Tanvir Siddiki

Tanvir Siddiki Hi
I am Tanvir Siddiki My New Page. Please Like, Comme And Share. A little hope. Living well with ev

05/08/2025

যারা মুখের উপর সত্য কথা বলে,তেল মারা কথা বলতে না পারে তারা কখনোই প্রিয় মানুষ হতে পারে না

মৃত্যুর পর মানুষের ৯টি আফসোস :১. "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"( সূরা-নাবা, ৪০) ২. "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।"( ...
04/08/2025

মৃত্যুর পর মানুষের ৯টি আফসোস :

১. "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"( সূরা-নাবা, ৪০)

২. "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।"( সূরা- ফজর, ২৪)

৩. "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। "(সূরা-হাক্কাহ্, ২৫)

৪. "হায়! আমি যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।"(সূরা-ফুরকান, ২৮)

৫. "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল (স.) এর আনুগত্য করতাম।"(সূরা-আহযাব, ৬৬)

৬. "হায়! আমি যদি রাসূল (স.) এর সৎপথ অবলম্বন করতাম।"(সূরা-ফুরকান, ২৭)

৭. "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"(সূরা-আন নিসা, ৭৩)

৮. "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।"( সূরা-কাহাফ, ৪২)

৯. "হায়! এমন যদি কোনো সুরত হতো -- আমাদের কে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারের শামিল।"(সূরা-আনআম, ২৭)
#পেজে_লাইক_দিয়ে_পাসে_থাকুন

📖 এক ইমামের কাহিনী – সততার এক অবিনশ্বর গল্প একজন ইমামকে এক মসজিদে নিয়োগ দেওয়া হলো। মসজিদটি তাঁর বাসা থেকে অনেক দূরে। ত...
04/08/2025

📖 এক ইমামের কাহিনী – সততার এক অবিনশ্বর গল্প

একজন ইমামকে এক মসজিদে নিয়োগ দেওয়া হলো। মসজিদটি তাঁর বাসা থেকে অনেক দূরে। তাই তিনি প্রতিদিন জুব্বা-পাগড়ি পরে, বাসে করে মসজিদে যেতেন ।

একদিন ইমাম সাহেব বাসে করে যাচ্ছিলেন। তিনি ভাড়া দিলেন, আর ড্রাইভার ভাঙতি ফেরত দিলেন। কিছুক্ষণ পর খেয়াল করলেন, তাঁকে ২০ সেন্টস বেশি দেওয়া হয়েছে ।

২০ সেন্টস — কিছুই না, যেন ২০ পয়সা! কিন্তু তার ভিতরে শুরু হলো দ্বন্দ্ব।

– ফেরত দেবেন? নাকি রাখবেন?
– এরা তো কুফফার! ২০ সেন্টসের জন্য কীইবা এমন হবে?

বাস থেকে নামতে যাবেন, তখনই ইমাম সাহেব ফিরে গেলেন ড্রাইভারের কাছে এবং বললেন,
"তুমি ২০ সেন্টস বেশি দিয়েছো।"

ড্রাইভার বলল:
"আমি ইচ্ছা করেই দিয়েছি। আপনাকে বহুদিন ধরে দেখছি। আপনি একজন মুসলিম ইমাম। আমি ঠিক করেছিলাম, আপনি যদি এই ২০ সেন্টস ফিরিয়ে দেন, আমি ইসলাম গ্রহণ করব। আর যদি না দেন, তাহলে জানতাম, আপনারাও মিথ্যাবাদী।"

ইমাম সাহেব এই কথা শুনে কাঁদতে শুরু করলেন । কেউ জিজ্ঞেস করল,
"আপনি কাঁদছেন কেন? লোকটি তো ইসলাম গ্রহণ করেছে!"

তিনি বললেন:
"না, আমি কাঁদছি এ জন্য যে, আমি ২০ সেন্টসের বিনিময়ে প্রায় আল্লাহর দ্বীন বিক্রি করে ফেলেছিলাম...

বই: এপিটাফ
পৃষ্ঠা: ৪৩
বর্ণনাকারী: সাজিদ ইসলাম
অতিরিক্ত বাস্তব অভিজ্ঞতা:

> “একবার আমি এমন এক জায়গায় গিয়েছিলাম যেখানে কেউ আমাকে চেনে না। চায়ের দোকানে বসেছি, দোকানি বলল –

‘হুজুর, একটু দেইখেন, আমি একটু আসতেছি।’

— মনে মনে ভাবলাম, হায় আল্লাহ! আমি তো কাউকে চিনি না, কিন্তু লোকজন আমাকে দেখে বিশ্বাস করে নিচ্ছে...

শিক্ষা:
ইসলাম শুধু নামাজ, রোজা বা ওয়াজ নয়, চরিত্রই হচ্ছে দাওয়াতের সবচেয়ে বড় হাতিয়ার।

সততা কখনোই ছোট না!
একটুকরো ভালো কাজ, একটা ছোট সিদ্ধান্ত— কারো হৃদয়ে ইসলামের আলো জ্বালিয়ে দিতে পারে

আল্লাহ আমাদের সবাইকে এমন সততার সৌন্দর্য দান করুন। আমিন।

বুকে থাকলেই সবাই আপন হয় না, বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে 🖤
03/08/2025

বুকে থাকলেই সবাই আপন হয় না, বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে 🖤

দেন দেখি!দেন দেখি!আইডিয়া: অজান্তা  #হিউমারানি
02/08/2025

দেন দেখি!

দেন দেখি!

আইডিয়া: অজান্তা

#হিউমারানি

01/08/2025

অযোগ্যরাই মানুষকে ছোট করে কথা বলে, যোগ্যরা যুক্তি দিয়ে কথা বলে।

মানুষের জীবনে সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার দোলাচলে সময় সবসময় একরকম থাকে না। কখনো দিন থাকে আলোয় ভরা, আবার কখনো ...
31/07/2025

মানুষের জীবনে সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার দোলাচলে সময় সবসময় একরকম থাকে না। কখনো দিন থাকে আলোয় ভরা, আবার কখনো আকাশ ঢেকে যায় কালো মেঘে। ঠিক তখনই চেনা যায় প্রকৃত মানুষটিকে—যে কঠিন সময়ে এগিয়ে আসে, পাশে দাঁড়ায়, জড়িয়ে ধরে, কাঁধে কাঁধ মিলে হাঁটে। এমন একজন মানুষের ভালোবাসা, সহানুভূতি ও উপস্থিতি কোনো অর্থমূল্যেই পরিশোধ করা যায় না। তার ঋণ শোধ করতে নেই, বরং সেটি বয়ে বেড়াতে হয় আজীবন কৃতজ্ঞতা আর সম্মানের সঙ্গে।

কঠিন সময়েই প্রকৃত সম্পর্কের পরীক্ষা হয় বন্ধু, আত্মীয় কিংবা প্রিয়জন—সবাই ভালো সময়ে হাততালি দেয়, পাশে দাঁড়ায়। কিন্তু যখন জীবন ভেঙে পড়ে, যখন মন ভেঙে কান্না আসে, তখন যে মানুষটি নির্দ্বিধায় এসে জড়িয়ে ধরে, তাকে চেনা যায় না কেবল “চেনা” শব্দে—তাকে চিনতে হয় “ভালোবাসা” দিয়ে, তাকে গ্রহণ করতে হয় হৃদয়ের সবচেয়ে সম্মানিত স্থানে। কারণ, সেই মানুষটি শুধু শরীর নয়, মনের একাকিত্বও জড়িয়ে ধরে।

ঋণ নয়, এটি এক আশীর্বাদ সাহায্য নেওয়া মানেই ঋণ নয়। একজন যখন আপনার কান্না দেখে কাঁদে, আপনার দুঃখে নিজের শান্তি বিসর্জন দেয়—তখন সে কোনো প্রতিদান চায় না। সে শুধু চায়, আপনি আবার দাঁড়ান। আপনি আবার হাঁটেন। এই ভালোবাসা কখনো টাকার, উপহারের বা কৃতজ্ঞতার কথায় শোধ হয় না। এর প্রতিদান একটাই—তার প্রতি আজীবন সম্মান আর নির্ভরতার জায়গা ধরে রাখা।

মানবিকতা কখনো হিসেব করে না যে মানুষটি আপনার খারাপ সময়েও দূরে না গিয়ে আপনাকে জড়িয়ে ধরে, তার হৃদয়টি হয় অসাধারণভাবে মানবিক। এই ধরনের হৃদয় কোনো বিনিময় চায় না। তাই যদি কেউ জীবনের এমন কোনো সময়ে আপনাকে জড়িয়ে ধরে, তাহলে তার কাছে নিজেকে ঋণী ভাববেন না; বরং গর্ব করবেন যে আপনি এমন একজন মানুষের বিশ্বাসের জায়গায় জায়গা পেয়েছেন।

জীবনের কঠিন সময় আমাদের অনেক কিছু শেখায়। তবে সবচেয়ে বড় শিক্ষা এটি যে, কাকে হৃদয়ের গভীরে স্থান দেওয়া উচিত। যে দুঃসময়ে জড়িয়ে ধরে, তার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধার বন্ধন তৈরি হয়—যা কোনো দিন ভাঙা উচিত নয়। কারণ, এই ঋণ কোনো কাগজে লেখে নয়, লেখা থাকে হৃদয়ের পাতায়। আর হৃদয়ের ঋণ কখনো শোধ করা যায় না—শুধু সযত্নে ধরে রাখতে হয়।

#লাইক_দিয়ে_পাসে_থাকুন #তানভীর

Ripon Mia  নেপাল ঘুরতে চলে গেলো! নেপাল! মানুষ তার স্বপ্নের সময় বড়, মানুষ তার প্যাশন ধরে রাখলে ছোট্ট জায়গা থেকে অনেক বড় জ...
30/07/2025

Ripon Mia নেপাল ঘুরতে চলে গেলো! নেপাল! মানুষ তার স্বপ্নের সময় বড়, মানুষ তার প্যাশন ধরে রাখলে ছোট্ট জায়গা থেকে অনেক বড় জায়গায় চলে যেতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ এই রিপন ভিডিও!
শুরুর দিকটা মনে আছে রিপন মিয়ার?
''বন্ধু তুমি একা হলে
আমায় দিও ডাক
তোমার সাথে গল্প করবো
আমি সারা রাত।
আই লাবিউ!'' এই টাইপের ছন্দ দিয়ে রিপন তখন সবার কাছে আলোচনায় ছিলো। আমরা সবাই মজার ছলেই এইসব বলতাম।
তারপর রিপন মিয়া হুট করে আলোচনার বাইরে চলে যায়!

এরপর ই সবচেয়ে বড় 'কামব্যাক' টা দেয় রিপন! বাংলাদেশের 'ভাইরাল' কেউ একবার আলোচনার বাইরে চলে গেলে ফিরে আসতে পারেনা,এই দিক দিয়ে আলাদা হচ্ছে রিপন! তার কামব্যাক টা হয়েছে দুর্দান্ত!
একটা মানুষ ঘুম থেকে উঠে দাঁতের মাজন দিয়ে দাঁত মাজতেছে, মানুষের বাড়ি গিয়ে কাজ করতেছে, ক্ষেতের আইল ঠিক করতেছে,মন চাইলে চিটাগাং চলে যাচ্ছে,কক্সবাজার চলে যাচ্ছে, মন্ডা খেতে চলে যাচ্ছে, চা খাচ্ছে; সব ভিডিও মানুষ মনের আনন্দ নিয়ে দেখতেছে! কাউকে খুশি করার জন্য ভিডিও বানায় না, বিজনেস এর জন্য ও না, শুধুই নিজের যা ভাল্লাগে,তাই তুলে ধরে! সে এতেই সবার কাছে জনপ্রিয় হয়ে গেছে।
রিপনের জনপ্রিয়তা এতোই যে Rafsan the ChotoBhai SP. Creation সহ Daud Kim এর মতো মানুষেরা রিপনের সাথে কোলাব করেছে।

রিপন নেপাল ঘুরতে গিয়ে বলেছে 'মাঝেমাঝে আপনারা ঘুরাঘুরি করবেন। আল্লাহর নিয়ামত যে কতো সুন্দর এটা আল্লাহ ই ভালো জানে,এই নিয়ামত যদি না দেইখা যেতে পারি তাহলে রহস্য ই রহস্য থেকে যাবে!'

রিপন মিয়ার এই কথা আমাদের অনুপ্রেরণা যোগায়, রিপন কে পছন্দ করতে বাধ্য করে। রিপনের 'আই লাবিউ' কথা মতোই আমরাও তাকে 'আই লাবিউ!
হা হা হা! এটাই বাস্তব! ❤️

-Tanvir Siddiky

পরিবারে বিষাক্ত রাজনীতি? "প্রতিবাদ করলেই তুমি খারাপ!".....পৃথিবীতে সবচেয়ে সূক্ষ্ম অথচ ভয়ঙ্কর মানসিক খেলা অনেক সময় চলে আম...
30/07/2025

পরিবারে বিষাক্ত রাজনীতি? "প্রতিবাদ করলেই তুমি খারাপ!".....

পৃথিবীতে সবচেয়ে সূক্ষ্ম অথচ ভয়ঙ্কর মানসিক খেলা অনেক সময় চলে আমাদের নিজস্ব পরিবারের ভেতরেই। সবচেয়ে বেশি মাইন্ড গেইম খেলা হয় বাবা-মায়ের দিক থেকেই যেখানে সন্তান সবসময় অপরাধী, আর বয়সের কারণে বাবা-মা হয়ে যান ‘অপরাজেয়’ সত্যের প্রতীক।

বয়স মানে অভিজ্ঞতা, কিন্তু অভিজ্ঞতা মানেই সবসময় সঠিক সিদ্ধান্ত তা নয়। বাবা-মায়েরা ভুল করতে পারেন, করেও থাকেন। কিন্তু সমাজ সেই ভুল নিয়ে প্রশ্ন করতে দেয় না। সন্তান যদি সাইলেন্ট ট্রিটমেন্ট, ইমোশনাল হ্যারাসমেন্ট, ভার্বাল অ্যাবিউজমেন্টের শিকার হয়েও চুপ থাকে তাকে বলে “অভদ্র”। প্রতিবাদ করলেই "তুমি খারাপ সন্তান"।

বেশিরভাগ পরিবারেই বাবা-মা জানেন কোন সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়, আর কাকে তোষামোদ করে চলা ভালো। এ এক অদ্ভুত ক্ষমতার খেলা। হাজারো সন্তান জীবনের সঞ্চয়, সময়, ভালোবাসা দিয়ে যায় ফিরে পায় অস্বীকৃতি। আবার কেউ কেউ সামান্য কিছু করেও হয়ে যায় “সেরা সন্তান”।

আর একজন সন্তান, যিনি হয়তো পরিবারের জন্য বটগাছের ছায়া হয়ে থেকেছেন, তাকেই প্রতিনিয়ত ছোট করা হয়। কারণ, এখন তো সবাই নিজের ডানা মেলেছে তাকে ছোট করে রাখাই যেন নিয়ম। এমন পরিস্থিতি একজন মানুষকে নীরবেই ধীরে ধীরে দূরে ঠেলে দেয়।

এই ক্ষত কেউ বোঝে না। কারণ যার উপর দিয়ে যায়, কেবল সেই-ই জানে এর ওজন কেমন।

কিছু কষ্ট গভীরে থাকে:

তুমি যতই ভালো হও, যতই সহ্য করো একদিন সমাজ বলবেই: “তুমি কিছু করো না”, “তুমি অকৃতজ্ঞ”, “তুমি খারাপ”।

যখন বাবা-মার ভূমিকা সন্তানের জীবনে সহায়কের বদলে শত্রুতে পরিণত হয় তখন জীবন চলে, কিন্তু হৃদয় টা ক্ষতবিক্ষত হয়ে যায়। আল্লাহর পরেই বাবা-মা এই বাক্যটি তখন এক যন্ত্রণার ভার বহন করে।

এবং তবু…

পৃথিবীতে সবচেয়ে পবিত্র সম্পর্ক কোনটি?
আমার জীবন শেখায় স্বামী-স্ত্রী সম্পর্কই সবচেয়ে বাস্তব, সবচেয়ে সহনশীল, সবচেয়ে নির্ভরযোগ্য। যদি আপনি একজন সঠিক জীবনসঙ্গী পান তাহলে জীবনের অনেক বিষাক্ত সম্পর্কই আর প্রয়োজন হয় না।

আর যদি সেই সঙ্গী-টিই ভুল হয়, তাহলে বাকি সব সম্পর্ক থেকেও জীবনে স্বস্তি আসে না।

> “সম্পর্কে শ্রদ্ধা থাকা জরুরি, তবে শ্রদ্ধা আদায়ের নাম করে মানসিক নিপীড়ন নয়।”

কিছু বাস্তব সত্য:

সব বাবা-মা শ্রেষ্ঠ হন না।

সব সন্তান অকৃতজ্ঞ হয় না।

যারা নিঃশব্দে সহ্য করে, তারা দুর্বল নয় তারা শুধু পরিবারকে ভাঙতে চায় না।

সবাই যে সমাজে ভালো, সে প্রকৃত ভালো না—অনেকেই হিপোক্রেট।

আপনার জানা শিক্ষামূলক একটি গল্প আমাদের বলবেন কি?বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এ...
29/07/2025

আপনার জানা শিক্ষামূলক একটি গল্প আমাদের বলবেন কি?
বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো । তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজারমূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইলো।

বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন? অথচ তার একটি পা নেই!

লোকটি বললো মার্জনা করবেন জাহাপানা। দেখতে সাধারন হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি। এর বিশেষত্ব হলো - আমি যখন শিকারে যাই,তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই।

আমার পাতানো ফাদের সাথে এই পাখিটিকেও বেধে রাখি। এই পাখিটি তখন অত্যাশ্চর্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষন করে।

তার এই আওয়াজ শুনে ঝাকে ঝাকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাদ ।

বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন। এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলো, জাহাপনা! আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন?

তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজ্ও অমর হয়ে আছে। তিনি বললেন, “যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে,তার এই পরিনতিই হওয়া উচিত”।
↪️🅿️↩️

যেন মাটির সাথে মিশে না যায় আমার দিলের বাসিন্দা! #পেজে_লাইক_দিয়ে_পাসে_থাকুন
29/07/2025

যেন মাটির সাথে মিশে না যায় আমার দিলের বাসিন্দা!
#পেজে_লাইক_দিয়ে_পাসে_থাকুন

কিছুক্ষণ আগে জানলাম সায়েন্টিফিক তাফসীর চ্যানেলের লে: কর্নেল (অব:) জাকারিয়া কামাল এ মাসে দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইন্না...
28/07/2025

কিছুক্ষণ আগে জানলাম সায়েন্টিফিক তাফসীর চ্যানেলের লে: কর্নেল (অব:) জাকারিয়া কামাল এ মাসে দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইন্না...রাজিউন। তিনি ছিলেন একজন ইসলামিক স্কলার এবং দার্শনিক। মুগ্ধতার সাথে গত কয়েক বছর ধরে পবিত্র কোরআনের সূরাগুলো নিয়ে উনার তাফসীর এবং ব্যাখ্যা শুনতাম। আমার জীবনে আমি বাংলাদেশের কাউকে এমন গভীর স্তরে গিয়ে পবিত্র কোরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে শুনি নাই। একই সাথে ধর্ম, বিজ্ঞান, আন্তর্জাতিক বিশ্ব নিয়ে যেভাবে উনি বলতেন এটা না শুনলে বিশ্বাস করা যায় না একজন মানুষ কি পরিমান পড়াশোনা করলে এই স্তরে গিয়ে কথা বলতে পারেন। যারা কখনো উনার ভিডিওগুলো দেখেন নাই, তারা এক-দুটো ভিডিও দেখলেই টের পাবেন। অতি সাদাসিধা জীবন। অতি গভীর জ্ঞানের স্তর। ভীষণ ভীষণ কষ্ট লাগলো ভদ্রলোকের চলে যাওয়ার কথা শুনে। খুব ইচ্ছা ছিল উনাকে সামনাসামনি দেখার। আল্লাহ দয়া করে পবিত্র কোরআন নিয়ে উনার গবেষণাকে কবুল করে নিন। আল্লাহ দয়া করে তাঁর রহমতের ছায়ায় উনাকে আগলে রাখুন।

The channel explains the Quran, and the End Times with the Quran, Holy Bible and Hadith.

Address

House/14, Road/38, Block/Mirpur, Section/6
Khagrachhari
1216

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir Siddiki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanvir Siddiki:

Share

Category