06/07/2025
এই ফাঁদে আমরা না জানি কত মানুষ পা দিয়েছি ❌
আজকাল “ফেসবুকে কন্টেন্ট বানিয়ে লাখ টাকা ইনকাম”, “রিলসে ভিডিও দিলেই ডলার”, “একটাই ট্রিক শিখে আয় শুরু করুন”—এই জাতীয় পোস্টে ফিড ভরে যায়। বিশেষ করে গণহারে ফেসবুক মনিটাইজেশন চালু করার কারণে এটার ছড়াছড়ি ক্রমশ বেড়েই চলছে। তা দেখে অনেকে ভাবেন, এটাই বুঝি জীবন বদলে দেওয়ার রাস্তা। তারপর শুরু হয়—
দিন-রাত কাটে ভিডিও বানিয়ে, চোখ জ্বালিয়ে জ্বালিয়ে Reels কাটিং, লাইক কমেন্টের উপর মনোযোগ—পড়াশোনা, পারিবারিক সময় সব জলাঞ্জলি, ফলোয়ার বাড়াতে গিয়ে নিজের স্বকীয়তা, আত্মমর্যাদাও বিসর্জন।
🎭 শেষ পর্যন্ত দেখা যায়—কনটেন্টের নেশায় একজন মানুষ ‘কনটেন্ট’ হয়েই রয়ে গেছে।
দিনশেষে আয় হিসেবে হয়তো দেখা যায় একটা ডলার সাইন—$1 অথবা $2… আর আত্মার খাতায় লেখা থাকে শুধুই ক্লান্তি, হতাশা আর অপূর্ণতা।
📉 একটা নির্দিষ্ট সময় পরে যখন ফেসবুকের অ্যালগরিদম বদলে যায়, রিলস ভিউ কমে, বা মন আর কাজ করতে চায় না—তখনই বোঝা যায়, হাতে কিছুই নেই। খালি হাতে ফিরতে হয়। শুধুই হতাশায়...😢