27/07/2025
*জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি*
আবুল খায়ের এন্ড কোম্পানীর মার্কেটিং বিভাগে ভোগ্য পণ্য (মার্কস প্রিমিয়াম প্রোডাক্ট) বাজারজাতকরন ও প্রমোশনের জন্য জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন *ব্র্যান্ড প্রমোটর (BP)* নিয়োগ করা হবে। পরিশ্রমী এবং সুস্বাস্থ্যের অধিকারী যে কোন বাংলাদেশী নারী নিমোক্ত শর্তাবলী পূরণ সাপেক্ষে উল্লেখিত পদের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম এস এস সি পাশ হতে হবে, এইচ এস সি/অনার্স/মাস্টার্স রানিং স্টুডেন্টরা আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে। নতুন প্রার্থীগণ আবেদন করতে পারবেন। উক্ত পদের জন্য শুধুমাত্র *নারী/মহিলা* প্রার্থীগন আবেদন করতে পারবেন।
কাজের লোকেশন: খাগড়াছড়ি সদর,দিঘীনালা,
পানছড়ি,মহলছড়ি।
প্রার্থীর বয়স: ১৮ - ২৬ বছরের মধ্যে হতে হবে।
বেতনঃ ১২৬০০/- টাকা
আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ নিমোক্ত নাম্বারে ফোন কলে বা হোয়াটসঅ্যাপ মেসেজে যোগাযোগ করুন।
টেরিটরি সেলস অফিসার (টিএসও): ০১৯২৬৬৭০৯৪৬