অয়ন্তী- Ayonti

অয়ন্তী- Ayonti 🍃🍃Authentic & Latest Bedsheet ,Khimar & Dress Collection available with affordable price 🍃🍃
(1)

বর্তমান সময়ে নারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে নানান ধরণের থ্রী-পিস এবং তার সাথে মিল রেখে অনেকেই বিভিন্ন ধরণের হিজাব ব্যবহার করে থাকেন, যা ফ্যাশনে যোগ করে এক অনন্য মাত্রা।

তাই এই সময়ে কর্মব্যস্ত এবং ফ্যাশন সচেতন নারীদের কথা বিবেচনায় রেখে আমরা কাজ করছি এক্সক্লুসিভ সব থ্রী-পিস এবং হিজাব নিয়ে। এছাড়াও নারীদের ফ্যাশনে আরো বৈচিত্র আনতে আমাদের কাছে রয়েছে দারুন সব হিজাব এক্সেসরিজ।

এবং আমাদের প্রোডা

ক্টগুলো পাচ্ছেন আপনার বাজেটের মধ্যেই, কোয়ালিটি নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা ছাড়াই।

নতুন সংযোজন হয়েছে,বেডশীট আর খিমার।🌿

আমাদের-
� অর্ডার প্রসিডিউরঃ
আমাদের যেকোনো প্রোডাক্ট অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, কন্টাক্ট নাম্বার, প্রোডাক্ট কোড অথবা ছবি এবং কোয়ান্টিটি আমাদের ইনবক্স করুন।

� ডেলিভারি প্রসিডিউরঃ
ইনসাইড ঢাকাঃ ক্যাশ অন হোম ডেলিভারি
আউটসাইড ঢাকাঃ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করা হয়।

� ডেলিভারি চার্জঃ
ঢাকার মধ্যে=৬০/- টাকা ,
ঢাকার পার্শ্ববর্তী এলাকায় =১০০/- টাকা,
ঢাকার বাইরে =১৫০/- টাকা।

[ প্রোডাক্ট কোয়ান্টিটির উপর ভিত্তি করে ডেলিভারী চার্জ পরিবর্তিত হতে পারে। ]

� রিটার্ন পলিসিঃ
১) ডেলিভারি পার্সনের উপস্থিতিতে প্রোডাক্ট চেক করে রিসিভ করতে হবে।
২) প্রোডাক্ট ড্যামেজড অবস্থায় পাওয়া গেলে তা রিটার্ন করা যাবে।
৩) তবে ডেলিভারি চার্জ দিতে হবে ,
এবং ৪) ডেলিভারী পার্সন চলে আসার পর কোনো অভিযোগ গৃহীত হবেনা।

রিজনেবল প্রাইসে এক্সক্লুসিভ সব থ্রী-পিস, হিজাব , হিজাব এক্সেসরিজ ,বেডশীট এবং খিমার পেতে আস্থা রাখুন আমাদের উপর। এবং নিয়মিত আমাদের কালেকশনগুলো দেখতে কানেক্টেড থাকুন আমাদের সাথে।

আশা করছি আপনার সাথে আমাদের পথচলা শুভ হবে।�

28/12/2025







মন টা কিছুতেই ঠিক হচ্ছে না।হাদি ভাই এর জন্য। এটা কেমন দেশ !!যাকে ইচ্ছা মেরে ফেলা যায় এবং তার বিচার ও হয় না ।আমরা এই দেশ...
26/12/2025

মন টা কিছুতেই ঠিক হচ্ছে না।
হাদি ভাই এর জন্য। এটা কেমন দেশ !!
যাকে ইচ্ছা মেরে ফেলা যায় এবং তার বিচার ও হয় না ।
আমরা এই দেশ টাকে বদলে দিবো ইনশাআল্লাহ।
এভাবে চলতে দেয়া যায় না!!!

গতকাল থেকে শীত শুরু হয়েছে।
এখন কার কমফোর্টার লাগবে ।
ইনবক্সে দাম জেনে নিবেন,ভালো লাগলে।

জীবন যত জটিল হোকহাদি ভাই এর অস্বাভাবিক মৃত্যু আমরা ভুলবো নাযারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের প্রতি হৃদয় নিংড়ানো দী...
22/12/2025

জীবন যত জটিল হোক
হাদি ভাই এর অস্বাভাবিক মৃত্যু আমরা ভুলবো না
যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত
তাদের প্রতি হৃদয় নিংড়ানো দীর্ঘশ্বাস
এই দীর্ঘশ্বাস বৃথা যাবে না ইনশাআল্লাহ

11/12/2025

King Size Bedsheet ✔️

Black Stone 🖤🩶

প্রার্থনা 🤲🏻আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কিছু দোয়া:রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম যে সকল দোয়ার মাধ্যমে আল্লাহ...
11/12/2025

প্রার্থনা 🤲🏻

আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কিছু দোয়া:

রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম যে সকল দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন এবং মহান আল্লাহ তাঁর প্রার্থনা কবুল করেছেন। কোনো ব্যক্তি যদি সেসব বিষয় থেকে বুঝে, অন্তর থেকে, ইখলাসের সাথে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে, মহান আল্লাহ তাঁকেও সেসব অনিষ্ট থেকে হেফাজত করবেন।
ইবনি আবিস জুহানী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিতঃ

একদা রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ হে ইবনি আবিস! যা দ্বারা লোক আল্লাহর আশ্রয় গ্রহণ করে থাকে, এদের মধ্যে যা উত্তম, তা কি আমি তোমাকে বলবো না? অথবা তিনি বললেনঃ আমি কি তোমাকে অবহিত করব না? সে বললোঃ হ্যাঁ, ইয়া রসূলুল্লাহ্! তিনি বললেনঃ তা হলো, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন্নাস– এ দুটি সূরাহ।

হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি—
সব ধরনের গুনাহ থেকে ছোট- বড়, গোপন- প্রকাশ্য , জেনে না বুঝে যা করেছি , যা তুমি আমার চেয়ে বেশি জানো।

শয়তান থেকে। শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের উপস্থিতি থেকে, সব ধরনের চক্রান্ত থেকে।
অক্ষমতা দুর্বলতা থেকে খারাপ আখলাক থেকে।দুশ্চরিত্র থেকে। মিথ্যা বলা থেকে।
ভ্রষ্টতা থেকে। পদস্খলন থেকে। তোমার শাস্তি থেকে থেকে। অজ্ঞতা থেকে।
অলসতা থেকে। ভীরুতা থেকে। উদাসীনতা থেকে। কৃপণতা থেকে। রূঢ়তা থেকে। দারিদ্র্যতার ফিতনা থেকে , নিঃস্ব হওয়া থেকে অভাবী হওয়া থেকে। অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে। নিচের হাত হওয়া থেকে। ( হে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো তা আমার জন্য যথেষ্ট করে দাও আমাকে সন্তুষ্ট করে দাও।)অপ্রতুলতা এবং অপমান ও লাঞ্ছনা থেকে এবং সম্পদের প্রাচুর্যের ফিতনা থেকে।
ঋণের বোঝা থেকে।
হারাম থেকে, হারাম খাওয়া, হারাম দেখা, হারাম উপার্জন থেকে। দুশ্চিন্তা, দুর্ভাবনা থেকে। বিষণ্নতা থেকে।

হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই শিরক থেকে, কুফরি থেকে , মুনাফেকি থেকে , নফসের খারাপি থেকে, বেদাত থেকে, রিয়া থেকে। অত্যাচারী লোকের দাপট থেকে। আমি যেন কাউকে অত্যাচার না করি ,আমার উপরে কেউ যেন অত্যাচার না করে, অত্যাচারিত হওয়া থেকে, মাজলুমের বদদোয়া থেকে।
খিয়ানত বিশ্বাসঘাতকতা থেকে। ওয়াদা ভঙ্গকারী হওয়া থেকে।
বার্ধক্যের কারণে অক্ষম থেকে। অন্যের উপর বোঝা হওয়া থেকে , বেশি বয়সের কষ্ট থেকে হীনতা-লাঞ্ছনা থেকে।
বধিরতা থেকে। নির্বাক হওয়া থেকে। পাগলামো থেকে।
কুষ্ঠরোগ থেকে। শ্বেত রোগ থেকে। সমস্ত দুরারোগ্য ব্যাধি থেকে।
কঠিন পরীক্ষা থেকে, দুর্ভাগ্যের নাগাল পাওয়া থেকে/ দুর্ভাগ্য থেকে। মন্দ ভাগ্য থেকে। আপনার নিয়ামত বিলুপ্ত হওয়া থেকে।
আপনার দেওয়া সুস্থতা বদলে যাওয়া থেকে।
আপনার হঠাৎ রোষ থেকে/ হঠাৎ বিপদ থেকে। শত্রুর আনন্দহাসি, খুশি হওয়া থেকে।
আপনার সব ক্রোধ উদ্রেক বস্তু থেকে।
চোখের ফিতনা, কানের ফিতনা, কলবের ফেতনা জিহ্বার ফেতনা, লজ্জাস্থানের ফিতনা থেকে। কবরের আজাব থেকে। কবরের ফিতনা থেকে।

জাহান্নাম থেকে। জাহান্নামের ফিতনা থেকে।

দুনিয়ার ফিতনা থেকে। জীবন ও মৃত্যুর ফিতনা থেকে।দাজ্জালের ফিতনা থেকে।
গোপন-প্রকাশ্য সমস্ত ফেতনা থেকে।
হে আল্লাহ! আমি আমার কান, চক্ষু, জিহ্‌বা, অন্তর এবং বীর্যের অনিষ্ট হইতে আপনার আশ্রয় প্রার্থনা করছি।
ক্ষতিকর প্রতিবেশী থেকে।ক্ষুধার প্রকোপ থেকে।
হঠাৎ মৃত্যু থেকে। ভূমিধস, ভূমিকম্প, মাটিচাপা থেকে।পানিতে ডোবা থেকে। পুড়ে যাওয়া থেকে। সাপ-বিচ্ছু দংশিত হয়ে মারা যাওয়া থেকে।
অনুপকারী ইলম (জ্ঞান) থেকে। বিনম্রতাহীন, ভয়হীন কলব থেকে। নাফসিন লা তাশবাউ : অতৃপ্ত নফস থেকে। কবুল হয় না—এমন দোয়া থেকে।

তিরস্কারকারী চোখদৃষ্টি থেকে/বদনজর থেকে।
তোমার সৃষ্টির সমস্ত অকল্যাণ ,ক্ষতি থেকে।
জাদুগিঁঠে ফুঁকদানকারিণীদের অনিষ্ট থেকে। হিংসুকের হিংসা থেকে।
হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সফরের কষ্ট, দুঃখজনক প্রত্যাবর্তন, লাভের পর ক্ষতি, মজলুমের বদ-দুআ এবং সম্পদ ও পরিবারে মন্দ দৃশ্য থেকে।
হে আল্লাহ! আমি আমার আমলের অনিষ্ট হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি যা আমি করেছি এবং যা এখনও করিনি।
আপনার আশ্রয় গ্রহণ করছি যাতে মৃত্যুকালে শয়তান আমাকে বিপথগামী করিতে না পারে।
হে আল্লাহ! আমি আপনার আযাব হইতে আপনার ক্ষমার আশ্রয় প্রার্থনা করছি। আর আপনার অসন্তুষ্টি হইতে আপনার সন্তুষ্টির আশ্রয় চাচ্ছি। আর আমি আপনার থেকে আপনার আশ্রয় কামনা করছি।

হে আল্লাহ, তোমার কাছে সেই সব কল্যাণ কামনা করছি, যা তোমার নবী মুহাম্মদ ﷺ তোমার কাছে প্রার্থনা করেছেন। আর তোমার কাছে সেই সব অকল্যাণ থেকে আশ্রয় কামনা করছি, যেসব অকল্যাণ থেকে তোমার নবী মুহাম্মদ ﷺ আশ্রয় প্রার্থনা করেছেন। তুমিই সাহায্যকারী। তুমিই (কল্যাণ) পৌঁছে দাও এবং তোমার সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকার ও পুণ্য করার ক্ষমতা কারো নেই।

প্রোডাক্ট নেইম 👉”সমুদ্র বিলাস “
11/12/2025

প্রোডাক্ট নেইম 👉”সমুদ্র বিলাস “

Product Name 👉”Blackstone “📌      কালো রং টা অনেক আভিজাত্য পূর্ণ,তাই না ।ওকেশনালি আমরা কালো রং টা পছন্দ করি,ড্রেসের ক্ষে...
10/12/2025

Product Name 👉”Blackstone “📌

কালো রং টা অনেক আভিজাত্য পূর্ণ,তাই না ।
ওকেশনালি আমরা কালো রং টা পছন্দ করি,ড্রেসের ক্ষেত্রে।

বেশ একটা ভাব আছে ,কালো রং এর মধ্যে 🩶🖤

সুন্দর সুন্দর বেডশীট 📌   চলেন দেখি
09/12/2025

সুন্দর সুন্দর বেডশীট 📌
চলেন দেখি

08/12/2025

প্রোডাক্ট নেইম ঃ”অধরা “ 🍃

প্রোডাক্ট ডিটেইলস 👇

〽️কিং সাইজ বেডশীট, রয়েছে দুটো তৈরী করা পিলো কভার।
〽️৮ ফুট / ৭.৫ ফুট
〽️টুইল ফেব্রিক

প্রাইস @৯০০/- টাকা 📌

08/12/2025

প্রোডাক্ট নেইম ঃ”প্রজাপতি “🦋

ঘরের সৌন্দর্য বৃদ্ধি তে বেডশীটের ভূমিকা অপরিসীম। আপনি মনের মতো একটা বেডশীট বেডে বিছানোর পর ,দেখবেন মনটা ভালো হয়ে যাবে।


ভিডিও এর বেডশীট টা 👇
🌿 টুইল ফেব্রিকের।
🌿 ৮ ফুট / ৭.৫ ফুট ।
🌿 দুটো পিলো কভার আর একটা কোলবালিশের কভার আছে তৈরী করা ।

প্রাইস ঃ@১০৫০/- টাকা 🪴

প্রোডাক্ট নেইম 👉”প্রজাপতি”🦋প্রোডাক্ট ডিটেইলস 🍂     〽️৮ ফুট / ৭.৫ ফুট লম্বা ….      〽️টুইল ফেব্রিক……      〽️ দুটো রেডিমেড...
07/12/2025

প্রোডাক্ট নেইম 👉”প্রজাপতি”🦋

প্রোডাক্ট ডিটেইলস 🍂
〽️৮ ফুট / ৭.৫ ফুট লম্বা ….
〽️টুইল ফেব্রিক……
〽️ দুটো রেডিমেড পিলো কভার এবং একটা কোলবালিশের কভার।

প্রাইস @১০৫০/- টাকা ✔️

Bedsheet Review 📌Alhamdulillah
07/12/2025

Bedsheet Review 📌
Alhamdulillah

Address

Arambag Housing Society, Rupnagar, Mirpur/7
Khagrachhari
1216

Telephone

+8801326874743

Website

Alerts

Be the first to know and let us send you an email when অয়ন্তী- Ayonti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অয়ন্তী- Ayonti:

Share