23/09/2025
রাতের চাঁদটাকে আজ তুমিই মনে হয়,
জ্যোৎস্নার আলোয় তোমার মুখখানি যেনো খুঁজে পাই নয় নয়।
হাওয়া বলে, "সে তো ভালোবাসার নাম",
আর আমি চাঁদ দেখে বলি "তুমি আমার প্রিয়তম শান্তির সন্ধান!" 🌙
তোমায় ভাবতে ভাবতে চাঁদের আলোতেও ভালোবাসা খুঁজে পাই।
এই রাত, এই চাঁদ,, সবই যেন তোমার মতোই… অসীম ও আপন।
✍️ Sheikh Muaz