Voice of Mukul

Voice of Mukul I want to talk about my history & heritage , art & culture, language & literature & my country.

26/04/2023
কক্সবাজারের সমুদ্র সৈকতে....
14/04/2023

কক্সবাজারের সমুদ্র সৈকতে....

ঐতিহ‌্যগতভাবে পালন করা পার্বত‌্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠী প্রধান সামাজিক উৎসবগুলো বিভিন্ন জাতিগোষ্ঠীর নিকট বিভিন্ন...
08/04/2023

ঐতিহ‌্যগতভাবে পালন করা পার্বত‌্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠী প্রধান সামাজিক উৎসবগুলো বিভিন্ন জাতিগোষ্ঠীর নিকট বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। যেমন ত্রিপুরাদের নিকট এই উৎসবের নাম যেমন বৈসুক, তেমনি চাকমাদের নিকট বিঝু। আবার মারমারা বলে থাকেন সাংগ্রাই, তঞ্চঙ্গ‌্যারা বিষু অহমিয়ারা বিহু এবং ম্রোরা চাংক্রান । মূলত নিজস্ব বর্ষপঞ্জি অনুযায়ী অথবা চৈত্র সংক্রান্তি ও নববর্ষের দিনগুলোতে নানান আয়োজনে এই উৎসবগুলো পালন করা হয়ে থাকে। পুরনো বছরের কালিমা আর জীর্ণতাকে ধুয়ে নতুন বছরকে বরণ করে নেয়ার অনন‌্য আয়োজন এই উৎসব। আর এই উৎসব নিয়ে রেডিওর আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ের শিক্ষা, সাহিত‌্য ও সংস্কৃতির এক অনন‌্য ব‌্যক্তিত্ব রাঙ্গামাটির সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা শ্রীমতি অঞ্জুলিকা খীসা, সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব‌্যক্তিত্ব শ্রীমতি ওয়েপ্রুচিং চৌধুরী এবং আরো ছিলেন আরেক অনন‌্য সাস্কৃতিক ব‌্যক্তিত্ব শ্রীমতি সূচন্দা প্রভা তঞ্চঙ্গ‌্যা । প্রচার হবে আগামী ১৩ তারিখ। শোনার আমন্ত্রণ রইল।

বেঁচে থাকুক ত্রিপুরা সাহিত্যের শেকড় ত্রিপুরা গীতিকাব্য (১)--------------------------------------------------------------...
10/03/2023

বেঁচে থাকুক ত্রিপুরা সাহিত্যের শেকড় ত্রিপুরা গীতিকাব্য (১)
----------------------------------------------------------------
আমাদের পাড়ায় একসময় যখন সন্ধ্যা নামে অথবা একটু রাত হয় তখন বাঁশির সুমধুর সুর কানে বাজে খুব। আর কিছুক্ষণ পর পর গায়েন কবিদের গলায় যখন গানের সুরে সুর উঠে কবিতাগুলোর ঠিক তখন আর বুঝতে বাকী থাকে না যে আসর জমে উঠেছে। কি দারুণ বিনোদনের উপাদান ছিল এই গীতিকবিতাগুলো। ত্রিপুরা ভাষায় এসব গীতিকবিতাগুলো শত শত বছর ধরে লোকমুখে প্রচলিত থাকার সুবাধে হয়তোবা আমারও এমন কালের সাক্ষী হয়ে থাকার সুযোগ হলো। তবে ইদানিং ত্রিপুরা পাড়াগুলোতে এমন আসর খুব একটা চোখে পড়ে না। প্রযুক্তির যুগে হাতে হাতে স্মার্টফোন থাকায় এখন মানুষ বিনোদন অথবা বিভিন্ন প্রয়োজনে ঐ ফোনের উপরই নির্ভরশীল। তাই বিনোদনের এই উপাদানগুলো যেন হারিয়ে না যায়, কেন না এগুলো শুধুমাত্র বিনোদনের উপাদান নয় বর্তমানে এটিকে বরং ত্রিপুরাদের গৌরবময় ঐতিহ্য ও সাহিত্য-সংস্কৃতির ধারক ও বাহক হিসেবেও আখ্যায়িত করা হয়।

'গাঁ/গঙ্গা তলিয়ো থাঁমানি' ত্রিপুরা জাতির তেমনই একটি গীতিকাব্যের নাম। লোকমুখে প্রচলিত এই গীতিকাব্যে ফুটে উঠেছে ত্রিপুরা সমাজের বৈচিত্র্যময় নানান দিক। আর এই গীতিকাব্যকে সংরক্ষণের জন্য গায়েন কবি চান মোহন ত্রিপুরা ওরফে বেরেগীর মুখ থেকে শুনে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের তৎকালীন সাধারণ সম্পাদক খগেশ্বর ত্রিপুরা লিখে রাখেন। তাঁর অনুলিখনটিকে সম্পাদনা করেন প্রশান্ত কুমার ত্রিপুরা এবং সম্পদনা সহযোগীতায় ছিলেন মথুরা ত্রিপুরা ও হরিপদ্ম ত্রিপুরা। ২০০৫ সালে (১৪১৫ ত্রিপুরাব্দ) বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ, কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রকাশিত হয়।

- ক্রমশ চলবে

জীবন যেখানে যেমন....
09/03/2023

জীবন যেখানে যেমন....

26/02/2023

'জুম নৃত্য' পাহাড়ের একটি জনপ্রিয় নৃত্য। মূলত চাকমা সমাজের ঐতিহ্যবাহী নৃত্য হিসেবেই সমাধিক পরিচিত।

War Cemetery,  Cumilla.
23/01/2023

War Cemetery, Cumilla.

শালবন বিহার,  বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন।  হাজার বছরের পুরনো এই বিহারের  নকশা ও ক...
26/11/2022

শালবন বিহার, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন। হাজার বছরের পুরনো এই বিহারের নকশা ও কারুকাজ দেখে সহজেই অনুমান করা যায় তৎকালীন সময়ের বিহারগুলো কতটা সমৃদ্ধ।

20/11/2022

কুমিল্লা শহরের রাজ রাজেশ্বরী কালী মাতার মন্দির ত্রিপুরা মহারাজার এক ঐতিহাসিক নিদর্শন। এই মন্দিরটি ত্রিপুরার মহারাজা দ্বিতীয় রত্ন মাণিক্য ১৭০২ খ্রিস্টাব্দ অর্থাৎ ১১১৩ ত্রিপুরাব্দে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটির মা কালীর মূর্তিটি মূলত কষ্টিপাথর দিয়ে তৈরি হয়েছিল বলে জানা যায়।

20/11/2022

আজ থেকে প্রায় ৬০০ বছর পূর্বের খননকৃত একটি দীঘির নাম ধর্মসাগর। নামে সাগর থাকলেও প্রকৃত অর্থে এটি কোন সাগর নয় বরং দীঘি বলা যেতে পারে। ত্রিপুরার মহারাজা ধর্ম মাণিক্য স্থানীয় প্রজাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করার প্রয়াসে ১৪৫৮ সালে এই দীঘিটি খনন করিয়েছেন বলে জানা যায়। বর্তমান কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে ২৩.১৮ একর জায়গার উপরে এই দীঘির অবস্থান। এছাড়াও ১৪৩১ থেকে ১৪৬২ সাল পর্যন্ত রাজত্বকালে মহারাজা ধর্মমাণিক্য অত্র অঞ্চলের বহুবিধ উন্নতি সাধনে অনন্য ভূমিকা পালন করেছিলেন। তার নামানুসারে এই দীঘিটির নামকরণ করা হয়।

এ যেন পাহাড় ও সমতলের ত্রিপুরাদের মিলনমেলা।
20/11/2022

এ যেন পাহাড় ও সমতলের ত্রিপুরাদের মিলনমেলা।

20/11/2022

কুমিল্লার কোটবাড়ীর হাদুকপাড়ার সম্মানিত কার্বারী মাচাং অভিরাম ত্রিপুরার সাথে কিছুক্ষণ।

19/11/2022

বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন, তৎকালীন ত্রিপুরা মহারাজা বীরচন্দ্র মাণিক্য কর্তৃক ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি অনন্য স্থাপনা। দারুন কারকার্যখচিত এই স্থাপনাটির নির্মানকাজ শুরু হয়েছিল ৬ মে ১৮৮৫ সালে। তৎকালীন জেলাপ্রশাসক এফ এইচ স্ক্রাইন এর বিশেষ অনুরোধে মহারাজা কান্দিরপাড়ে ১০ বিঘা জমি দান করেন এবং নিজস্ব অর্থায়নে ভবন নির্মাণ করেন। দ্বিতলবিশিষ্ট ভবনটির নিচতলায় রয়েছে হলরুম, মুজিব কর্ণার ও পত্রিকা পড়ার কক্ষ। উপরতলায় রয়েছে মূল পাঠাগার কক্ষ এবং নামাজকক্ষ। পাঠাগারে বহু পুরনো গ্রন্থসমূহ সংরক্ষিত আছে এখনও। এমনকি শ্রীকালীপ্রসন্ন সেন বিদ্যাভূষণ মহাশয় কর্তৃক সম্পাদিত প্রথম প্রকাশিত গ্রণ্থের চারকপি এখনও সংরক্ষিত আছে বলে জানা যায়।

19/11/2022

হাদুকপাড়া, কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার কোটবাড়ী এলাকায় বসবাসরত 'ত্রিপুরা' জনগোষ্ঠীর একটি পাড়ার নাম। এ পাড়ায় সুদীর্ঘকাল ধরে বসবাস করে আসছে এই জনগোষ্ঠীর মানুষ। পাড়ায় মোট ১৭ টি পরিবারে ৭৫ জন জনসংখ্যার বসবাস। এই পাড়াটি নিয়ে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যান সংসদের সম্মানিত সভাপতি মাচাং নবলেশ্বর দেওয়ান মহোদয়ের অনুভূতি।

Address

Dighinala
Khagrachhari
4420

Telephone

+8801559540105

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Mukul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share