Thomas Entertainment

Thomas Entertainment It has been created for entertainment. Please everyone follow me. I will grateful to all. Best place for the hill entertainment.
(1)

I want to provide enjoyment to everyone. Please help me with follow, like, sharing, and comments.

06/09/2025

প্রিয় মানুষ গু‌লো‌কে সব সময় যত্ন করুন

🌞✨ Good Afternoon ✨🌞বিকেলের নরম আলো যেন মনে আনে শান্তি আর প্রশান্তি।আজকের ক্লান্তি একটু নামিয়ে রেখে, নিজের জন্য খুঁজে ন...
05/09/2025

🌞✨ Good Afternoon ✨🌞

বিকেলের নরম আলো যেন মনে আনে শান্তি আর প্রশান্তি।
আজকের ক্লান্তি একটু নামিয়ে রেখে, নিজের জন্য খুঁজে নিন কয়েকটা শান্ত মুহূর্ত। 🌿☕

💛 আপনার বিকেলটা কেমন কাটছে?

✨ কখনো কখনো থেমে যাওয়া প্রয়োজন…নিজেকে নতুন করে খুঁজে পাওয়া, জীবনের রঙ গুলো উপভোগ করা 🌸হাজার ব্যস্ততার মাঝেও যদি একটু সময়...
25/08/2025

✨ কখনো কখনো থেমে যাওয়া প্রয়োজন…
নিজেকে নতুন করে খুঁজে পাওয়া, জীবনের রঙ গুলো উপভোগ করা 🌸

হাজার ব্যস্ততার মাঝেও যদি একটু সময় নিজের জন্য রাখা যায়, তবে মনটা হয় আরও শান্ত, আর হাসিটাও হয় অনেক বেশি উজ্জ্বল 😊💙

শুভ সকাল, সবার দিন‌টি ভা‌লো কাটুক
15/08/2025

শুভ সকাল, সবার দিন‌টি ভা‌লো কাটুক

📖 “শেষ প্রহরের আলো” – রায়হানের জীবনের সত্য কাহিনিমাদারীপুর জেলার এক ছোট্ট গ্রামে জন্ম রায়হানের। বাবা করিম মিয়া একজন রিকশ...
13/08/2025

📖 “শেষ প্রহরের আলো” – রায়হানের জীবনের সত্য কাহিনি

মাদারীপুর জেলার এক ছোট্ট গ্রামে জন্ম রায়হানের। বাবা করিম মিয়া একজন রিকশাচালক, মা সালমা বেগম গ্রামের কয়েকটি বাড়িতে ঝি’র কাজ করতেন। চার সদস্যের পরিবারে প্রতিদিনই ছিল সংগ্রামের লড়াই।


রায়হান ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল, কিন্তু দারিদ্র্যের কারণে স্বপ্ন দেখা ছিল এক প্রকার বিলাসিতা। ক্লাস ফোরে পড়ার সময় বই কেনার টাকা ছিল না, তাই পাশের গ্রামের এক ভাইয়ের পুরনো বই ব্যবহার করত। রাতে পড়াশোনা হতো কেরোসিনের বাতি বা রাস্তার লাইটের নিচে।

২০১৪ সালে এসএসসি পরীক্ষায় রায়হান জেলায় প্রথম হয়। খবরটি স্থানীয় পত্রিকায় ছাপা হয়, কিন্তু সেই আনন্দের মধ্যেও পরিবারের টানাপোড়েন চলতেই থাকে। কলেজে ভর্তি হতে গেলে ২,০০০ টাকা লাগবে—যা তখন রায়হানের পরিবারের কাছে বিশাল অঙ্ক। বাবা টানা তিন দিন রিকশা চালিয়ে, খাওয়া কমিয়ে টাকা জোগাড় করেন।

কলেজ জীবনে রায়হান পড়াশোনার পাশাপাশি প্রাইভেট টিউশনি শুরু করে। দিনে ক্লাস, রাতে পড়ানো—এভাবে চলতে চলতে সে ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়। স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়া, কিন্তু ভর্তি ফি, বইপত্র, বাসাভাড়া—সব মিলিয়ে প্রায় ৩০,০০০ টাকা দরকার।
গ্রামের কয়েকজন শুভাকাঙ্ক্ষী মিলে সাহায্য করল, আর রায়হান ভর্তি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে।

বিশ্ববিদ্যালয়ের জীবন সহজ ছিল না। ক্লাসের পর রায়হান ৪-৫টা টিউশনি করত, সপ্তাহে কখনও ৪ ঘণ্টার বেশি ঘুম হতো না। মাঝে মাঝে এত চাপ আসত যে পড়া ছেড়ে দেওয়ার কথা মনে হতো, কিন্তু মায়ের কথা—

> “তুই যদি হার মানিস, তাহলে আমাদের এই কষ্টের কোনো মানে থাকবে না।”
—তাকে এগিয়ে যেতে সাহস দিত।

২০২১ সালে রায়হান স্নাতক শেষ করে ঢাকার একটি শীর্ষস্থানীয় আইটি কোম্পানিতে চাকরি পেল, মাসিক বেতন ৭০,০০০ টাকা। প্রথম বেতন হাতে নিয়ে সে বাবাকে নতুন চশমা আর মাকে একটি লাল শাড়ি কিনে দেয়।

আজ রায়হান শুধু নিজের পরিবার নয়, গ্রামের অনেক দরিদ্র ছাত্রছাত্রীকে বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে। সে বিশ্বাস করে—

> “অন্ধকার যত গভীর, শেষ প্রহরের আলো তত উজ্জ্বল।”

12/08/2025

সৃষ্টিকর্তার তৈরি প্রকৃতি কত সুন্দর

Big shout out to my newest top fans! 💎 Md Suhan Hasan, Medha Dewan, Md Ali, Chai Mra, Shahidulla Sumon, Thomas Roy, Push...
12/08/2025

Big shout out to my newest top fans! 💎 Md Suhan Hasan, Medha Dewan, Md Ali, Chai Mra, Shahidulla Sumon, Thomas Roy, Pushpali Tripura Pushpali Tripura

Drop a comment to welcome them to our community,

09/08/2025
"ছায়ার পেছনে নয়, আলোর দিকে"একটা ছোট গ্রামে এক দরিদ্র ছেলের নাম ছিল রাহুল। সে জন্ম থেকে দারিদ্র্যের মধ্যে বড় হয়েছিল। তার ...
07/08/2025

"ছায়ার পেছনে নয়, আলোর দিকে"

একটা ছোট গ্রামে এক দরিদ্র ছেলের নাম ছিল রাহুল। সে জন্ম থেকে দারিদ্র্যের মধ্যে বড় হয়েছিল। তার বাবা একজন দিনমজুর, মা ছিলেন গৃহিণী। রাহুলের ইচ্ছা ছিল বড় হয়ে একজন ডাক্তার হবে, কিন্তু গ্রামের মানুষ হাসাহাসি করত, বলত—“তোর বাবার ঘরে ভাত নেই, তুই ডাক্তার হবি?”

রাহুল সব কথাই চুপচাপ সহ্য করত। সে জানত, তার স্বপ্ন শুধু তার নয়—তার পরিবারের আশার আলো। প্রতিদিন স্কুল শেষে সে বাবার সঙ্গে মাঠে কাজ করত, আর রাতে কেরোসিনের আলোয় পড়াশোনা চালিয়ে যেত।

একদিন স্কুলে এক শিক্ষক বললেন,
“যদি তুমি ছায়ার দিকে চলো, কখনো আলো পাবে না। কিন্তু আলোর দিকে হাঁটলে ছায়া তোমার পেছনে থাকবে।”

এই কথাটি রাহুলের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে আরো কঠোর পরিশ্রম শুরু করে। গ্রামের এক দয়ালু শিক্ষক তার বইয়ের খরচ দেন, আর গ্রামের মসজিদের ইমাম তাকে রাতে বসে পড়ার জায়গা দেন।

সময় গেছে, রাহুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এরপর সে মেডিকেল কলেজে সুযোগ পায়। অনেক বছর পর, সেই দরিদ্র ছেলেটিই একদিন গ্রামের ক্লিনিকে নিজের নামের একটি সাইনবোর্ড টাঙিয়ে বসে—"ডাঃ রাহুল হাসান"।

যে মানুষগুলো একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, আজ তার কাছে সন্তানদের চিকিৎসা করাতে আসে। আর সে সবসময় হাসিমুখে বলে,
“স্বপ্ন কখনো বড় না, মন যদি ছোট না হয়।”
#

🌟 জীবন মানে এগিয়ে চলা! 🌟হাল ছেড়ে দেওয়া খুব সহজ, কিন্তু সত্যিকারের সাহসী মানুষ তারা-ই, যারা সব বাধা পেরিয়ে এগিয়ে যায...
05/08/2025

🌟 জীবন মানে এগিয়ে চলা! 🌟

হাল ছেড়ে দেওয়া খুব সহজ, কিন্তু সত্যিকারের সাহসী মানুষ তারা-ই, যারা সব বাধা পেরিয়ে এগিয়ে যায়। 💪
মনে রাখুন—
✅ প্রতিটি ব্যর্থতা হলো সাফল্যের সিঁড়ি।
✅ আজকের কষ্ট আগামীকালের শক্তি।
✅ আপনি যতবার পড়ে যাবেন, ততবার উঠে দাঁড়ানোর ক্ষমতাই আপনাকে বিজয়ী করবে।

✨ নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি পারবেন! ✨

🧠 মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর সহজ উপায় 🧠আমাদের মস্তিষ্কই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এটি যত সক্রিয় ও সুস্থ থাকবে, তত...
31/07/2025

🧠 মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর সহজ উপায় 🧠

আমাদের মস্তিষ্কই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এটি যত সক্রিয় ও সুস্থ থাকবে, ততই জীবনে সফলতা ও আনন্দ বৃদ্ধি পাবে। চলুন জেনে নেই কয়েকটি সহজ উপায়—

1️⃣ সুষম খাদ্য গ্রহণ করুন
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, বাদাম, মাছ ও সবুজ শাকসবজি মস্তিষ্কের জন্য দারুণ উপকারী।

2️⃣ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
প্রতিদিন ৭-৮ ঘণ্টা গভীর ঘুম মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং স্মৃতিশক্তি বাড়ায়।

3️⃣ শারীরিক ব্যায়াম করুন
রক্ত সঞ্চালন বাড়ায় এমন ব্যায়াম যেমন হাঁটা, দৌড়ানো বা যোগব্যায়াম মস্তিষ্ককে সক্রিয় রাখে।

4️⃣ নিয়মিত বই পড়া ও ধাঁধা সমাধান
মস্তিষ্ককে চ্যালেঞ্জ দিন। বই পড়া, পাজল বা নতুন কিছু শেখা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।

5️⃣ স্ট্রেস কমান ও মেডিটেশন করুন
ধ্যান ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মনকে শান্ত রাখে, যা মস্তিষ্কের ফোকাস বৃদ্ধি করে।

✨ সুস্থ জীবনধারাই আপনার মস্তিষ্কের জন্য সেরা ওষুধ।
আজ থেকেই যত্ন নিন আপনার অসাধারণ মস্তিষ্কের! 💙

শুভ রা‌ত্রি
29/07/2025

শুভ রা‌ত্রি

Address

Khagrachari

Alerts

Be the first to know and let us send you an email when Thomas Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thomas Entertainment:

Share