Story by Chaity

Story by Chaity Believe makes the impossible, Possible...
(5)

গত মাসের ২০ তারিখ থেকে আমার পেইজে ইনকাম বন্ধ হয়। হাজার হাজার ভিউ হওয়ার পরও কোন সেন্ট যোগ হয় নি, হয় নি বলতে গেলে ভুল হবে ...
18/07/2025

গত মাসের ২০ তারিখ থেকে আমার পেইজে ইনকাম বন্ধ হয়। হাজার হাজার ভিউ হওয়ার পরও কোন সেন্ট যোগ হয় নি, হয় নি বলতে গেলে ভুল হবে বরং ফেইসবুক ইনকাম দেয় নি।
এখন আমার পেইজের বর্তমান অবস্থা এমন... 🙃
যা বুঝলাম, মনিটাইজেশন পেয়ে ও লাভ নাই এখন যদি ফেইসবুক কিছু না দেয়...😂

এই ফাঁদে আমরা না জানি কত মানুষ পা দিয়েছি  ❌আজকাল “ফেসবুকে কন্টেন্ট বানিয়ে লাখ টাকা ইনকাম”, “রিলসে ভিডিও দিলেই ডলার”, “এক...
06/07/2025

এই ফাঁদে আমরা না জানি কত মানুষ পা দিয়েছি ❌

আজকাল “ফেসবুকে কন্টেন্ট বানিয়ে লাখ টাকা ইনকাম”, “রিলসে ভিডিও দিলেই ডলার”, “একটাই ট্রিক শিখে আয় শুরু করুন”—এই জাতীয় পোস্টে ফিড ভরে যায়। বিশেষ করে গণহারে ফেসবুক মনিটাইজেশন চালু করার কারণে এটার ছড়াছড়ি ক্রমশ বেড়েই চলছে। তা দেখে অনেকে ভাবেন, এটাই বুঝি জীবন বদলে দেওয়ার রাস্তা। তারপর শুরু হয়—

দিন-রাত কাটে ভিডিও বানিয়ে, চোখ জ্বালিয়ে জ্বালিয়ে Reels কাটিং, লাইক কমেন্টের উপর মনোযোগ—পড়াশোনা, পারিবারিক সময় সব জলাঞ্জলি, ফলোয়ার বাড়াতে গিয়ে নিজের স্বকীয়তা, আত্মমর্যাদাও বিসর্জন।

🎭 শেষ পর্যন্ত দেখা যায়—কনটেন্টের নেশায় একজন মানুষ ‘কনটেন্ট’ হয়েই রয়ে গেছে।
দিনশেষে আয় হিসেবে হয়তো দেখা যায় একটা ডলার সাইন—$1 অথবা $2… আর আত্মার খাতায় লেখা থাকে শুধুই ক্লান্তি, হতাশা আর অপূর্ণতা।

📉 একটা নির্দিষ্ট সময় পরে যখন ফেসবুকের অ্যালগরিদম বদলে যায়, রিলস ভিউ কমে, বা মন আর কাজ করতে চায় না—তখনই বোঝা যায়, হাতে কিছুই নেই। খালি হাতে ফিরতে হয়। শুধুই হতাশায়...😢

কতো পরিশ্রম করি, তাও লাস্ট মে মাসে মাত্র .80 সেন্ট ইনকাম হল যা বাংলা টাকায় মাত্র ৯৭ টাকার মতো! 🥹
04/07/2025

কতো পরিশ্রম করি, তাও লাস্ট মে মাসে মাত্র .80 সেন্ট ইনকাম হল যা বাংলা টাকায় মাত্র ৯৭ টাকার মতো! 🥹

আচ্ছা ফেইসবুক থেকে কি ইনকাম একেবারে বন্ধ করে দিয়েছে...?  গত ২০ তারিখ থেকে আমার পেইজে কোন ধরনের ইনকাম নাই।  ফেইসবুক থেকে ...
01/07/2025

আচ্ছা ফেইসবুক থেকে কি ইনকাম একেবারে বন্ধ করে দিয়েছে...?
গত ২০ তারিখ থেকে আমার পেইজে কোন ধরনের ইনকাম নাই। ফেইসবুক থেকে ১ সেন্ট ও পাই নি এতো দিনে।
নিচের ছবি গুলো দিয়ে দিলাম বুঝার জন্য 🙂

এক মাসে আমি ওয়াইফাই বিল দেই 500 টাকা, আর এক মাসে ফেইসবুক থেকে ইনকাম হল ২০৩ টাকা। ভাই Wifi টাকা-টাও তুলতে পারি না....😆কপা...
29/06/2025

এক মাসে আমি ওয়াইফাই বিল দেই 500 টাকা, আর এক মাসে ফেইসবুক থেকে ইনকাম হল ২০৩ টাকা। ভাই Wifi টাকা-টাও তুলতে পারি না....😆
কপাল 🙂

কোটিপতি হতে আর ঠেকায় কে 😎এমন ডলার দিলে কিছুদিন পর হাওয়া হয়ে যাবে সব ব্লগাররা 😫👈
29/06/2025

কোটিপতি হতে আর ঠেকায় কে 😎
এমন ডলার দিলে কিছুদিন পর হাওয়া হয়ে যাবে সব ব্লগাররা 😫👈

লাস্ট কয়েকদিন ধরে ফেইসবুক আনিং নিয়ে কত পেইজে কত ধরনের পোস্ট দেখলাম তা হিসাব ছাড়া  কিন্তু আসল কথা হলো গত ২০ তারিখ থেকে আজ...
28/06/2025

লাস্ট কয়েকদিন ধরে ফেইসবুক আনিং নিয়ে কত পেইজে কত ধরনের পোস্ট দেখলাম তা হিসাব ছাড়া কিন্তু আসল কথা হলো গত ২০ তারিখ থেকে আজকে ২৮ তারিখ মোট ৯ দিন ধরে আমার পেইজে ১ সেন্টেরও ইনকাম নেই। যতই পোস্টের রিচ হাজার হাজার হোক না কেন, ফেইসবুক আমাকে ১ টাকাও দেয় নি। তার মানে আমার পেইজে ইনকাম টোটালি বন্ধ... 🙂

আপনারা যারা মনিটাইজেশন পান নি বলে কমেন্ট বক্সে আফসোস নিয়ে বলেন, 'আপু আপনি তো এইটাও পাইছেন আমি তো মনিটাইজেশন-ই পাই নি '
তাদের বলবো, আপনারা না পেয়ে আফসোস করতেছেন আর আমি পেয়ে কাঁদতেছি...|
পার্থক্য শুধু এইখানেই.... 💔

কেবল মাত্র ডলার পাওয়া শুরু করেছিলাম আর এখনই ফেসবুক থেকে ইনকাম দেওয়া বন্ধ হয়ে গেল...😕🤦‍♀️
28/06/2025

কেবল মাত্র ডলার পাওয়া শুরু করেছিলাম আর এখনই ফেসবুক থেকে ইনকাম দেওয়া বন্ধ হয়ে গেল...😕🤦‍♀️

ছোট বোন Snapchat দিয়ে কাঁচা মরিচের পিক তুলছে! 🙂কেমন মনে হচ্ছে 😑
27/06/2025

ছোট বোন Snapchat দিয়ে কাঁচা মরিচের পিক তুলছে! 🙂

কেমন মনে হচ্ছে 😑

ফেসবুক ভিডিও থেকে আয় বন্ধ হচ্ছে??কয়েকদিন ধরে গন-মাধ্যমে এই একই নিউজ!! কাহিনী টা আসলে এমন না!কয়েকদিন আগে আমরা পোস্ট দিয়েছ...
26/06/2025

ফেসবুক ভিডিও থেকে আয় বন্ধ হচ্ছে??
কয়েকদিন ধরে গন-মাধ্যমে এই একই নিউজ!!
কাহিনী টা আসলে এমন না!
কয়েকদিন আগে আমরা পোস্ট দিয়েছিলাম যে এখন থেকে সব ভিডিও Reels এর মতো আপলোড হবে এবং Instream Ads টা বন্ধ করে দিচ্ছে ফেসবুক!
মানে সব Instream Ads এর ভিডিও-ও রিলস হিসেবে কাউন্ট হবে+ ৩১ আগষ্ট থেকে রিলসের মনিটাইজেশন ও বন্ধ করে দিবে ফেসবুক!
মনে আছে পোস্ট টা?
কাহিনি হচ্ছে আল্টিমেটলি ফেসবুক, সব ধরনের ভিডিও টাইপ মনিটাইজেশন টুলস বন্ধ করে দিচ্ছে , earning from reels or videos এই টাইপ নামে।
এতে মনিটাইজেশন কিন্তু বন্ধ হচ্ছেনা , বরং সবকিছুর earning এখন থেকে একসাথে Content Monetization এর ভিতরে আসবে। এটাই কাহিনী!!

ফেইসবুক মনিটাইজেশনের সব সেটআপ পাওয়ার পরও ফেসবুকে কাজ করার ইচ্ছে একবারে মরে গেছে ভেতর থেকে... 😞পরিশ্রমের বিনিময়ে যখন কোন ...
26/06/2025

ফেইসবুক মনিটাইজেশনের সব সেটআপ পাওয়ার পরও ফেসবুকে কাজ করার ইচ্ছে একবারে মরে গেছে ভেতর থেকে... 😞
পরিশ্রমের বিনিময়ে যখন কোন কিছু পাওয়া যায় তখন সেই কাজের প্রতি আগ্রহ বাড়ে, মোটিভেট বাড়ে কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করে, কাজ করে ফলাফল শূন্য তখন আর কিছু করার থাকে না। তখন আর মোটিভেট খুঁজে পাওয়া যায় না... 😢

ফেইসবুকে হোক বা অন্য কোন কাজে হোক যখন মানুষ সাফল্য পাই তখন তারা শুধু একটা কথা-ই বলে, পরিশ্রম করো সাফল্য আসবে কিন্তু একটা মানুষ কেও বলতে শুনি না ভাগ্যের কথা। তোমার ভাগ্য / luck যা-ই বলি আমরা যদি সাপোর্ট না করে তাহলে কাজ করে, রাত দিন পরিশ্রম করে মরে গেলেও সাফল্য আসবে না...
আসলে এইখানে লাস্টের মেইন খেলা ভাগ্য খেলে... 😞

একমাত্র ৯০ দশকের মানুষ গুলা চিনবে বর্তমানের এইজেন-জি সময়ে এসে। একমাত্র তারা-ই বলতে পারবে কি সুন্দর শৈশব পার করে এসেছে......
25/06/2025

একমাত্র ৯০ দশকের মানুষ গুলা চিনবে বর্তমানের এই
জেন-জি সময়ে এসে। একমাত্র তারা-ই বলতে পারবে কি সুন্দর শৈশব পার করে এসেছে... 😌
বিকেল বেলা হলেই মজার এই খেলা গুলা খেলার জন্য মার কাছে কত বাইনা করা লাগতো...
মনে আছে কারো...?
ছোট বেলার স্মৃতি চলেন আরও একবার মনে করি 🌸

Address

Khagrachhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Story by Chaity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Story by Chaity:

Share

Category