
18/07/2025
“মানবিক আবেদন”
একটি অসহায় শিশুর জীবন বাঁচাতে আপনার সাহায্য প্রয়োজন 🙏
৮ বছর বয়সী অনন জয় ত্রিপুরা, পিতৃহীন ও অতি দরিদ্র এক পরিবারে জন্ম নেওয়া একটি নিষ্পাপ শিশু।
গত ১১ জুলাই ২০২৫, খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি থলি পাড়া গ্রামে এক ভয়াবহ কুকুরের আক্রমণে সে মারাত্মকভাবে আহত হয়।
কুকুরের কামড়ে তার পেটের চামড়া ছিঁড়ে গিয়ে মাংস ও টিস্যু বেরিয়ে আসে, যা শিশুটিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দেয়।
প্রথমে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় ১৭ জুলাই তাকে উন্নত চিকিৎসক দেখানোর জন্য খাগড়াছড়ি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়।
সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জরুরি ভিত্তিতে অপারেশনের নির্দেশনা দেন।
অপারেশনের খরচ পরিশোধে পরিবারের অক্ষমতা বুঝে চিকিৎসক বলেন —
“আজ অপারেশন করুন, টাকা কাল দিন।”
সব বাধা উপেক্ষা করে অপারেশন করায় এবং সৌভাগ্যক্রমে অপারেশন সফল হয়।
তবে এরইমধ্যে চিকিৎসা, অপারেশন ও অন্যান্য খরচ বাবদ ৪০,০০০ টাকা প্রয়োজন হয়ে পড়েছে, যা আগামী ২০জুলাই রোজ রবিবারে পরিশোধ করতে বলা হয়েছে।
📌 উল্লেখ্য, অনন জয় ত্রিপুরা একজন পিতৃহীন শিশু। তার পরিবার চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটায়।
শিশুটির পরবর্তী চিকিৎসা, ওষুধ ও পুনর্বাসনের খরচ বহন এই পরিবারের একার পক্ষে সম্ভব নয়।
তাই আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি:
একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আপনার একটি ছোট সহানুভূতি তাকে ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন।
🟢 আর্থিক সহযোগিতা জন্য:
★★★ 01518307716 (বিকাশ/নগদ)
সার্বিক সহযোগিতায়:
টিএসএফ-খাগড়াছড়ি সদর উপজেলা শাখা ও ইউনিয়ন উপ-শাখা নেতৃবৃন্দ।
🙏👉দয়া করে এই মানবিক আবেদনটি শেয়ার করুন এবং অন্যদের সহায়তায় উদ্বুদ্ধ করুন।