্ণনা করা যায় না।

কাছে থেকেও, তুমি অনেক দূরে চলে গেছো, বাবা। এই দূরত্বটা বড় কঠিন।".. ৪৮.. দিন পার হয়ে গেলো কোনো সন্ধ্যান মিলাইতে পারলাম না...
13/07/2025

কাছে থেকেও, তুমি অনেক দূরে চলে গেছো, বাবা। এই দূরত্বটা বড় কঠিন।".. ৪৮.. দিন পার হয়ে গেলো কোনো সন্ধ্যান মিলাইতে পারলাম না 😭

বাবা তুমি আছো, কিন্তু সেই তুমিটাকে যেন আর খুঁজেও পাই না।" আজ ৪৪ #দিন হলো কোনো দেখা পেলাম না 😭  ゚
09/07/2025

বাবা তুমি আছো, কিন্তু সেই তুমিটাকে যেন আর খুঁজেও পাই না।" আজ ৪৪ #দিন হলো কোনো দেখা পেলাম না 😭 ゚

বাবা তুমি আছো, কিন্তু সেই তুমিটাকে যেন আর খুঁজেও পাই না।" আজ ৪১ #দিন হলো কোনো দেখা পেলাম না 😭  ゚
06/07/2025

বাবা তুমি আছো, কিন্তু সেই তুমিটাকে যেন আর খুঁজেও পাই না।" আজ ৪১ #দিন হলো কোনো দেখা পেলাম না 😭 ゚

বাবা তুমি আছো, কিন্তু সেই তুমিটাকে যেন আর খুঁজেও পাই না।" আজ ৩৮  #দিন হলো কোনো দেখা পেলাম না 😭  ゚
03/07/2025

বাবা তুমি আছো, কিন্তু সেই তুমিটাকে যেন আর খুঁজেও পাই না।" আজ ৩৮ #দিন হলো কোনো দেখা পেলাম না 😭 ゚

Address

Khagrachari

Website

Alerts

Be the first to know and let us send you an email when তৌসিফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share