31/07/2025
মানুষের জীবনে সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার দোলাচলে সময় সবসময় একরকম থাকে না। কখনো দিন থাকে আলোয় ভরা, আবার কখনো আকাশ ঢেকে যায় কালো মেঘে। ঠিক তখনই চেনা যায় প্রকৃত মানুষটিকে—যে কঠিন সময়ে এগিয়ে আসে, পাশে দাঁড়ায়, জড়িয়ে ধরে, কাঁধে কাঁধ মিলে হাঁটে। এমন একজন মানুষের ভালোবাসা, সহানুভূতি ও উপস্থিতি কোনো অর্থমূল্যেই পরিশোধ করা যায় না। তার ঋণ শোধ করতে নেই, বরং সেটি বয়ে বেড়াতে হয় আজীবন কৃতজ্ঞতা আর সম্মানের সঙ্গে।
কঠিন সময়েই প্রকৃত সম্পর্কের পরীক্ষা হয় বন্ধু, আত্মীয় কিংবা প্রিয়জন—সবাই ভালো সময়ে হাততালি দেয়, পাশে দাঁড়ায়। কিন্তু যখন জীবন ভেঙে পড়ে, যখন মন ভেঙে কান্না আসে, তখন যে মানুষটি নির্দ্বিধায় এসে জড়িয়ে ধরে, তাকে চেনা যায় না কেবল “চেনা” শব্দে—তাকে চিনতে হয় “ভালোবাসা” দিয়ে, তাকে গ্রহণ করতে হয় হৃদয়ের সবচেয়ে সম্মানিত স্থানে। কারণ, সেই মানুষটি শুধু শরীর নয়, মনের একাকিত্বও জড়িয়ে ধরে।
ঋণ নয়, এটি এক আশীর্বাদ সাহায্য নেওয়া মানেই ঋণ নয়। একজন যখন আপনার কান্না দেখে কাঁদে, আপনার দুঃখে নিজের শান্তি বিসর্জন দেয়—তখন সে কোনো প্রতিদান চায় না। সে শুধু চায়, আপনি আবার দাঁড়ান। আপনি আবার হাঁটেন। এই ভালোবাসা কখনো টাকার, উপহারের বা কৃতজ্ঞতার কথায় শোধ হয় না। এর প্রতিদান একটাই—তার প্রতি আজীবন সম্মান আর নির্ভরতার জায়গা ধরে রাখা।
মানবিকতা কখনো হিসেব করে না যে মানুষটি আপনার খারাপ সময়েও দূরে না গিয়ে আপনাকে জড়িয়ে ধরে, তার হৃদয়টি হয় অসাধারণভাবে মানবিক। এই ধরনের হৃদয় কোনো বিনিময় চায় না। তাই যদি কেউ জীবনের এমন কোনো সময়ে আপনাকে জড়িয়ে ধরে, তাহলে তার কাছে নিজেকে ঋণী ভাববেন না; বরং গর্ব করবেন যে আপনি এমন একজন মানুষের বিশ্বাসের জায়গায় জায়গা পেয়েছেন।
জীবনের কঠিন সময় আমাদের অনেক কিছু শেখায়। তবে সবচেয়ে বড় শিক্ষা এটি যে, কাকে হৃদয়ের গভীরে স্থান দেওয়া উচিত। যে দুঃসময়ে জড়িয়ে ধরে, তার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধার বন্ধন তৈরি হয়—যা কোনো দিন ভাঙা উচিত নয়। কারণ, এই ঋণ কোনো কাগজে লেখে নয়, লেখা থাকে হৃদয়ের পাতায়। আর হৃদয়ের ঋণ কখনো শোধ করা যায় না—শুধু সযত্নে ধরে রাখতে হয়।
#লাইক_দিয়ে_পাসে_থাকুন #তানভীর