Ashim Vlog

Ashim Vlog আমার ফেসবুক পেজে স্বাগতম। আশা করি ফলো, লাইক ও শেয়ার দিয়ে সাথেই থাকবেন।
আপনাদের সকলের আন্তরিক ভালোবাসা ও সাপোর্ট চাই❤️ impression

শান্তির জন্য কাজ করতাম বলে জনগণই আমাদের নাম দিয়েছিল শান্তিবাহিনী'-কোম্পানি কমান্ডার লক্ষ্মী প্রসাদ চাকমা১৯৭৩ সাল। স্বাধী...
05/08/2025

শান্তির জন্য কাজ করতাম বলে জনগণই আমাদের নাম দিয়েছিল শান্তিবাহিনী'

-কোম্পানি কমান্ডার লক্ষ্মী প্রসাদ চাকমা

১৯৭৩ সাল। স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু সরকার ক্ষমতায়। লক্ষ্মী প্রসাদ চাকমা রাঙ্গামাটি সরকারি কলেজের ডিগ্রির ছাত্র। পাহাড়ি ছাত্র সমিতির সঙ্গে সম্পৃক্ত থেকে আন্দোলন করছেন অধিকার আদায়ের। আশা ছিল নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের অধিকার ফিরে পাবেন। পাকিস্তানিরা যা দেয়নি, স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধু সরকার সেই অধিকার ফিরিয়ে দেবেন।

'লক্ষ্মী প্রসাদ চাকমা বলেন, 'বাংলাদেশ স্বাধীন হবার পর স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা ছিল, বঙ্গবন্ধু এবার হয়ত আমাদের কথা ভাববেন। কিন্তু অল্প সময়েই বুঝতে পারলাম পাকিস্তান সরকার যেমন কখনো আমাদের কথা ভাবেনি, বঙ্গবন্ধুও ভাবলেন না। উল্টো তিনি আমাদের 'বাঙালি' হয়ে যেতে বললেন। আমি একজন পাহাড়ি, একজন চাকমা, আমার সংস্কৃতি-কৃষ্টি আর বাঙালির সংস্কৃতি কৃষ্টি তো এক নয়।

তাহলে আমি কীভাবে বাঙালি হয়ে যাব?

তখনই বুঝতে পারলাম, আমাদের অধিকার আদায়ের জন্য কঠিন ত্যাগ স্বীকার করতে হবে। মনে হলো লেখাপড়ার চেয়ে জাতির ভাগ্যের উন্নয়নের সংগ্রাম অনেক বেশি জরুরি

১৯৭৩ সালে লক্ষ্মী প্রসাদ চাকমা চলে গেলেন শান্তিবাহিনীতে। লেখাপড়া শেষ হয়নি। পার্বত্য চট্টগ্রামের গহীন জঙ্গল হয়ে গেল ঠিকানা। নিষিদ্ধ হয়ে গেল লোকালয়। কলম ছেড়ে হাতে তুলে নিলেন অস্ত্র।

তিনি আরো বলেন, 'অন্য অনেকের মতো আমারও স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করব। একটা ভালো চাকরি করব। স্বাধীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবো। কিন্তু আমাদের '৭১-এ যেমন মুক্তিযুদ্ধ করতে দেয়া হলো না, তেমনি দেশ গঠনেও ভূমিকা রাখতে দেয়া হলো না। এর অর্থ এই নয় যে, বঙ্গবন্ধুর 'বাঙালি হয়ে যাবার' আদেশ শান্তিবাহিনীতে যাবার একমাত্র কারণ। তবে সেটা ছিল আলটিমেটাম।

দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের ওপর চলেছে নিপীড়ন-নির্যাতন। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। তাই বঙ্গবন্ধুর ঘোষণার পর সশস্ত্র সংগ্রাম করা ছাড়া আমাদের আর উপায় ছিল না।'

জঙ্গলের জীবন। হাতে অস্ত্র। চোখে স্বপ্ন। শুনতে-ভাবতে রোমাঞ্চকর মনে হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। পেটে ক্ষুধা, সময় মতো খাওয়া হয় না। দুচোখ জড়িয়ে আসে ঘুমে। ঘুমানো যায়না। একদিকে আর্মির ভয়,তার চেয়ে ভয় জঙ্গলে শত্রুর। সাপ,বাঘ,মশা আরো কত কিছু।

এই সবকিছু জেনেও তৎকালিন হাজার হাজার তরুণ বেছে নিয়েছিল জঙ্গলের জীবন। এদেরই মধ্যে একজন লক্ষ্মী প্রসাদ!

৪৪ তম বিসিএস এ পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন জাবির আন্তর্জাতিক বিভাগের ৪৪তম ব্যাচের ছাত্র সৌরভ চাকমা । অভিনন্দন অভ...
07/07/2025

৪৪ তম বিসিএস এ পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন জাবির আন্তর্জাতিক বিভাগের ৪৪তম ব্যাচের ছাত্র সৌরভ চাকমা । অভিনন্দন অভিনন্দন অভিনন্দন ❤️

প্রতিবন্ধকতা জীবনকে নিয়ে ভিন্ন উপলব্ধির রাস্তা তৈরি করে দেয়। আমি ফিরতে পেরেই আনন্দিত। যতবার পথ কেউ আটকে দিবে, যতবার পথ আ...
13/06/2025

প্রতিবন্ধকতা জীবনকে নিয়ে ভিন্ন উপলব্ধির রাস্তা তৈরি করে দেয়। আমি ফিরতে পেরেই আনন্দিত। যতবার পথ কেউ আটকে দিবে, যতবার পথ আটকে যাবে ততবার ফিরে আসার বিকল্প রাস্তা খুঁজে নিতে হবে, নতুবা নতুন রাস্তা তৈরি করতে হবে।

বাণীতে রাণী মা য়েন য়েন

'sArtbin

Happy buddha Purnima-2569
11/05/2025

Happy buddha Purnima-2569

07/05/2025

I got 3,600 reactions and comments on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

05/05/2025
আজ ৫ মে, থানছি উপজেলা ২ নং তিন্দু ইউনিয়ন, ৮ নং ওর্য়াড, মংখয় পাড়া, (খিয়াং পাড়া) সকাল ৬ ঘটিকায় জুমে ধান রোপন করতে গিয়ে ৩ ...
05/05/2025

আজ ৫ মে, থানছি উপজেলা ২ নং তিন্দু ইউনিয়ন, ৮ নং ওর্য়াড, মংখয় পাড়া, (খিয়াং পাড়া) সকাল ৬ ঘটিকায় জুমে ধান রোপন করতে গিয়ে ৩ জন সেটেলার বাংগালী কতৃক ৩ বাচ্চার মা চিংমা খিয়াং নামে একজন খিয়াং মহিলা অপহরণ শিকার😡

গ্রামে সবাই অনেক খোজা খুজি পরে মৃত্য দেহ পাওয়া যায় , এলাকা বাসী নিশ্চিত হই মহিলাটিকে র্ধর্ষণে পর মাথা ফাটিয়ে চোখ উপড়ে ফেলে হত্যা করা হয়েছে। আর অনার ১৮ মাসে দুধ পান করা একটা মেয়ে বাচ্চা রয়েছে।

নেটওয়ার্ক সমস্যা কারণে মৃত দেহে ছবি পাঠানো সম্ভব হইনি।

অপহরণকারীদের সঠিক বিচার দাবি জানাচ্ছি।

02/05/2025

দোল মিলে

হ্যালো নার্স😆
02/05/2025

হ্যালো নার্স😆

30/04/2025

The religion of the future will be a cosmic religion. It should transcend a personal God and avoid dogmas and theology. Covering both the natural and the spiritual, it should be based on a religiou…

30/04/2025

গেল্লে রেদোত সবন দিক্কোং হোচপাঙ হল্লি তে মরে❤️

30/04/2025

কিপ্টে বাপ🤣

Address

Ashim Vlog Khagrachari Sadar Upazila
Khagrachari
4400

Telephone

+8801301664534

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashim Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashim Vlog:

Share