11/12/2025
প্রার্থনা 🤲🏻
আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কিছু দোয়া:
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম যে সকল দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন এবং মহান আল্লাহ তাঁর প্রার্থনা কবুল করেছেন। কোনো ব্যক্তি যদি সেসব বিষয় থেকে বুঝে, অন্তর থেকে, ইখলাসের সাথে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে, মহান আল্লাহ তাঁকেও সেসব অনিষ্ট থেকে হেফাজত করবেন।
ইবনি আবিস জুহানী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিতঃ
একদা রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ হে ইবনি আবিস! যা দ্বারা লোক আল্লাহর আশ্রয় গ্রহণ করে থাকে, এদের মধ্যে যা উত্তম, তা কি আমি তোমাকে বলবো না? অথবা তিনি বললেনঃ আমি কি তোমাকে অবহিত করব না? সে বললোঃ হ্যাঁ, ইয়া রসূলুল্লাহ্! তিনি বললেনঃ তা হলো, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন্নাস– এ দুটি সূরাহ।
হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি—
সব ধরনের গুনাহ থেকে ছোট- বড়, গোপন- প্রকাশ্য , জেনে না বুঝে যা করেছি , যা তুমি আমার চেয়ে বেশি জানো।
শয়তান থেকে। শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের উপস্থিতি থেকে, সব ধরনের চক্রান্ত থেকে।
অক্ষমতা দুর্বলতা থেকে খারাপ আখলাক থেকে।দুশ্চরিত্র থেকে। মিথ্যা বলা থেকে।
ভ্রষ্টতা থেকে। পদস্খলন থেকে। তোমার শাস্তি থেকে থেকে। অজ্ঞতা থেকে।
অলসতা থেকে। ভীরুতা থেকে। উদাসীনতা থেকে। কৃপণতা থেকে। রূঢ়তা থেকে। দারিদ্র্যতার ফিতনা থেকে , নিঃস্ব হওয়া থেকে অভাবী হওয়া থেকে। অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে। নিচের হাত হওয়া থেকে। ( হে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো তা আমার জন্য যথেষ্ট করে দাও আমাকে সন্তুষ্ট করে দাও।)অপ্রতুলতা এবং অপমান ও লাঞ্ছনা থেকে এবং সম্পদের প্রাচুর্যের ফিতনা থেকে।
ঋণের বোঝা থেকে।
হারাম থেকে, হারাম খাওয়া, হারাম দেখা, হারাম উপার্জন থেকে। দুশ্চিন্তা, দুর্ভাবনা থেকে। বিষণ্নতা থেকে।
হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই শিরক থেকে, কুফরি থেকে , মুনাফেকি থেকে , নফসের খারাপি থেকে, বেদাত থেকে, রিয়া থেকে। অত্যাচারী লোকের দাপট থেকে। আমি যেন কাউকে অত্যাচার না করি ,আমার উপরে কেউ যেন অত্যাচার না করে, অত্যাচারিত হওয়া থেকে, মাজলুমের বদদোয়া থেকে।
খিয়ানত বিশ্বাসঘাতকতা থেকে। ওয়াদা ভঙ্গকারী হওয়া থেকে।
বার্ধক্যের কারণে অক্ষম থেকে। অন্যের উপর বোঝা হওয়া থেকে , বেশি বয়সের কষ্ট থেকে হীনতা-লাঞ্ছনা থেকে।
বধিরতা থেকে। নির্বাক হওয়া থেকে। পাগলামো থেকে।
কুষ্ঠরোগ থেকে। শ্বেত রোগ থেকে। সমস্ত দুরারোগ্য ব্যাধি থেকে।
কঠিন পরীক্ষা থেকে, দুর্ভাগ্যের নাগাল পাওয়া থেকে/ দুর্ভাগ্য থেকে। মন্দ ভাগ্য থেকে। আপনার নিয়ামত বিলুপ্ত হওয়া থেকে।
আপনার দেওয়া সুস্থতা বদলে যাওয়া থেকে।
আপনার হঠাৎ রোষ থেকে/ হঠাৎ বিপদ থেকে। শত্রুর আনন্দহাসি, খুশি হওয়া থেকে।
আপনার সব ক্রোধ উদ্রেক বস্তু থেকে।
চোখের ফিতনা, কানের ফিতনা, কলবের ফেতনা জিহ্বার ফেতনা, লজ্জাস্থানের ফিতনা থেকে। কবরের আজাব থেকে। কবরের ফিতনা থেকে।
জাহান্নাম থেকে। জাহান্নামের ফিতনা থেকে।
দুনিয়ার ফিতনা থেকে। জীবন ও মৃত্যুর ফিতনা থেকে।দাজ্জালের ফিতনা থেকে।
গোপন-প্রকাশ্য সমস্ত ফেতনা থেকে।
হে আল্লাহ! আমি আমার কান, চক্ষু, জিহ্বা, অন্তর এবং বীর্যের অনিষ্ট হইতে আপনার আশ্রয় প্রার্থনা করছি।
ক্ষতিকর প্রতিবেশী থেকে।ক্ষুধার প্রকোপ থেকে।
হঠাৎ মৃত্যু থেকে। ভূমিধস, ভূমিকম্প, মাটিচাপা থেকে।পানিতে ডোবা থেকে। পুড়ে যাওয়া থেকে। সাপ-বিচ্ছু দংশিত হয়ে মারা যাওয়া থেকে।
অনুপকারী ইলম (জ্ঞান) থেকে। বিনম্রতাহীন, ভয়হীন কলব থেকে। নাফসিন লা তাশবাউ : অতৃপ্ত নফস থেকে। কবুল হয় না—এমন দোয়া থেকে।
তিরস্কারকারী চোখদৃষ্টি থেকে/বদনজর থেকে।
তোমার সৃষ্টির সমস্ত অকল্যাণ ,ক্ষতি থেকে।
জাদুগিঁঠে ফুঁকদানকারিণীদের অনিষ্ট থেকে। হিংসুকের হিংসা থেকে।
হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সফরের কষ্ট, দুঃখজনক প্রত্যাবর্তন, লাভের পর ক্ষতি, মজলুমের বদ-দুআ এবং সম্পদ ও পরিবারে মন্দ দৃশ্য থেকে।
হে আল্লাহ! আমি আমার আমলের অনিষ্ট হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি যা আমি করেছি এবং যা এখনও করিনি।
আপনার আশ্রয় গ্রহণ করছি যাতে মৃত্যুকালে শয়তান আমাকে বিপথগামী করিতে না পারে।
হে আল্লাহ! আমি আপনার আযাব হইতে আপনার ক্ষমার আশ্রয় প্রার্থনা করছি। আর আপনার অসন্তুষ্টি হইতে আপনার সন্তুষ্টির আশ্রয় চাচ্ছি। আর আমি আপনার থেকে আপনার আশ্রয় কামনা করছি।
হে আল্লাহ, তোমার কাছে সেই সব কল্যাণ কামনা করছি, যা তোমার নবী মুহাম্মদ ﷺ তোমার কাছে প্রার্থনা করেছেন। আর তোমার কাছে সেই সব অকল্যাণ থেকে আশ্রয় কামনা করছি, যেসব অকল্যাণ থেকে তোমার নবী মুহাম্মদ ﷺ আশ্রয় প্রার্থনা করেছেন। তুমিই সাহায্যকারী। তুমিই (কল্যাণ) পৌঁছে দাও এবং তোমার সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকার ও পুণ্য করার ক্ষমতা কারো নেই।