Thomas Entertainment

Thomas Entertainment It has been created for entertainment. Please everyone follow me. I will grateful to all. Best place for the hill entertainment.
(1)

I want to provide enjoyment to everyone. Please help me with follow, like, sharing, and comments.

06/07/2025
🌸 একটা হাসি, হাজারটা না বলা কথা... 🌸সবাই দেখে শুধু মুখের হাসিটা,কেউ দেখে না সেই চোখের গভীরে জমে থাকা কষ্টগুলো...সময় বদলা...
06/07/2025

🌸 একটা হাসি, হাজারটা না বলা কথা... 🌸

সবাই দেখে শুধু মুখের হাসিটা,
কেউ দেখে না সেই চোখের গভীরে জমে থাকা কষ্টগুলো...
সময় বদলায়, মানুষ বদলায়,
কিন্তু কিছু অনুভব মনের এক কোনায় চিরকাল থেকে যায়।

শুধু একটা প্রশ্ন মাঝেমাঝে জেগে ওঠে—
"ভালো থাকা মানেই কি সত্যিই সুখী থাকা?"

🖤
#মনের_মধ্যরাত #নীরব_বেদনা #অদেখা_অশ্রু #হারিয়ে_যাওয়া_হাসি

📝 চিঠির শেষটুকু…রোদেলা দুপুরে পুরনো ডায়েরির ভাঁজে হঠাৎই খুঁজে পেলাম একটা হলুদ হয়ে যাওয়া চিঠি। কোণায় লেখা—“তোমার জন্য, চি...
02/07/2025

📝 চিঠির শেষটুকু…

রোদেলা দুপুরে পুরনো ডায়েরির ভাঁজে হঠাৎই খুঁজে পেলাম একটা হলুদ হয়ে যাওয়া চিঠি। কোণায় লেখা—
“তোমার জন্য, চিরকাল…”

বিশ্ববিদ্যালয় জীবনে দেখা হয়েছিল ওর সঙ্গে। নাম ছিল অর্ণব। চোখে স্বপ্ন, কথায় আস্থা।
একদিন বলেছিল,
👉 “ভালোবাসা মানে পাশে থাকা, শুধু পাশে—not just near, but always there.”

কিন্তু সময় তাকে নিয়ে গেল দূরে, বিদেশে।
একদিন চিঠি দিয়ে জানাল, আর ফিরবে না।

তবুও আমি আজও সেই চিঠিটা রেখে দিয়েছি।
কারণ চিঠির শেষে সে লিখেছিল—
💌 “তোমাকে ছেড়ে যাওয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল... প্রতিদিন তোমার নামটা লিখি মনের ডায়েরিতে।”

আজও সেই লেখা মনে করিয়ে দেয়—
ভালোবাসা থামে না, শুধু সময়ের আড়ালে হারিয়ে যায়…

❤️

#ভালোবাসা #চিঠিরশেষটুকু #পুরনো_দিন #ভুলতে_পারি_না

“কখনো হতাশ হবেন না”শিলার আজ বিশেষ একটা দিন। সকাল থেকেই যেন মনে ছিল আনন্দের রঙ। বহুদিন পর নিজের পছন্দের সবুজ জামা আর শাড়ি...
27/06/2025

“কখনো হতাশ হবেন না”

শিলার আজ বিশেষ একটা দিন। সকাল থেকেই যেন মনে ছিল আনন্দের রঙ। বহুদিন পর নিজের পছন্দের সবুজ জামা আর শাড়ি পরে আয়নায় দাঁড়িয়েছিলেন। গলায় পড়েছিলেন সাদা মুক্তার মালা, হাতে ছোট একটা পার্স আর চোখে হালকা রঙের সানগ্লাস।

বাসার সামনের বাগানটাও আজ যেন একটু বেশি সুন্দর লাগছিল। জানালার গ্রিলের সঙ্গে ঝুলে থাকা রঙিন টবের ফুলগুলো যেন ওকে অভ্যর্থনা জানাচ্ছিল।

শিলা একটু দাঁড়িয়ে ছবি তুললেন। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ল তার হাসি, পেছনের রঙিন ফুল আর জানালার পুরনো দেয়ালের গল্প।

হাতের ফোনটা বেজে উঠল। বন্ধু রিমি ফোন করেছে।
"তুই কই রে? আমরা সবাই তোকে খুঁজছি!"

শিলা হেসে বললো,
"আমি তো আমার সবুজ দিনের সাথে একটু গল্প করছিলাম। এবার আসছি।"

মুখের হাসি আর চোখের আনন্দ নিয়ে সে হাঁটা শুরু করল… সামনে অপেক্ষা করছে আরো কিছু রঙিন মুহূর্ত।

সূর্যের কোমল আলো ভোরের কুয়াশা ছুঁয়ে যাচ্ছে।নদীর জলে রোদ ঝলমল করছে, বাতাসে হালকা শীতলতা।ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু ...
27/06/2025

সূর্যের কোমল আলো ভোরের কুয়াশা ছুঁয়ে যাচ্ছে।
নদীর জলে রোদ ঝলমল করছে, বাতাসে হালকা শীতলতা।
ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু চকচক করছে।
গাছগুলো নীরব, পাতাগুলো হালকা বাতাসে দুলছে।
দূরে পাখির ঝাঁক উড়ে চলেছে।
প্রকৃতি জেগে উঠছে এক শান্ত সকাল নিয়ে।

আত্মবিশ্বাসে ভরপুর এক মুহূর্তনম্রতা, উজ্জ্বলতা আর আত্মবিশ্বাস—এই তিনটি শব্দ যেন একসাথে মিশে আছে এই ছবিটিতে। বর্ণিল নকশার...
23/06/2025

আত্মবিশ্বাসে ভরপুর এক মুহূর্ত

নম্রতা, উজ্জ্বলতা আর আত্মবিশ্বাস—এই তিনটি শব্দ যেন একসাথে মিশে আছে এই ছবিটিতে। বর্ণিল নকশার ঐতিহ্যবাহী পোশাক, শান্ত পটভূমি, আর সহজাত হাসি—সবকিছু মিলেই এক হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য।

এই ছবিটি শুধুমাত্র একটি মুহূর্ত নয়, এটি একটি অনুভব। একজন নারীর আত্মসম্মান, নিজের প্রতি ভালোবাসা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এখানে প্রতিফলিত হয়েছে। ঘরের সাদামাটা পরিবেশ, তবুও চেহারায় লুকিয়ে থাকা প্রশান্তি যেন বলে দেয়—সৌন্দর্য সবসময় বাহ্যিক নয়, বরং তা আসে অন্তর থেকে।

প্রত্যেক নারীই নিজের মতো করে সুন্দর। কখনো চোখে মুখে হাসি, কখনো পরিশ্রমে, আর কখনো সাহসিকতায়। এই ছবিটি সেই সত্যকেই প্রকাশ করছে, একদম নিঃশব্দে কিন্তু গভীরভাবে।

🌸✨ Bloom with Grace ✨🌸Surrounded by nature’s beauty and vibrant colors 🌹💐Every flower is a reminder to smile, shine, and...
22/06/2025

🌸✨ Bloom with Grace ✨🌸
Surrounded by nature’s beauty and vibrant colors 🌹💐
Every flower is a reminder to smile, shine, and spread joy 🌞🌿
Cherishing these moments of peace, laughter, and good company 💖🌼

"প্রতিটি দিন শেষ হয় এক নতুন গল্পের প্রতিশ্রুতি নিয়ে... ঠিক যেমন সূর্য ঢলে পড়ে শান্ত জলের কোলে।"
16/06/2025

"প্রতিটি দিন শেষ হয় এক নতুন গল্পের প্রতিশ্রুতি নিয়ে... ঠিক যেমন সূর্য ঢলে পড়ে শান্ত জলের কোলে।"

বৃষ্টির প্রশান্তিআকাশ মেঘলা, নরম ধূসর রঙে রঞ্জিত। একটি মৃদু বৃষ্টি অবিরামভাবে পড়ছে, সবকিছুকে একটি চকচকে আভায় ঢেকে দিচ্...
04/06/2025

বৃষ্টির প্রশান্তি
আকাশ মেঘলা, নরম ধূসর রঙে রঞ্জিত। একটি মৃদু বৃষ্টি অবিরামভাবে পড়ছে, সবকিছুকে একটি চকচকে আভায় ঢেকে দিচ্ছে। বৃষ্টির ফোঁটার শব্দ কংক্রিটের পথ এবং সবুজ পাতার বিপরীতে একটি প্রশান্তিদায়ক ছন্দ তৈরি করে।

30/05/2025

ঝড় - বৃষ্টির দিনে সবাই সাবধান থাকেন || খাগড়াছড়ি ||

প্রতিটি মানুষ ক্ষনিকের জন্য
17/05/2025

প্রতিটি মানুষ ক্ষনিকের জন্য

Address

Khagrachari

Alerts

Be the first to know and let us send you an email when Thomas Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thomas Entertainment:

Share